alt

বোরোর আশাজাগানিয়া ফলন, তবে রোগে নষ্ট জমির ৮০ ভাগ ধান

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল) : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

টাঙ্গাইল কালিহাতীতে এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা থাকলেও রোগবালাইয়ের আক্রমণে হতাশায় স্থানীয় কৃষকরা। এ বছর প্রাকৃতিক দুর্যোগ কম থাকলেও ধানে মাজরা, ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণে ফলন নষ্ট হচ্ছে। ইতোমধ্যে কৃষকরা ধান কাটা শুরু করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি শুরু হবে ধান কাটার কাজ।

প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় ফলন বাম্পার, ধানে মাজরা, ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণে দুশ্চিন্তায় কৃষক

কৃষকদের অভিযোগ, কৃষি ব্লক সুপারভাইজারদের তারা কখনও জমিতে দেখেননি

যে যে এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের সমস্যা রয়েছে তাদের ডেকে এনে ব্যবস্থা নেয়া হবে

জেলার কালিহাতী উপজেলার পাইকড়া, হাসড়া, কালোহা, বল্লা, কোকডহরা, সহদেবপুর, বাংড়া, এলেঙ্গা, দশকিয়া, দুর্গাপুর, গোয়ালিয়াবাড়ী, সল্লা, নারান্দিয়া, কালিহাতী, নাগবাড়ী, বিরবাসিন্দা ও পারখী, এলাকার বিস্তীর্ণ ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, সবুজ ধান পেকে সোনালি রং ধারণ করেছে। বাতাসে দোল খাচ্ছে সোনালি ধানের শীষ। কৃষকের মুখে ফুটেছে নবান্নের হাসি। তবে কোথাও কোথাও বিভিন্ন রোগবালাইয়ের কারণে পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে, হতাশায় কৃষক।

এক সপ্তাহের মধ্যেই শুরু হবে ধান কাটা। এরপর ২-৩ দিন রোদে শুকিয়ে ধানের আঁটি বেঁধে বাড়িতে আনা হবে। কালিহাতীর কৃষকরা শুধু পরিবারে চালের চাহিদা মেটানোর জন্যই নয়, পাশাপাশি বাণিজ্যিকভাবেও বছরে দু’বার ধান চাষ করে থাকেন। ধানের পাশাপাশি এর খড় উৎকৃষ্ট মানের গো-খাদ্য হিসেবেও ব্যবহার হয়। প্রতি বিঘা জমি থেকে প্রাপ্ত খড় বর্তমান বাজারমূল্য প্রায় ২-৩ হাজার টাকা।

রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ধান কাটার শ্রমিক আজিবুর, দিপরুল রহমান, শাহানুর, রাব্বি, আনিসুল হক, জাহিদুল ও রিয়াজুল এসেছে কালীহাতির হাসড়া গ্রামের দেলোয়ার হোসেনের জমিতে ধান কাটতেন। এ সময় আজিবুর রহমান বলেন, আমাদের এলাকায় আমরা সারা বছর অন্যান্য কাজের পাশাপাশি বছরে একবার টাঙ্গাইলে চলে আসি বোরো ধান কাটার সময়। এখানে ২০-২২ দিন কাজ করলে ভালো টাকা নিয়ে বাড়িতে যাইতে পারি। তাছাড়া শুরুতে ৫০০ টাকা থেকে শুরু করে এক হাজার ১২শ’ টাকা পর্যন্ত হয় প্রতিজনের মজুরি। তিনি আরও বলেন, টাঙ্গাইলের মানুষ জমিতে টাকা খরচ করে, কিন্তু সময়মতো টাকা খরচ করতে পারে না। আমরা যেই মালিকের জমিতে ধান কাটতেছি এই জমিতে কিছু কিছু জায়গায় ধান মরে গেছে।

