বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে টিকিট কাউন্টারভিত্তিক সেবা
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম জানিয়েছেন, আবদুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২১টি কোম্পানির বাস একক কোম্পানির অধীনে পরিচালিত হবে। আগামী বৃহস্পতিবার থেকে টিকিট কাউন্টারভিত্তিক এই বাস সেবা চালু করা হবে, এবং বাসগুলোর রং হবে গোলাপি।
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সেখানে জানানো হয়, আবদুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ২,৬১০টি বাস চলবে, এবং এসব বাসে টিকিট ছাড়া যাতায়াত করা যাবে না। যত্রতত্র বাসে ওঠা-নামাও নিষিদ্ধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাইফুল আলম বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে রাজধানীতে বাস ও মিনিবাস চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করছে, যা অনিয়ম ও বিশৃঙ্খলা তৈরি করেছে। যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাস মালিকদের চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি বাতিল করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে এই সেবা চালু হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুর থেকে এর উদ্বোধন করা হবে। চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুরের বাসগুলোও একইভাবে পরিচালিত হবে।
তিনি আরও জানান, চালক ও সহকারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনে অভ্যস্ত হন এবং যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করেন। সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে টিকিট কাউন্টারভিত্তিক সেবা
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম জানিয়েছেন, আবদুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২১টি কোম্পানির বাস একক কোম্পানির অধীনে পরিচালিত হবে। আগামী বৃহস্পতিবার থেকে টিকিট কাউন্টারভিত্তিক এই বাস সেবা চালু করা হবে, এবং বাসগুলোর রং হবে গোলাপি।
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সেখানে জানানো হয়, আবদুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ২,৬১০টি বাস চলবে, এবং এসব বাসে টিকিট ছাড়া যাতায়াত করা যাবে না। যত্রতত্র বাসে ওঠা-নামাও নিষিদ্ধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাইফুল আলম বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে রাজধানীতে বাস ও মিনিবাস চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করছে, যা অনিয়ম ও বিশৃঙ্খলা তৈরি করেছে। যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাস মালিকদের চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি বাতিল করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে এই সেবা চালু হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুর থেকে এর উদ্বোধন করা হবে। চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুরের বাসগুলোও একইভাবে পরিচালিত হবে।
তিনি আরও জানান, চালক ও সহকারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনে অভ্যস্ত হন এবং যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করেন। সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।