আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরার সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘টক টু আল–জাজিরা’য় তিনি এ কথা বলেন। রোববার ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে উপস্থাপক শেখ হাসিনার পতনের পরের ‘মধুচন্দ্রিমা’ প্রসঙ্গে প্রশ্ন করলে অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য ভালো সমাধান। কেউ এখনো বলেনি, অন্তর্বর্তীকালীন সরকার চলে যাক বা আজই নির্বাচন চাই। আমরা এখনো এমন কোনো সংকটে পড়িনি যেখানে জনগণ দ্রুত হস্তান্তরের দাবি তুলেছে।”
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইউনূস বলেন, “রোহিঙ্গা ইস্যু একটি পৃথক বিষয়। আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছি, যাতে রোহিঙ্গারা নিরাপদে নিজেদের বাড়িতে ফিরতে পারে। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বোঝাপড়া তৈরির প্রচেষ্টা চলছে।”
নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস জানান, যদি সংস্কারের তালিকা ছোট হয়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। আর তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। জুনের পরে নির্বাচন হবে না বলেও তিনি নিশ্চিত করেন।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইউনূস বলেন, আওয়ামী লীগ নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি না। এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকার দিকটিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেন, “সেটা নয়। আরও অন্যান্য দলও রয়েছে, যারা নতুন আইনের আওতায় নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে কি না, সে বিষয়ে মতামত দিতে পারে।”
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরার সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘টক টু আল–জাজিরা’য় তিনি এ কথা বলেন। রোববার ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে উপস্থাপক শেখ হাসিনার পতনের পরের ‘মধুচন্দ্রিমা’ প্রসঙ্গে প্রশ্ন করলে অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য ভালো সমাধান। কেউ এখনো বলেনি, অন্তর্বর্তীকালীন সরকার চলে যাক বা আজই নির্বাচন চাই। আমরা এখনো এমন কোনো সংকটে পড়িনি যেখানে জনগণ দ্রুত হস্তান্তরের দাবি তুলেছে।”
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইউনূস বলেন, “রোহিঙ্গা ইস্যু একটি পৃথক বিষয়। আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছি, যাতে রোহিঙ্গারা নিরাপদে নিজেদের বাড়িতে ফিরতে পারে। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বোঝাপড়া তৈরির প্রচেষ্টা চলছে।”
নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস জানান, যদি সংস্কারের তালিকা ছোট হয়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। আর তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। জুনের পরে নির্বাচন হবে না বলেও তিনি নিশ্চিত করেন।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইউনূস বলেন, আওয়ামী লীগ নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি না। এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকার দিকটিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেন, “সেটা নয়। আরও অন্যান্য দলও রয়েছে, যারা নতুন আইনের আওতায় নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে কি না, সে বিষয়ে মতামত দিতে পারে।”