সদরপুর ইউনিয়নের মুন্দইল গ্রামের সফিকুল ইসলামের ৪০ শতাংশ বি-৮৯ ধান চাষ করেন। ধান কাটা পর্যন্ত ২৫ হাজার টাকা খরচ হবে। ভালো ফলন হলে ২৫ মণ ধান হওয়ার সম্ভাবনা ছিল। মাজরা, ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণ ৭০-৮০% শতাংশ ধান মরে গেছে। এখন শুধু ৫ মণ ধান হবে কিনা সম্ভাবনা কম। চকের বিভিন্ন খেতে দেখা যাচ্ছে বি-৮৯ জাতের ধানে পোকার আক্রমণ বেশি হচ্ছে। তিনি আরও জানান, এলাকায় যে কৃষি ব্লক সুপারভাইজার রয়েছে তাকে কখনও দেখা যায় না। তাদের উচিত কৃষকদের সচেতন করা।

হাসড়া গ্রামের আব্দুস সামাদ জানান, আমার ৪৫ শতাংশ জমির ৮০% ধান ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণে ধান মরে গেছে। জমিতে সার, বীজ, কীটনাশক ও ধান ঘরে তোলা নিয়ে সব খরচ মিলে পুরোটাই লস হবে। ৪৫ শতাংশ জমির পুরো ধান মরে গেছে। জমি পরিষ্কার করতে ৫ জন শ্রমিক এনেছি, প্রতিজনের মজুরি ৭শ’ টাকা করে।

এ সময় ধান কাটার শ্রমিক কুড়িগ্রাম তৈইব আলী, রাশেদুল, আফিজুর, জলু মিয়া, লাল মিয়া বলেন, জমির মালিক আমাদের নিয়ে এসেছেন ধান কাটার জন্য, এসে দেখি সব ধান চিটা হয়ে গেছে। মালিক কান্না করতেছে শ্রমিকের মজুরি কোথা থেকে দেবে। ৪৫ শতাংশ জমিতে ৫ মণ ধানের বেশি হবে না।

একই গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ৩৫ শতাংশ জমিতে বি-২৯ ধান চাষ করেছি ভালো ফলন হলে ২০ মণ ধান হতো। মাজরা, ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণে ধান মরে গেছে এখন ১০ মণ হবে কিনা। তিনি আরও জানান, কৃষি ব্লক সুপারভাইজারকে কখনও এলাকায় আসতে দেখি না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সারের ডিলার বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা সরকারি চাকরি করেন। তাদের কৃষকদের প্রতি কোনো তদারকি নেই। কয়েক বছর আগে উপসহকারী কৃষি কর্মকর্তাদের এলাকায় দেখা যাইতো, এখন তাদের চোখে পড়ে না।

পাইকড়া ইউনিয়নের হাসড়া গ্রামের কৃষক শরিফুল ইসলাম জানান, আমি সাড়ে তিন বিঘা জমিতে উফশী : বি-২৯ জাতের ধান চাষ করেছি। জমির আশপাশে মাজরা, ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণ দেখা যাচ্ছে। এলাকায় দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাসেলকে কখনও দেখা যায়নি। তিনি আরও বলেন, ধান চাষ এখন অনেক ব্যয়বহুল। তবে এবার ফলন দেখে মনে হচ্ছে ধান লাগানো, সেচ, সার-কীটনাশক ও শ্রমিক খরচ বাদ দিয়ে কিছু লাভ থাকবে। ফলন এবার খুব ভালো হবে বলে আশা করছি। মাঠের ধান দেখে খুব আশাবাদী। তবে কালবৈশাখী ঝড় ও

শিলাবৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় আছি। ধান ঘরে না ওঠা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৬শ’ ৩০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে ১৮ হাজার ২শ’ ৯৫ হেক্টর জমিতে বোরো ধান রোপণ হয়েছে।

অভিযোগ উঠেছে, পাইকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পাইকড়া, ২নং ওয়ার্ড হাসড়া উত্তর ও ৩নং ওয়ার্ড হাসড়া দক্ষিণে কৃষি কর্মকর্তা ও কর্মচারীদের দেখা যায়নি।

