ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী কায়সার কামাল।
আজ বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট মামলার শুনানি শেষে তা সরাসরি খারিজ করে দেন। রিটটিতে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা এবং ইশরাককে শপথ নিতে নিষেধ করার আবেদন জানানো হয়েছিল।
আদালতের আদেশের পর ইশরাকের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী কায়সার কামাল বলেন, "রিটটি সরাসরি খারিজ হয়ে গেছে। এখন ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই। আমরা আশা করি, এখন নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "আমরা মনে করি, যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন, তিনি যেন কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ না করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করেন।"
মো. মামুনুর রশিদ নামের এক আইনজীবী গত ১৩ মে রিটটি দায়ের করেন। তিনি দাবি করেন, ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা এবং ইসির গেজেট অবৈধ। এই রিটের বিরোধিতায় শুনানিতে অংশ নেন আইনজীবী কায়সার কামাল ও মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান ও খান জিয়াউর রহমান।
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী কায়সার কামাল।
আজ বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট মামলার শুনানি শেষে তা সরাসরি খারিজ করে দেন। রিটটিতে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা এবং ইশরাককে শপথ নিতে নিষেধ করার আবেদন জানানো হয়েছিল।
আদালতের আদেশের পর ইশরাকের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী কায়সার কামাল বলেন, "রিটটি সরাসরি খারিজ হয়ে গেছে। এখন ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই। আমরা আশা করি, এখন নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "আমরা মনে করি, যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন, তিনি যেন কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ না করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করেন।"
মো. মামুনুর রশিদ নামের এক আইনজীবী গত ১৩ মে রিটটি দায়ের করেন। তিনি দাবি করেন, ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা এবং ইসির গেজেট অবৈধ। এই রিটের বিরোধিতায় শুনানিতে অংশ নেন আইনজীবী কায়সার কামাল ও মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান ও খান জিয়াউর রহমান।