ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের গণপদযাত্রায় পুলিশের বাধা ও লাঠিপেটার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে মিছিলকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়।
মিছিলকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়, তখনই সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠিপেটায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিন, ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্ম নয় দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে গণপদযাত্রা শুরু করেছিল। তবে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে মিছিলকারীরা বাধার মুখে পড়ে।
এ সময় পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পাঁচজনকে স্মারকলিপি দেওয়ার জন্য যেতে দেওয়া হয়, বাকি অংশ অবশ্য এলাকা ছেড়ে চলে যায়।
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের গণপদযাত্রায় পুলিশের বাধা ও লাঠিপেটার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে মিছিলকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়।
মিছিলকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়, তখনই সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠিপেটায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিন, ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্ম নয় দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে গণপদযাত্রা শুরু করেছিল। তবে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে মিছিলকারীরা বাধার মুখে পড়ে।
এ সময় পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পাঁচজনকে স্মারকলিপি দেওয়ার জন্য যেতে দেওয়া হয়, বাকি অংশ অবশ্য এলাকা ছেড়ে চলে যায়।