ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৯টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানরত শতাধিক নেতা-কর্মীকে স্লোগান দিতে ও রাস্তায় বসে থাকতে দেখা যায়। অনেকেই রাতভর আন্দোলনে অংশ নিয়ে এখন বিশ্রামে ছিলেন। আশপাশে ছোট ছোট দলে আরও কয়েক শ নেতা-কর্মীকে অবস্থান নিতে দেখা যায়।
বিক্ষোভকারীরা ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’, ‘আদালতে হস্তক্ষেপ চলবে না’সহ নানা স্লোগান দিচ্ছেন। সড়কে অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। মৎস্য ভবন ও যমুনার দিক থেকে কাকরাইলগামী অনেককে ঘুরে যেতে হচ্ছে। সাধারণ মানুষকে বিক্ষোভকারীদের কাছে গিয়ে গন্তব্য জানিয়ে অনুমতি চাইতে দেখা গেলেও কাউকেই পার হতে দেওয়া হয়নি।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়। সন্ধ্যায় আন্দোলনস্থলে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। তিনি ঘোষণা দেন, “মেয়রের দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” একইসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।
দিবাগত রাত পর্যন্ত আন্দোলন চালিয়ে যান ইশরাকসহ দলের নেতারা। আজ বৃহস্পতিবার সকালেও একইভাবে কর্মসূচি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৯টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানরত শতাধিক নেতা-কর্মীকে স্লোগান দিতে ও রাস্তায় বসে থাকতে দেখা যায়। অনেকেই রাতভর আন্দোলনে অংশ নিয়ে এখন বিশ্রামে ছিলেন। আশপাশে ছোট ছোট দলে আরও কয়েক শ নেতা-কর্মীকে অবস্থান নিতে দেখা যায়।
বিক্ষোভকারীরা ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’, ‘আদালতে হস্তক্ষেপ চলবে না’সহ নানা স্লোগান দিচ্ছেন। সড়কে অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। মৎস্য ভবন ও যমুনার দিক থেকে কাকরাইলগামী অনেককে ঘুরে যেতে হচ্ছে। সাধারণ মানুষকে বিক্ষোভকারীদের কাছে গিয়ে গন্তব্য জানিয়ে অনুমতি চাইতে দেখা গেলেও কাউকেই পার হতে দেওয়া হয়নি।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়। সন্ধ্যায় আন্দোলনস্থলে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। তিনি ঘোষণা দেন, “মেয়রের দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” একইসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।
দিবাগত রাত পর্যন্ত আন্দোলন চালিয়ে যান ইশরাকসহ দলের নেতারা। আজ বৃহস্পতিবার সকালেও একইভাবে কর্মসূচি অব্যাহত রয়েছে।