বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব বিষয় জানান।
আক্তার হোসেন বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় এই মামলা দায়ের করা হয়েছে।
একই সঙ্গে মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামেও ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার অবৈধ সম্পদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তার কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মাসুদ বিশ্বাস ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানি থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে স্কাই ক্যাপিটাল এয়ারলাইনস, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, হিমিদ্রী লিমিটেড, তানাকা গ্রুপ, এসএ গ্রুপ ও আনোয়ার গ্রুপের সঙ্গে জড়িত বিভিন্ন অনিয়ম।
দুদক জানিয়েছে, ঢাকার বিভিন্ন এলাকায় মাসুদ বিশ্বাসের নামে জমি ও ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে, যা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব বিষয় জানান।
আক্তার হোসেন বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় এই মামলা দায়ের করা হয়েছে।
একই সঙ্গে মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামেও ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার অবৈধ সম্পদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তার কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মাসুদ বিশ্বাস ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানি থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে স্কাই ক্যাপিটাল এয়ারলাইনস, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, হিমিদ্রী লিমিটেড, তানাকা গ্রুপ, এসএ গ্রুপ ও আনোয়ার গ্রুপের সঙ্গে জড়িত বিভিন্ন অনিয়ম।
দুদক জানিয়েছে, ঢাকার বিভিন্ন এলাকায় মাসুদ বিশ্বাসের নামে জমি ও ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে, যা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।