বাংলাদেশ, ভারত, নেপালসহ একাধিক দেশে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ডিওজিই স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ যেসব প্রকল্পে ব্যয় করা হচ্ছিল, তার মধ্যে কয়েকটি বাতিল করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’-এর জন্য বরাদ্দ ২ কোটি ৯০ লাখ ডলার বাতিল করা হয়েছে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট অনুযায়ী, ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’ (এসপিএল) প্রকল্পে অর্থায়ন করছিল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)। এই প্রকল্পের আওতায় রাজনৈতিক দলগুলোর সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে সম্পর্ক জোরদার এবং রাজনৈতিক সহিংসতা কমানোর কাজ চলছিল।
ডিওজিইর ঘোষণায় আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ভারত ও নেপালেও বিভিন্ন প্রকল্পে অর্থায়ন বাতিল করা হয়েছে। ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর প্রকল্পে ২ কোটি ১০ লাখ ডলার এবং নেপালের একাধিক প্রকল্পে ৩ কোটি ৯০ লাখ ডলারের সহায়তা বাতিল করা হয়েছে। এ ছাড়া মোজাম্বিক, কম্বোডিয়া, সার্বিয়া, লাইবেরিয়া, মালি ও মিসরসহ এশিয়া ও আফ্রিকার কয়েকটি প্রকল্পেও অর্থায়ন বন্ধ করা হয়েছে।
গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দেশটিতে সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) প্রতিষ্ঠা করা হয়। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে এই বিভাগটি সরকারি ব্যয় সংকোচনের কাজ করছে।
এর অংশ হিসেবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বিশ্বব্যাপী ইউএসএআইডির সহায়তা স্থগিতের ঘোষণা অন্যতম। এছাড়া গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ৯ হাজার ৫০০ জনের বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
বাংলাদেশ, ভারত, নেপালসহ একাধিক দেশে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ডিওজিই স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ যেসব প্রকল্পে ব্যয় করা হচ্ছিল, তার মধ্যে কয়েকটি বাতিল করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’-এর জন্য বরাদ্দ ২ কোটি ৯০ লাখ ডলার বাতিল করা হয়েছে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট অনুযায়ী, ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’ (এসপিএল) প্রকল্পে অর্থায়ন করছিল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)। এই প্রকল্পের আওতায় রাজনৈতিক দলগুলোর সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে সম্পর্ক জোরদার এবং রাজনৈতিক সহিংসতা কমানোর কাজ চলছিল।
ডিওজিইর ঘোষণায় আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ভারত ও নেপালেও বিভিন্ন প্রকল্পে অর্থায়ন বাতিল করা হয়েছে। ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর প্রকল্পে ২ কোটি ১০ লাখ ডলার এবং নেপালের একাধিক প্রকল্পে ৩ কোটি ৯০ লাখ ডলারের সহায়তা বাতিল করা হয়েছে। এ ছাড়া মোজাম্বিক, কম্বোডিয়া, সার্বিয়া, লাইবেরিয়া, মালি ও মিসরসহ এশিয়া ও আফ্রিকার কয়েকটি প্রকল্পেও অর্থায়ন বন্ধ করা হয়েছে।
গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দেশটিতে সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) প্রতিষ্ঠা করা হয়। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে এই বিভাগটি সরকারি ব্যয় সংকোচনের কাজ করছে।
এর অংশ হিসেবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বিশ্বব্যাপী ইউএসএআইডির সহায়তা স্থগিতের ঘোষণা অন্যতম। এছাড়া গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ৯ হাজার ৫০০ জনের বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।