image

বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক, সংশোধনের দাবি বার সভাপতির

সংবাদ অনলাইন রিপোর্ট

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন সম্প্রতি জারি করা ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’কে ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে তা সংশোধনের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, “অধ্যাদেশে কোনো আইনজীবী প্রতিনিধির অন্তর্ভুক্তি নেই, অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। এটি বৈষম্যমূলক এবং আইনজীবীদের জন্য হতাশাজনক। আমি এই অধ্যাদেশ সংশোধনের জোর দাবি জানাচ্ছি।”

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জারি হওয়া এই অধ্যাদেশে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য একটি স্থায়ী কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। ‘সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ নামের এই সাত সদস্যের কাউন্সিলের নেতৃত্বে থাকবেন প্রধান বিচারপতি।

কাউন্সিলে আপিল ও হাই কোর্ট বিভাগের প্রবীণ বিচারক, বিচার-কর্ম বিভাগের একজন প্রবীণ বিচারক, প্রধান বিচারপতির মনোনীত একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং আইনের একজন বিশেষজ্ঞ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

বার সভাপতি এই কাউন্সিলে আইনজীবীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবিতে অধ্যাদেশ সংশোধনের আহ্বান জানান।

‘জাতীয়’ : আরও খবর

» খেলাফতের মামুনুলকে কারণ দর্শানোর নোটিশ ইসির

» জুলাই সনদের প্রতিটি অক্ষর ১৪শ’ মানুষের রক্তে লেখা: আলী রীয়াজ

» শিপিং করপোরেশনের ‘মুনাফা ৩০৬ কোটি টাকা’, লাভ ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

» বাহরাইনে ‘পোস্টাল ব্যালট বিতরণ’ করার ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

» বাংলাদেশে আগমনী বা অন-অ্যারাইভাল ভিসা স্থগিত: পররাষ্ট্র উপদেষ্টা

» বিগত ৩ নির্বাচনে আ’লীগকে জয়ী করতে গোয়েন্দা সংস্থার অনেকে ‘স্বপ্রণোদিত’ ছিলেন: প্রতিবেদন

সম্প্রতি