চার দিনের সফরে আগামী ২৬ মার্চ চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক রয়েছে। প্রধান উপদেষ্টার এই সফরে বিনিয়োগ ও বাংলাদেশে ‘শিল্প ‘স্থানান্তরের’ বিষয় সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, ‘সফরে মূল ফোকাস হবে চীনের সিইওদের (প্রধান নির্বাহী কর্মকর্তা) সঙ্গে কথা বলে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করা।’
প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে কথা বলতে রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতের বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘চীনের রাষ্ট্রদূত বলেছেন, এটা হবে খুবই গুরুত্বপূর্ণ সফর। দুই দেশ কূটনীতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে।’
চীনের রাষ্ট্রদূতের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘গত ৫ আগস্টের পর চীনের কোম্পানিগুলো গত সাত মাসে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করেছে। এই সফরের পর প্রচুর বিনিয়োগ আসবে।’
বোয়াও ফোরাম ফর এশিয়া
বৈঠকে সফরসূচি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আগামী ২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য রাখবেন। এশিয়ার শীর্ষনেতাদের পাশাপাশি বড় বড় কোম্পানির সিইওরা সেখানে থাকেন। সাইডলাইনে চীনের বড় কয়েকটি কোম্পানির সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হতে পারে। এসব মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে চীনের কারখানাগুলো রিলোকেট (স্থানান্তর) করা।’
চীন অনেক ট্রেড বেরিয়ারে
শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ফোকাস থাকবে চীনের কোম্পানিগুলো যেন তাদের কারখানা বাংলাদেশে রিলোকেট করে। প্রধান উপদেষ্টা আগেও চীনের সোলার কোম্পানিগুলোকে বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিলেন। কারণ, বৈশ্বিকভাবে চীন অনেক ট্রেড বেরিয়ারের মধ্যে পড়ে গেছে। বাংলাদেশে থেকে উৎপাদন করে যদি রপ্তানি করে, তাহলে কোনও বাধার মুখে পড়বে না। দুটি কোম্পানি বাংলাদেশে অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর একটি হচ্ছে- লংগি। এটা বিশ্বের সর্ববৃহৎ সোলার প্যানেল কোম্পানি। বিশ্বের ৭০ ভাগ সোলার তারা তৈরি করে। বাংলাদেশে তারা আসা মানে এ খাতে প্রচুর জব তৈরি হবে এবং এক্সপোর্ট করা যাবে।’
চীনের হাসপাতাল বাংলাদেশে
প্রেস সচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার উৎপাদন শিল্পে বড় ধরনের বিপ্লব ঘটাতে চায়। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কতটা বাড়ানো যায়, সেদিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।’ তিনি বলেন, ‘চীনের যে হাসপাতাল সেবা আছে এর সঙ্গে যত ধরনের আন্তঃসংযোগ করা যায়। চীনের হাসপাতাল চেইনগুলো যেন বাংলাদেশে এসে হাসপাতাল প্রতিষ্ঠা করে, প্রধান উপদেষ্টা সেটাও চাচ্ছেন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, সফরকালে পিকিং ইউনিভার্সিটিতে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। পিকিং ইউনিভার্সিটি প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডিগ্রি দেবে। এছাড়া তিনি চীনের হাইটেক পার্কে যাবেন। সেখানে ইলেক্ট্রিক ভেহিকল, সোলার প্লান্ট ও চিপস কারখানা পরিদর্শন করবেন।
রোববার, ১৬ মার্চ ২০২৫
চার দিনের সফরে আগামী ২৬ মার্চ চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক রয়েছে। প্রধান উপদেষ্টার এই সফরে বিনিয়োগ ও বাংলাদেশে ‘শিল্প ‘স্থানান্তরের’ বিষয় সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, ‘সফরে মূল ফোকাস হবে চীনের সিইওদের (প্রধান নির্বাহী কর্মকর্তা) সঙ্গে কথা বলে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করা।’
প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে কথা বলতে রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতের বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘চীনের রাষ্ট্রদূত বলেছেন, এটা হবে খুবই গুরুত্বপূর্ণ সফর। দুই দেশ কূটনীতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে।’
চীনের রাষ্ট্রদূতের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘গত ৫ আগস্টের পর চীনের কোম্পানিগুলো গত সাত মাসে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করেছে। এই সফরের পর প্রচুর বিনিয়োগ আসবে।’
বোয়াও ফোরাম ফর এশিয়া
বৈঠকে সফরসূচি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আগামী ২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য রাখবেন। এশিয়ার শীর্ষনেতাদের পাশাপাশি বড় বড় কোম্পানির সিইওরা সেখানে থাকেন। সাইডলাইনে চীনের বড় কয়েকটি কোম্পানির সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হতে পারে। এসব মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে চীনের কারখানাগুলো রিলোকেট (স্থানান্তর) করা।’
চীন অনেক ট্রেড বেরিয়ারে
শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ফোকাস থাকবে চীনের কোম্পানিগুলো যেন তাদের কারখানা বাংলাদেশে রিলোকেট করে। প্রধান উপদেষ্টা আগেও চীনের সোলার কোম্পানিগুলোকে বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিলেন। কারণ, বৈশ্বিকভাবে চীন অনেক ট্রেড বেরিয়ারের মধ্যে পড়ে গেছে। বাংলাদেশে থেকে উৎপাদন করে যদি রপ্তানি করে, তাহলে কোনও বাধার মুখে পড়বে না। দুটি কোম্পানি বাংলাদেশে অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর একটি হচ্ছে- লংগি। এটা বিশ্বের সর্ববৃহৎ সোলার প্যানেল কোম্পানি। বিশ্বের ৭০ ভাগ সোলার তারা তৈরি করে। বাংলাদেশে তারা আসা মানে এ খাতে প্রচুর জব তৈরি হবে এবং এক্সপোর্ট করা যাবে।’
চীনের হাসপাতাল বাংলাদেশে
প্রেস সচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার উৎপাদন শিল্পে বড় ধরনের বিপ্লব ঘটাতে চায়। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কতটা বাড়ানো যায়, সেদিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।’ তিনি বলেন, ‘চীনের যে হাসপাতাল সেবা আছে এর সঙ্গে যত ধরনের আন্তঃসংযোগ করা যায়। চীনের হাসপাতাল চেইনগুলো যেন বাংলাদেশে এসে হাসপাতাল প্রতিষ্ঠা করে, প্রধান উপদেষ্টা সেটাও চাচ্ছেন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, সফরকালে পিকিং ইউনিভার্সিটিতে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। পিকিং ইউনিভার্সিটি প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডিগ্রি দেবে। এছাড়া তিনি চীনের হাইটেক পার্কে যাবেন। সেখানে ইলেক্ট্রিক ভেহিকল, সোলার প্লান্ট ও চিপস কারখানা পরিদর্শন করবেন।