সহদেবপুর ইউনিয়নের দায়িত্ব থাকা ১, ২ ও ৩নং ওয়ার্ড উপসহকারী কৃষি কর্মকর্তা সাজেদা আক্তার, ৪, ৫ ও ৬ ওয়ার্ড উপসহকারী কৃষি কর্মকর্তা নিপা আক্তার, ৭, ৮ ও ৯ ওয়ার্ড উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন এদের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের সঙ্গে যোগাযোগ না থাকার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বলেন, আবহাওয়ার কারণে এ ধরনের সমস্যা হচ্ছে।

অভিযোগের বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা নিপা আক্তার বলেন, আমি নিয়মিতই আমার ব্লকের কৃষকদের সঙ্গে যোগাযোগ করি। যেই কর্মকর্তারা ঠিকমতো আসেন না তাদের কৃষকের চোখে পড়ে না।

উপসহকারী কৃষি কর্মকর্তা সাজেদা আক্তার এ বিষয়ে জানান, আমরাও এখনও কৃষকদের লিফলেট দিয়ে কীটনাশক ব্যবহারের জন্য অবগত করছি। তাছাড়া কীটনাশক ব্যবহার করলে এবং কীটনাশক ব্যবহার না করলেও হয়, এটা এক ধরনের ছত্রাক।

উপসহকারী কৃষি কর্মকর্তা, মো. রাসেল এ বিষয়ে বলেন, আমার ইউনিয়নে আমি একাই কাজ করি। সিদ্দিক নামের আরেকজন আছে সে ছয় মাস ধরে অসুস্থ। আমি একা কয়দিক সামলাবো।

কালিহাতী উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. উজ্জ্বল হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৬শ’ ৩০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে ১৮ হাজার ২শ’ ৯৫ হেক্টর জমিতে বোরো ধান রোপণ হয়েছে। এবার প্রাকৃতিক দুর্যোগের প্রভাব তেমন ছিল না।

ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণের বিষয়ে জানতে চাইলে মো. উজ্জ্বল হোসেন বলেন, আমরা কৃষি ব্লক সুপারভাইজাদের নিয়ে কৃষকের সঙ্গে মাঝে মধ্যেই ক্যাম্পিং করে তাদের সচেতন করি। যে যে এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের সমস্যা রয়েছে তাদের ডেকে এনে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাসের বিষয়টি মাথায় রেখে কৃষকদের ৮০% ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

ছবি

সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিসের আবেদন

ছবি

সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা

ছবি

টিআইবির প্রশ্ন: ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য বিলাসবহুল গাড়ি কেনায় অতি আগ্রহ কেন?

ছবি

নাহিদ ইসলামের জবানবন্দি: ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যায়িত করে অপমানিত করা হয়েছে

ছবি

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

ছবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সুপারিশ

ছবি

আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয় নি: সিলেটে আসিফ নজরুল

ছবি

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুটি লকার জব্দ

ছবি

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬২২

ছবি

মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন ফখরুল-তাহের-আখতার

ছবি

জুলাই সনদ বাস্তবায়নে চারটি পদ্ধতির পরামর্শ বিশেষজ্ঞদের

ছবি

ডেমু ট্রেন কেনায় রাষ্ট্রের ক্ষতি, দুদকের মামলা

ছবি

বাংলাদেশ ও ব্রাজিলের প্রধান বিচারপতির বৈঠক

ছবি

ট্রাইব্যুনাল: নাহিদের সাক্ষ্য বুধবার, মাহমুদুর রহমানের জেরা শুরু

ছবি

জুলাই সনদ বাস্তবায়ন, দলগুলোর সঙ্গে বুধবার আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন

ছবি

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা: বাংলাদেশ-ভারতের ভৌগোলিক নৈকট্য ও আন্তঃনির্ভতা নতুন সুযোগে রূপান্তরের সম্ভাবনা

ছবি

ধর্মীয় উৎসবে অতিরিক্ত নিরাপত্তা নয়, সমান নাগরিক অধিকারের বাংলাদেশ চান প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি

ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশের নির্দেশ

ছবি

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য বুধবার

ছবি

জুলাই আন্দোলন: ইনু-নূরসহ ৯ আসামির ভার্চুয়াল হাজিরা

ছবি

বাংলাদেশে উষ্ণায়নের প্রভাব: কর্মদিবস নষ্ট, অর্থনীতি ও স্বাস্থ্যে বড় ক্ষতি

ছবি

এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে দিতে কাজ করছে সরকার: বাণিজ্য সচিব

ছবি

ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ১২ দফা জরুরি নির্দেশনা

ছবি

দুর্গাপূজা প্রস্তুতি নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ছবি

স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালকদের দপ্তর বদল, একজনকে ওএসডি

ছবি

ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন জানাল বাংলাদেশ

ছবি

আরও ১ মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ

ছবি

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৩৮ হাজার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে অঙ্গীকার ইউনূসের

ছবি

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি : মাইকেল মিলার

ছবি

প্রধান উপদেষ্টার হাতে ১২ তরুণ পেলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’

ছবি

ইসিতে নিবন্ধন: নতুন দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ চলছে

ছবি

সেপ্টেম্বরের শেষে অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি

ছবি

দ্বিমতের কোনো জায়গা নাই, এই সুযোগ আর আসবে না: ইউনূস

ছবি

নতুন বেতন কাঠামো নির্ধারিত সময়ের আগেই

ছবি

মালয়েশিয়া কর্মী পাঠানোতে ১১৫৯ কোটি টাকা আত্মসাত: ১৩ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা সিদ্ধান্ত

tab

বোরোর আশাজাগানিয়া ফলন, তবে রোগে নষ্ট জমির ৮০ ভাগ ধান

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

টাঙ্গাইল কালিহাতীতে এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা থাকলেও রোগবালাইয়ের আক্রমণে হতাশায় স্থানীয় কৃষকরা। এ বছর প্রাকৃতিক দুর্যোগ কম থাকলেও ধানে মাজরা, ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণে ফলন নষ্ট হচ্ছে। ইতোমধ্যে কৃষকরা ধান কাটা শুরু করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি শুরু হবে ধান কাটার কাজ।

প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় ফলন বাম্পার, ধানে মাজরা, ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণে দুশ্চিন্তায় কৃষক

কৃষকদের অভিযোগ, কৃষি ব্লক সুপারভাইজারদের তারা কখনও জমিতে দেখেননি

যে যে এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের সমস্যা রয়েছে তাদের ডেকে এনে ব্যবস্থা নেয়া হবে

জেলার কালিহাতী উপজেলার পাইকড়া, হাসড়া, কালোহা, বল্লা, কোকডহরা, সহদেবপুর, বাংড়া, এলেঙ্গা, দশকিয়া, দুর্গাপুর, গোয়ালিয়াবাড়ী, সল্লা, নারান্দিয়া, কালিহাতী, নাগবাড়ী, বিরবাসিন্দা ও পারখী, এলাকার বিস্তীর্ণ ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, সবুজ ধান পেকে সোনালি রং ধারণ করেছে। বাতাসে দোল খাচ্ছে সোনালি ধানের শীষ। কৃষকের মুখে ফুটেছে নবান্নের হাসি। তবে কোথাও কোথাও বিভিন্ন রোগবালাইয়ের কারণে পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে, হতাশায় কৃষক।

এক সপ্তাহের মধ্যেই শুরু হবে ধান কাটা। এরপর ২-৩ দিন রোদে শুকিয়ে ধানের আঁটি বেঁধে বাড়িতে আনা হবে। কালিহাতীর কৃষকরা শুধু পরিবারে চালের চাহিদা মেটানোর জন্যই নয়, পাশাপাশি বাণিজ্যিকভাবেও বছরে দু’বার ধান চাষ করে থাকেন। ধানের পাশাপাশি এর খড় উৎকৃষ্ট মানের গো-খাদ্য হিসেবেও ব্যবহার হয়। প্রতি বিঘা জমি থেকে প্রাপ্ত খড় বর্তমান বাজারমূল্য প্রায় ২-৩ হাজার টাকা।

রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ধান কাটার শ্রমিক আজিবুর, দিপরুল রহমান, শাহানুর, রাব্বি, আনিসুল হক, জাহিদুল ও রিয়াজুল এসেছে কালীহাতির হাসড়া গ্রামের দেলোয়ার হোসেনের জমিতে ধান কাটতেন। এ সময় আজিবুর রহমান বলেন, আমাদের এলাকায় আমরা সারা বছর অন্যান্য কাজের পাশাপাশি বছরে একবার টাঙ্গাইলে চলে আসি বোরো ধান কাটার সময়। এখানে ২০-২২ দিন কাজ করলে ভালো টাকা নিয়ে বাড়িতে যাইতে পারি। তাছাড়া শুরুতে ৫০০ টাকা থেকে শুরু করে এক হাজার ১২শ’ টাকা পর্যন্ত হয় প্রতিজনের মজুরি। তিনি আরও বলেন, টাঙ্গাইলের মানুষ জমিতে টাকা খরচ করে, কিন্তু সময়মতো টাকা খরচ করতে পারে না। আমরা যেই মালিকের জমিতে ধান কাটতেছি এই জমিতে কিছু কিছু জায়গায় ধান মরে গেছে।

সদরপুর ইউনিয়নের মুন্দইল গ্রামের সফিকুল ইসলামের ৪০ শতাংশ বি-৮৯ ধান চাষ করেন। ধান কাটা পর্যন্ত ২৫ হাজার টাকা খরচ হবে। ভালো ফলন হলে ২৫ মণ ধান হওয়ার সম্ভাবনা ছিল। মাজরা, ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণ ৭০-৮০% শতাংশ ধান মরে গেছে। এখন শুধু ৫ মণ ধান হবে কিনা সম্ভাবনা কম। চকের বিভিন্ন খেতে দেখা যাচ্ছে বি-৮৯ জাতের ধানে পোকার আক্রমণ বেশি হচ্ছে। তিনি আরও জানান, এলাকায় যে কৃষি ব্লক সুপারভাইজার রয়েছে তাকে কখনও দেখা যায় না। তাদের উচিত কৃষকদের সচেতন করা।

হাসড়া গ্রামের আব্দুস সামাদ জানান, আমার ৪৫ শতাংশ জমির ৮০% ধান ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণে ধান মরে গেছে। জমিতে সার, বীজ, কীটনাশক ও ধান ঘরে তোলা নিয়ে সব খরচ মিলে পুরোটাই লস হবে। ৪৫ শতাংশ জমির পুরো ধান মরে গেছে। জমি পরিষ্কার করতে ৫ জন শ্রমিক এনেছি, প্রতিজনের মজুরি ৭শ’ টাকা করে।

এ সময় ধান কাটার শ্রমিক কুড়িগ্রাম তৈইব আলী, রাশেদুল, আফিজুর, জলু মিয়া, লাল মিয়া বলেন, জমির মালিক আমাদের নিয়ে এসেছেন ধান কাটার জন্য, এসে দেখি সব ধান চিটা হয়ে গেছে। মালিক কান্না করতেছে শ্রমিকের মজুরি কোথা থেকে দেবে। ৪৫ শতাংশ জমিতে ৫ মণ ধানের বেশি হবে না।

একই গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ৩৫ শতাংশ জমিতে বি-২৯ ধান চাষ করেছি ভালো ফলন হলে ২০ মণ ধান হতো। মাজরা, ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণে ধান মরে গেছে এখন ১০ মণ হবে কিনা। তিনি আরও জানান, কৃষি ব্লক সুপারভাইজারকে কখনও এলাকায় আসতে দেখি না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সারের ডিলার বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা সরকারি চাকরি করেন। তাদের কৃষকদের প্রতি কোনো তদারকি নেই। কয়েক বছর আগে উপসহকারী কৃষি কর্মকর্তাদের এলাকায় দেখা যাইতো, এখন তাদের চোখে পড়ে না।

