বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বৃহস্পতিবার রাতে গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।
এ সময় সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী বেগম সারাহনাজ কমলিকা। সেনাপ্রধানের গাড়ি রাত সাড়ে ৮টায় ‘ফিরোজা’তে পৌঁছালে, তিনি প্রায় পৌনে এক ঘণ্টা খালেদা জিয়ার সঙ্গে সেখানে অবস্থান করেন।
খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানিয়েছেন, ‘সেনাপ্রধান ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেই দোয়া করেছেন।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। তার মধ্যে রয়েছে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস ও চোখের সমস্যা। চিকিৎসার জন্য তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আগামী সপ্তাহে যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। এজন্য তার চিকিৎসকদের পরামর্শে একটি মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।
গত ৬ আগস্ট মুক্তির পর থেকে খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্যগত পরীক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলন পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়া সম্পূর্ণ মুক্তি লাভ করেন।
এই মুক্তির পর পরই, গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তিনি সেনাপ্রধানসহ তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বৃহস্পতিবার রাতে গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।
এ সময় সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী বেগম সারাহনাজ কমলিকা। সেনাপ্রধানের গাড়ি রাত সাড়ে ৮টায় ‘ফিরোজা’তে পৌঁছালে, তিনি প্রায় পৌনে এক ঘণ্টা খালেদা জিয়ার সঙ্গে সেখানে অবস্থান করেন।
খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানিয়েছেন, ‘সেনাপ্রধান ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেই দোয়া করেছেন।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। তার মধ্যে রয়েছে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস ও চোখের সমস্যা। চিকিৎসার জন্য তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আগামী সপ্তাহে যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। এজন্য তার চিকিৎসকদের পরামর্শে একটি মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।
গত ৬ আগস্ট মুক্তির পর থেকে খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্যগত পরীক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলন পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়া সম্পূর্ণ মুক্তি লাভ করেন।
এই মুক্তির পর পরই, গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তিনি সেনাপ্রধানসহ তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।