বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট (মূল্য সংযোজন কর) এবং শুল্ক বাড়ানো হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গতকাল বুধবার বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ৪৩টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে সম্পূরক ও আবগারি শুল্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘অত্যাবশ্যকীয় সব পণ্যের শুল্ক শূন্য করা হয়েছে। সুতরাং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বাড়তি করের প্রভাব পড়বে না।’
তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতির প্রধান সূচক চাল ও ডালের মতো জিনিসপত্রে কর বাড়ানো হয়নি। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে।’
তিন তারকার ওপর রেস্টুরেন্ট, অভ্যন্তরীণ বিমানের ভাড়া, ও বিলাসী সেবার ক্ষেত্রে ভ্যাট বাড়ানোর প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘এই খাতগুলোতে সামান্য কর বাড়ানো হয়েছে। যা সাধারণ মানুষের ওপর তেমন প্রভাব ফেলবে না।’
সরকারের এ সিদ্ধান্ত আইএমএফের পরামর্শে নেওয়া হচ্ছে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, সবদিক বিবেচনা করেই এটি করা হয়েছে।’
রাজস্ব ঘাটতি পূরণে এ সিদ্ধান্তের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের রাজস্ব ঘাটতি বেশি। বড় ঘাটতি অর্থায়ন সম্ভব নয়। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
সাধারণ মানুষের কষ্ট হবে কি না, এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মনে হয় না কষ্ট হবে।’
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট (মূল্য সংযোজন কর) এবং শুল্ক বাড়ানো হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গতকাল বুধবার বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ৪৩টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে সম্পূরক ও আবগারি শুল্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘অত্যাবশ্যকীয় সব পণ্যের শুল্ক শূন্য করা হয়েছে। সুতরাং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বাড়তি করের প্রভাব পড়বে না।’
তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতির প্রধান সূচক চাল ও ডালের মতো জিনিসপত্রে কর বাড়ানো হয়নি। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে।’
তিন তারকার ওপর রেস্টুরেন্ট, অভ্যন্তরীণ বিমানের ভাড়া, ও বিলাসী সেবার ক্ষেত্রে ভ্যাট বাড়ানোর প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘এই খাতগুলোতে সামান্য কর বাড়ানো হয়েছে। যা সাধারণ মানুষের ওপর তেমন প্রভাব ফেলবে না।’
সরকারের এ সিদ্ধান্ত আইএমএফের পরামর্শে নেওয়া হচ্ছে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, সবদিক বিবেচনা করেই এটি করা হয়েছে।’
রাজস্ব ঘাটতি পূরণে এ সিদ্ধান্তের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের রাজস্ব ঘাটতি বেশি। বড় ঘাটতি অর্থায়ন সম্ভব নয়। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
সাধারণ মানুষের কষ্ট হবে কি না, এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মনে হয় না কষ্ট হবে।’