হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সচিব
রাজধানীর অদূরে সাভারে ছোট কালিয়াকৈর এলাকায় দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে বন বিভাগের জমি দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। তখন বন বিভাগের নিরাপত্তার দায়িত্বে থাকা বন কর্মকর্তা ও বনকর্মীরা প্রতিবাদ করে, ঝুকি নিয়ে বাধা দেয়।
তখন দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা বাধা উপেক্ষা করে বনরক্ষীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কর্মকর্তা মহিদুর রহমান জয়সহ ৫ জন বনকর্মী আহত হয়েছে।
তার মধ্যে মহিদুর রহমানকে রাজধানীর সোহ্রাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটেছে।শনিবার,(১৭ মে ২০২৫) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এই সব তথ্য জানিয়েছেন।
সাভার থানার ওসি তদন্ত সংবাদকে মুঠোফোনে জানান, বনের জমি দখল ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছেন। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত ঘটনায় জড়িত কেউ গ্রেপ্তার হয়নি।
বন মন্ত্রণালয় থেকে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সচিব ফারহিনা আহমেদ বলেছেন, বন কর্মকর্তা ও রক্ষীদের ওপর হামলা বরদাস্ত নয়, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বনের জমি দখল করতে যাওয়া এক শ্রেণীর দুর্বৃত্তচক্র মাঠ পর্যায়ের বন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। যারা দেশের পরিবেশ রক্ষায় কাজ করছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
শনিবার সকালে সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বন অফিসার মহিদুর রহমানকে দেখতে গিয়ে সচিব এই সব কথা বলেছেন।
বন সচিব আইন শৃঙ্খলা বাহিনীকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি আহত কর্মকর্তার চিকিৎসার খোঁজ খবর নেন। তার সঙ্গে পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন) শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সম্পর্কে বন কর্মকর্তা বাশিরুল আল মামুনের সঙ্গে শনিবার বিকেলে সংবাদ থেকে মুঠোফোনে কয়েকবার টেলিফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি। তাই তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সচিব
শনিবার, ১৭ মে ২০২৫
রাজধানীর অদূরে সাভারে ছোট কালিয়াকৈর এলাকায় দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে বন বিভাগের জমি দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। তখন বন বিভাগের নিরাপত্তার দায়িত্বে থাকা বন কর্মকর্তা ও বনকর্মীরা প্রতিবাদ করে, ঝুকি নিয়ে বাধা দেয়।
তখন দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা বাধা উপেক্ষা করে বনরক্ষীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কর্মকর্তা মহিদুর রহমান জয়সহ ৫ জন বনকর্মী আহত হয়েছে।
তার মধ্যে মহিদুর রহমানকে রাজধানীর সোহ্রাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটেছে।শনিবার,(১৭ মে ২০২৫) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এই সব তথ্য জানিয়েছেন।
সাভার থানার ওসি তদন্ত সংবাদকে মুঠোফোনে জানান, বনের জমি দখল ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছেন। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত ঘটনায় জড়িত কেউ গ্রেপ্তার হয়নি।
বন মন্ত্রণালয় থেকে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সচিব ফারহিনা আহমেদ বলেছেন, বন কর্মকর্তা ও রক্ষীদের ওপর হামলা বরদাস্ত নয়, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বনের জমি দখল করতে যাওয়া এক শ্রেণীর দুর্বৃত্তচক্র মাঠ পর্যায়ের বন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। যারা দেশের পরিবেশ রক্ষায় কাজ করছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
শনিবার সকালে সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বন অফিসার মহিদুর রহমানকে দেখতে গিয়ে সচিব এই সব কথা বলেছেন।
বন সচিব আইন শৃঙ্খলা বাহিনীকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি আহত কর্মকর্তার চিকিৎসার খোঁজ খবর নেন। তার সঙ্গে পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন) শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সম্পর্কে বন কর্মকর্তা বাশিরুল আল মামুনের সঙ্গে শনিবার বিকেলে সংবাদ থেকে মুঠোফোনে কয়েকবার টেলিফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি। তাই তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।