ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘোষণা করে দেওয়া আদালতের রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে তারা স্থানীয় সরকার বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।
মঙ্গলবার (১৩ মে) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচনী ট্রাইব্যুনালের রায় অনুযায়ী আমরা গেজেট প্রকাশ করেছি। এরপর তা স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। আইনগতভাবে আপিলের সুযোগ নেই—সেই সিদ্ধান্ত মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হয়েছে।”
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তিনি বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারান।
তবে ২০২৪ সালের ২৭ মার্চ, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এক রায়ে তাপসের জয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
২২ এপ্রিল ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো মতামত না আসায়, ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে কমিশন।
এ নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সমালোচনা করে বলেন, “মন্ত্রণালয়ের মতামত আসার আগেই ইসি গেজেট প্রকাশ করেছে।”
কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ পরে জানান, আদালতের আদেশ যাতে উপেক্ষিত না হয়, সে কারণেই সময়মতো গেজেট প্রকাশ করা হয়েছে।
গেজেট প্রকাশের দুই সপ্তাহ পার হলেও এখনও ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, গেজেট প্রকাশের পর শপথ ও পরবর্তী কার্যক্রমের দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের।
এদিকে, মেয়রের দায়িত্ব নেওয়ার মতো সময়সীমাও সংকুচিত। কারণ, ২০২০ সালের ১৬ মে দায়িত্ব নেন শেখ তাপস। সেই হিসেবে সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনে।
বুধবার, ১৪ মে ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘোষণা করে দেওয়া আদালতের রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে তারা স্থানীয় সরকার বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।
মঙ্গলবার (১৩ মে) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচনী ট্রাইব্যুনালের রায় অনুযায়ী আমরা গেজেট প্রকাশ করেছি। এরপর তা স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। আইনগতভাবে আপিলের সুযোগ নেই—সেই সিদ্ধান্ত মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হয়েছে।”
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তিনি বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারান।
তবে ২০২৪ সালের ২৭ মার্চ, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এক রায়ে তাপসের জয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
২২ এপ্রিল ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো মতামত না আসায়, ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে কমিশন।
এ নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সমালোচনা করে বলেন, “মন্ত্রণালয়ের মতামত আসার আগেই ইসি গেজেট প্রকাশ করেছে।”
কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ পরে জানান, আদালতের আদেশ যাতে উপেক্ষিত না হয়, সে কারণেই সময়মতো গেজেট প্রকাশ করা হয়েছে।
গেজেট প্রকাশের দুই সপ্তাহ পার হলেও এখনও ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, গেজেট প্রকাশের পর শপথ ও পরবর্তী কার্যক্রমের দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের।
এদিকে, মেয়রের দায়িত্ব নেওয়ার মতো সময়সীমাও সংকুচিত। কারণ, ২০২০ সালের ১৬ মে দায়িত্ব নেন শেখ তাপস। সেই হিসেবে সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনে।