জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের অংশগ্রহণে সর্বদলীয় বৈঠক আয়োজন করা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন।
মাহফুজ আলম বলেন, “আশা করি, এই বৈঠকের মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণয়ন সম্ভব হবে। একই সঙ্গে ঘোষণাপত্রটি জারির তারিখ এবং সরকারের ভূমিকা স্পষ্ট হবে।”
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা করেছিল। তবে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিতর্ক শুরু হলে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানায়, সরকারের সঙ্গে এ উদ্যোগের কোনো সম্পর্ক নেই।
পরে ৩০ ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জরুরি প্রেস ব্রিফিংয়ে জানান, সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের আল্টিমেটাম দিয়ে প্রচারপত্র বিলি ও জনসংযোগ চালিয়ে যাচ্ছে। তবে ৯ জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম এক সংবাদ ব্রিফিংয়ে জানান, আলোচনার কারণে ঘোষণাপত্র প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে।
আজকের সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের অংশগ্রহণে সর্বদলীয় বৈঠক আয়োজন করা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন।
মাহফুজ আলম বলেন, “আশা করি, এই বৈঠকের মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণয়ন সম্ভব হবে। একই সঙ্গে ঘোষণাপত্রটি জারির তারিখ এবং সরকারের ভূমিকা স্পষ্ট হবে।”
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা করেছিল। তবে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিতর্ক শুরু হলে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানায়, সরকারের সঙ্গে এ উদ্যোগের কোনো সম্পর্ক নেই।
পরে ৩০ ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জরুরি প্রেস ব্রিফিংয়ে জানান, সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের আল্টিমেটাম দিয়ে প্রচারপত্র বিলি ও জনসংযোগ চালিয়ে যাচ্ছে। তবে ৯ জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম এক সংবাদ ব্রিফিংয়ে জানান, আলোচনার কারণে ঘোষণাপত্র প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে।
আজকের সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।