ঢাকাসহ দেশের ১৩টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা সোমবারও অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, বর্তমানে ১৪টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও এর বিস্তার বাড়ার সম্ভাবনা কম। তিনি জানান, সপ্তাহের শেষের দিকে কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে, যেখানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।
রোববার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পটুয়াখালীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া, খুলনা, ঢাকা ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহের মাত্রা সম্পর্কে আবহাওয়াবিদরা জানান, ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মৃদু, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি মাঝারি, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি তীব্র এবং ৪২ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়ীতে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ১৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশে সর্বোচ্চ ৬৮ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে সিলেটে।
সোমবার, ১৭ মার্চ ২০২৫
ঢাকাসহ দেশের ১৩টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা সোমবারও অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, বর্তমানে ১৪টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও এর বিস্তার বাড়ার সম্ভাবনা কম। তিনি জানান, সপ্তাহের শেষের দিকে কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে, যেখানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।
রোববার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পটুয়াখালীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া, খুলনা, ঢাকা ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহের মাত্রা সম্পর্কে আবহাওয়াবিদরা জানান, ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মৃদু, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি মাঝারি, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি তীব্র এবং ৪২ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়ীতে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ১৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশে সর্বোচ্চ ৬৮ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে সিলেটে।