বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার আশ্বাস
আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার রাজধানীর একটি হোটেলে ‘বণিক বার্তা’ আয়োজিত পলিসি কনক্লেভে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় বাজার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে বাজার ব্যবস্থাপনার চেষ্টা করছে। এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি এবং রমজানেও ইনশা আল্লাহ কোনো বিপত্তি হবে না।”
ভোগ্যপণ্যের সরবরাহ নিয়ে তিনি বলেন, “আমাদের আমদানি করা চিনি, তেল, ছোলা, খেজুর, পেঁয়াজ, আলুর কোনো সংকট নেই।”
বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে সরকার প্রতিযোগিতা কমিশনকে স্বাধীন করার উদ্যোগ নিচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “আমাদের নীতিগুলো ধনিক শ্রেণির সুবিধার জন্য তৈরি হয়েছে, সাধারণ মানুষের জন্য নয়। গত ১৫ বছরে দেশে বড় কোনো বিনিয়োগ হয়নি, ফলে কর্মসংস্থানও বাড়েনি।”
তিনি আরও বলেন, “ব্যাংকগুলোকে অপরাধ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। ইসলামী ব্যাংক, টিসিবি ধ্বংস করা হয়েছে। টিসিবির তালিকায় ৪৩ লাখ ভুয়া উপকারভোগী পাওয়া গেছে, যা আরও যাচাই করা দরকার।”
ধান সংগ্রহের প্রসঙ্গে তিনি বলেন, “সরকারি ধান সংগ্রহ সীমিত করে আমদানিনির্ভর করা হলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং মূল্য নিয়ন্ত্রণ সম্ভব হবে।”
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। আলোচনায় আরও বক্তব্য রাখেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এএইচএম আহসান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।
পণ্য আমদানি ও বাজার ব্যবস্থাপনা নিয়ে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টি কে গ্রুপের মোহাম্মাদ মুস্তাফা হায়দার, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, এসিআই লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসিরসহ আরও অনেকে মতামত দেন।
অনুষ্ঠানে সারা দেশের দুই শতাধিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী অংশ নেন।
বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার আশ্বাস
রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫
আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার রাজধানীর একটি হোটেলে ‘বণিক বার্তা’ আয়োজিত পলিসি কনক্লেভে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় বাজার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে বাজার ব্যবস্থাপনার চেষ্টা করছে। এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি এবং রমজানেও ইনশা আল্লাহ কোনো বিপত্তি হবে না।”
ভোগ্যপণ্যের সরবরাহ নিয়ে তিনি বলেন, “আমাদের আমদানি করা চিনি, তেল, ছোলা, খেজুর, পেঁয়াজ, আলুর কোনো সংকট নেই।”
বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে সরকার প্রতিযোগিতা কমিশনকে স্বাধীন করার উদ্যোগ নিচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “আমাদের নীতিগুলো ধনিক শ্রেণির সুবিধার জন্য তৈরি হয়েছে, সাধারণ মানুষের জন্য নয়। গত ১৫ বছরে দেশে বড় কোনো বিনিয়োগ হয়নি, ফলে কর্মসংস্থানও বাড়েনি।”
তিনি আরও বলেন, “ব্যাংকগুলোকে অপরাধ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। ইসলামী ব্যাংক, টিসিবি ধ্বংস করা হয়েছে। টিসিবির তালিকায় ৪৩ লাখ ভুয়া উপকারভোগী পাওয়া গেছে, যা আরও যাচাই করা দরকার।”
ধান সংগ্রহের প্রসঙ্গে তিনি বলেন, “সরকারি ধান সংগ্রহ সীমিত করে আমদানিনির্ভর করা হলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং মূল্য নিয়ন্ত্রণ সম্ভব হবে।”
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। আলোচনায় আরও বক্তব্য রাখেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এএইচএম আহসান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।
পণ্য আমদানি ও বাজার ব্যবস্থাপনা নিয়ে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টি কে গ্রুপের মোহাম্মাদ মুস্তাফা হায়দার, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, এসিআই লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসিরসহ আরও অনেকে মতামত দেন।
অনুষ্ঠানে সারা দেশের দুই শতাধিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী অংশ নেন।