ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেন না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার মতে, এর মাধ্যমে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে, যা রাজনৈতিক দলগুলোর এড়িয়ে চলা উচিত।
রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত এসব নির্বাচন অবৈধ ঘোষণা করে কোনো প্রাপ্তিস্বীকার না করা।
তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ঘটনা ঘটার সময় তিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় মামলায় পক্ষভুক্ত ছিল না। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ বা আপিল করবে কি না, সেটি তাদের সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া তিনি জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক প্রার্থী নিজেকে মেয়র ঘোষণার আবেদন যুক্ত করেছেন, যা ফ্যাসিবাদী সরকারের পতনের পর ঘটেছে।
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেন না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার মতে, এর মাধ্যমে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে, যা রাজনৈতিক দলগুলোর এড়িয়ে চলা উচিত।
রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত এসব নির্বাচন অবৈধ ঘোষণা করে কোনো প্রাপ্তিস্বীকার না করা।
তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ঘটনা ঘটার সময় তিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় মামলায় পক্ষভুক্ত ছিল না। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ বা আপিল করবে কি না, সেটি তাদের সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া তিনি জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক প্রার্থী নিজেকে মেয়র ঘোষণার আবেদন যুক্ত করেছেন, যা ফ্যাসিবাদী সরকারের পতনের পর ঘটেছে।