দেশে শৈত্যপ্রবাহের পরিধি বেড়েছে। আজ শুক্রবার দেশের ৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। গতকাল পাঁচ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুই দিনের মৃদু শৈত্যপ্রবাহের পর আগামীকাল শনিবার থেকেই বাড়তে পারে তাপমাত্রা।
আজ দেশের যে ৯ জেলায় শৈত্যপ্রবাহ বইছে, সেগুলো হলো পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা ও গোপালগঞ্জ।
যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর অতি তীব্র শৈত্যপ্রবাহ তখনই হয়, যখন সর্বনিন্ম তাপমাত্রা হয় ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।
গতকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। সেই জেলাগুলো ছিল রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে—৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়—৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রা আজ গতকালের চেয়ে প্রায় দুই ডিগ্রি কমে গেলেও আজ রাজধানীর তাপমাত্রা সামান্য বেড়েছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দুই দিনের শৈত্যপ্রবাহের পর আগামীকাল শনিবার থেকে দেশের গড় তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তররে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি আজ সকালে বলেন, আগামীকাল ও পরের দিনও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
দেশে শৈত্যপ্রবাহের পরিধি বেড়েছে। আজ শুক্রবার দেশের ৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। গতকাল পাঁচ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুই দিনের মৃদু শৈত্যপ্রবাহের পর আগামীকাল শনিবার থেকেই বাড়তে পারে তাপমাত্রা।
আজ দেশের যে ৯ জেলায় শৈত্যপ্রবাহ বইছে, সেগুলো হলো পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা ও গোপালগঞ্জ।
যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর অতি তীব্র শৈত্যপ্রবাহ তখনই হয়, যখন সর্বনিন্ম তাপমাত্রা হয় ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।
গতকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। সেই জেলাগুলো ছিল রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে—৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়—৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রা আজ গতকালের চেয়ে প্রায় দুই ডিগ্রি কমে গেলেও আজ রাজধানীর তাপমাত্রা সামান্য বেড়েছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দুই দিনের শৈত্যপ্রবাহের পর আগামীকাল শনিবার থেকে দেশের গড় তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তররে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি আজ সকালে বলেন, আগামীকাল ও পরের দিনও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।