আওয়ামী লীগ সরকারের পতনের পর অসমাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, যেসব প্রকল্পের ঠিকাদার কাজ শেষ না করেই চলে গেছেন, সেখানে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ সম্পন্ন করতে হবে।
রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম অধিবেশনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় ডিসিদের এ নির্দেশনা দেওয়া হয়। আলোচনায় স্থানীয় পর্যায়ে নতুন প্রকল্প পাঠানো ও উন্নয়ন কাজ তদারকির বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘অনেক প্রকল্পের কাজ মাঝপথে আটকে আছে, কারণ ঠিকাদাররা টাকা নিয়ে চলে গেছেন। এসব প্রকল্প দ্রুত শেষ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আগে স্থানীয় জনপ্রতিনিধিরা প্রয়োজনীয় প্রকল্পের চাহিদা দিতেন। এখন জনপ্রতিনিধি না থাকায় ডিসিদের এসব বিষয়ে উদ্যোগী হতে হবে। রাস্তা, সেতু, বিদ্যালয় ভবনসহ জরুরি প্রকল্পগুলোর তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
উন্নয়ন প্রকল্প যাচাই-বাছাই করে ব্যয় কমানো হয়েছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘জানুয়ারি থেকে নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, তা ডিসিদের তদারকি করতে হবে।’
রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
আওয়ামী লীগ সরকারের পতনের পর অসমাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, যেসব প্রকল্পের ঠিকাদার কাজ শেষ না করেই চলে গেছেন, সেখানে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ সম্পন্ন করতে হবে।
রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম অধিবেশনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় ডিসিদের এ নির্দেশনা দেওয়া হয়। আলোচনায় স্থানীয় পর্যায়ে নতুন প্রকল্প পাঠানো ও উন্নয়ন কাজ তদারকির বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘অনেক প্রকল্পের কাজ মাঝপথে আটকে আছে, কারণ ঠিকাদাররা টাকা নিয়ে চলে গেছেন। এসব প্রকল্প দ্রুত শেষ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আগে স্থানীয় জনপ্রতিনিধিরা প্রয়োজনীয় প্রকল্পের চাহিদা দিতেন। এখন জনপ্রতিনিধি না থাকায় ডিসিদের এসব বিষয়ে উদ্যোগী হতে হবে। রাস্তা, সেতু, বিদ্যালয় ভবনসহ জরুরি প্রকল্পগুলোর তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
উন্নয়ন প্রকল্প যাচাই-বাছাই করে ব্যয় কমানো হয়েছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘জানুয়ারি থেকে নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, তা ডিসিদের তদারকি করতে হবে।’