পাইকড়া ইউনিয়নের হাসড়া গ্রামের কৃষক শরিফুল ইসলাম জানান, আমি সাড়ে তিন বিঘা জমিতে উফশী : বি-২৯ জাতের ধান চাষ করেছি। জমির আশপাশে মাজরা, ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণ দেখা যাচ্ছে। এলাকায় দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাসেলকে কখনও দেখা যায়নি। তিনি আরও বলেন, ধান চাষ এখন অনেক ব্যয়বহুল। তবে এবার ফলন দেখে মনে হচ্ছে ধান লাগানো, সেচ, সার-কীটনাশক ও শ্রমিক খরচ বাদ দিয়ে কিছু লাভ থাকবে। ফলন এবার খুব ভালো হবে বলে আশা করছি। মাঠের ধান দেখে খুব আশাবাদী। তবে কালবৈশাখী ঝড় ও

শিলাবৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় আছি। ধান ঘরে না ওঠা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৬শ’ ৩০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে ১৮ হাজার ২শ’ ৯৫ হেক্টর জমিতে বোরো ধান রোপণ হয়েছে।

অভিযোগ উঠেছে, পাইকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পাইকড়া, ২নং ওয়ার্ড হাসড়া উত্তর ও ৩নং ওয়ার্ড হাসড়া দক্ষিণে কৃষি কর্মকর্তা ও কর্মচারীদের দেখা যায়নি।

সহদেবপুর ইউনিয়নের দায়িত্ব থাকা ১, ২ ও ৩নং ওয়ার্ড উপসহকারী কৃষি কর্মকর্তা সাজেদা আক্তার, ৪, ৫ ও ৬ ওয়ার্ড উপসহকারী কৃষি কর্মকর্তা নিপা আক্তার, ৭, ৮ ও ৯ ওয়ার্ড উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন এদের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের সঙ্গে যোগাযোগ না থাকার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বলেন, আবহাওয়ার কারণে এ ধরনের সমস্যা হচ্ছে।

অভিযোগের বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা নিপা আক্তার বলেন, আমি নিয়মিতই আমার ব্লকের কৃষকদের সঙ্গে যোগাযোগ করি। যেই কর্মকর্তারা ঠিকমতো আসেন না তাদের কৃষকের চোখে পড়ে না।

উপসহকারী কৃষি কর্মকর্তা সাজেদা আক্তার এ বিষয়ে জানান, আমরাও এখনও কৃষকদের লিফলেট দিয়ে কীটনাশক ব্যবহারের জন্য অবগত করছি। তাছাড়া কীটনাশক ব্যবহার করলে এবং কীটনাশক ব্যবহার না করলেও হয়, এটা এক ধরনের ছত্রাক।

উপসহকারী কৃষি কর্মকর্তা, মো. রাসেল এ বিষয়ে বলেন, আমার ইউনিয়নে আমি একাই কাজ করি। সিদ্দিক নামের আরেকজন আছে সে ছয় মাস ধরে অসুস্থ। আমি একা কয়দিক সামলাবো।

কালিহাতী উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. উজ্জ্বল হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৬শ’ ৩০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে ১৮ হাজার ২শ’ ৯৫ হেক্টর জমিতে বোরো ধান রোপণ হয়েছে। এবার প্রাকৃতিক দুর্যোগের প্রভাব তেমন ছিল না।

ব্লাস্ট ও কারেন পোকার আক্রমণের বিষয়ে জানতে চাইলে মো. উজ্জ্বল হোসেন বলেন, আমরা কৃষি ব্লক সুপারভাইজাদের নিয়ে কৃষকের সঙ্গে মাঝে মধ্যেই ক্যাম্পিং করে তাদের সচেতন করি। যে যে এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের সমস্যা রয়েছে তাদের ডেকে এনে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাসের বিষয়টি মাথায় রেখে কৃষকদের ৮০% ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

back to top