image

বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে জেলায় মানববন্ধনের ঘোষণা, ঢাকা ছাড়ছেন স্বজনরা

সংবাদ অনলাইন রিপোর্ট

বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালসহ তিন দাবিতে টানা দুই দিন রাজধানীতে আন্দোলনের পর এবার জেলা পর্যায়ে কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী সদস্যদের স্বজনরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনের পক্ষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার।

তিনি জানান, শুক্র ও শনিবার নিজ নিজ এলাকায় গণসংযোগ চালানো হবে। রোববার প্রতিটি জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হবে।

দেড় দশক আগে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আটক থাকা বিডিআর সদস্যদের মুক্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে গত বুধবার থেকে রাজধানীতে আন্দোলন করছেন তাদের স্বজনরা। তিন দফা দাবি হলো—কারাবন্দিদের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল এবং চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল ও পুনর্বাসন।

গত দুই দিনে শহীদ মিনারে অবস্থান এবং শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালিত হয়। তবে জনদুর্ভোগ এড়াতে অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। আন্দোলনের নেতারা অভিযোগ করেন, মামলার শুনানিতে বারবার বিলম্ব করা হচ্ছে এবং ন্যায়বিচার নিশ্চিতের পথে ষড়যন্ত্রমূলক বাধা তৈরি করা হচ্ছে।

মাহিন সরকার বলেন, “আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, ন্যায়বিচার নিশ্চিত করুন এবং আমাদের দাবিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিন। কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় পুনঃতদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত করা জরুরি।”

‘জাতীয়’ : আরও খবর

» মায়ানমারে সংঘর্ষ: নাফ নদীতে জেলে গুলিবিদ্ধ, সীমান্তে সতর্কতা

» প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন ইসির

» ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের আহ্বান

» চট্টগ্রামে ছিনতাইয়ের ‘২৯০ ভরি’ স্বর্ণ উদ্ধার, সাবেক পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

» মনোনয়নপত্র: এবার ৬৪০ আপিল আবেদন, আজ শুনানি শুরু

» কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট, স্বল্পচাপে গ্যাস পাওয়া যাচ্ছে না বাসাবাড়িতে

সম্প্রতি