বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের দেশের তালিকায় ২০২৪ সালে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, আর নগরীর তালিকায় তৃতীয় অবস্থানে আছে ঢাকা। এর আগের বছর (২০২৩) বাংলাদেশ ছিল শীর্ষে, আর ঢাকা ছিল দ্বিতীয়।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত ‘বৈশ্বিক বায়ু মান প্রতিবেদন ২০২৪’-এ এই তথ্য উঠে এসেছে। বায়ুদূষণের অন্যতম উপাদান পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতির ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
২০২৪ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে পিএম ২.৫-এর পরিমাণ ছিল ৭৮ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি। আগের বছর এটি ছিল ৭৯.৯ মাইক্রোগ্রাম। তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে পাকিস্তান, যেখানে এই মাত্রা ছিল ৭৩.৭ মাইক্রোগ্রাম।
নগর হিসেবে সবচেয়ে দূষিত নয়াদিল্লির বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ ৯১.৮ মাইক্রোগ্রাম, যা ২০২৩ সালের তুলনায় সামান্য কম। ঢাকার বাতাসে এর পরিমাণ ৭৮ মাইক্রোগ্রাম, যা আগের বছরের ৮০.২ মাইক্রোগ্রাম থেকে সামান্য কমলেও এখনো শীর্ষ দূষিত নগরগুলোর মধ্যে রয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর চেয়ারম্যান অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘‘দেশ হিসেবে বায়ুদূষণে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকা মোটেও ভালো খবর নয়। বরং এটি প্রমাণ করে, পরিস্থিতির উন্নতি হয়নি। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির বায়ুদূষণ গত নয় বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল।’’
আইকিউএয়ারের প্রতিবেদনটি ১৩৮টি দেশ ও অঞ্চলের প্রায় ৪০ হাজার নজরদারি স্টেশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের দেশের তালিকায় ২০২৪ সালে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, আর নগরীর তালিকায় তৃতীয় অবস্থানে আছে ঢাকা। এর আগের বছর (২০২৩) বাংলাদেশ ছিল শীর্ষে, আর ঢাকা ছিল দ্বিতীয়।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত ‘বৈশ্বিক বায়ু মান প্রতিবেদন ২০২৪’-এ এই তথ্য উঠে এসেছে। বায়ুদূষণের অন্যতম উপাদান পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতির ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
২০২৪ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে পিএম ২.৫-এর পরিমাণ ছিল ৭৮ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি। আগের বছর এটি ছিল ৭৯.৯ মাইক্রোগ্রাম। তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে পাকিস্তান, যেখানে এই মাত্রা ছিল ৭৩.৭ মাইক্রোগ্রাম।
নগর হিসেবে সবচেয়ে দূষিত নয়াদিল্লির বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ ৯১.৮ মাইক্রোগ্রাম, যা ২০২৩ সালের তুলনায় সামান্য কম। ঢাকার বাতাসে এর পরিমাণ ৭৮ মাইক্রোগ্রাম, যা আগের বছরের ৮০.২ মাইক্রোগ্রাম থেকে সামান্য কমলেও এখনো শীর্ষ দূষিত নগরগুলোর মধ্যে রয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর চেয়ারম্যান অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘‘দেশ হিসেবে বায়ুদূষণে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকা মোটেও ভালো খবর নয়। বরং এটি প্রমাণ করে, পরিস্থিতির উন্নতি হয়নি। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির বায়ুদূষণ গত নয় বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল।’’
আইকিউএয়ারের প্রতিবেদনটি ১৩৮টি দেশ ও অঞ্চলের প্রায় ৪০ হাজার নজরদারি স্টেশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।