alt

জাতীয়

সিলেট সীমান্ত দিয়ে বাড়ছে ‘পুশইন’

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট : সোমবার, ৩০ জুন ২০২৫

সীমান্তে কাঁটাতারের বেড়া

সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে বলপূর্বক ফেরত পাঠানোর (পুশইন) ঘটনা হঠাৎ করে বেড়ে গেছে। অব্যাহত পুশইনের ঘটনায় বাড়ছে উদ্বেগও। বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এর প্রতিবাদ ও সতর্ক অবস্থান সত্ত্বেও পুশইন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত দেড় মাসে সহস্রারাধিক লোককে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয় পুশইন করেছে বিএসএফ।

প্রতিদিনই সিলেটসহ দেশের কোনো না কোনো সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজনকে ঠেলে পাঠাচ্ছে বিএসএফ

ভারত যেভাবে পুশইনের মাধ্যমে প্রতিদিন শত শত মানুষকে ঠেলে দিচ্ছে তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নিতে হবে

পুশইনের প্রায় সব ঘটনাই ঘটছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজাররের বিভিন্ন সীমান্ত দিয়ে। বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ফেরত পাঠানো হচ্ছে রোহিঙ্গাদেরও। সবশেষ গত শুক্রবার (২৭ জুন) সিলেটের জৈন্তাপুর উপজেলার ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারত যাওয়া ১৪ রোহিঙ্গাসহ ৩১ বাংলাদেশিকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ২৭ জুন ভোরে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রাম দিয়ে ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ। এর আগে বৃহস্পতিবার রাতে জৈন্তাপুরের লালাখাল বাগছড়া এলাকা দিয়ে ১৪ রোহিঙ্গাকে পুশইন করে। একইদিনে বড়লেখা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে ঠেলে পাঠায় বিএসএফ।

স্থানীয়রা তাদের আটক করে থানা পুলিশকে অবহিত করলে ‘থানায় গাড়ি নেই’ জানিয়ে বাঙালি হলে ছেড়ে দেয়ার পরামর্শ দিলে তাদের ছেড়ে দেয় এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

২৬ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দু’টি সীমান্ত দিয়ে ২৫ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। এদের মধ্যে ১৯ জনকে পুলিশ আটক করে।

এর আগে ২৪ ও ২৫ জুন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান ও লাতু সীমান্ত এলাকা থেকে বিএসএফ কর্তৃক পুশইন হওয়া ১২১ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৩ জুন বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে শিশু ও নারীসহ ১২ রোহিঙ্গা নাগরিক এবং ৪ জন বাংলাদেশিকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের জিরো লাইনে নিয়ে বিএসএফ এদের জোর করে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠানো হয়।

২৪ জুন জৈন্তাপুর উপজেলায় ১৯ বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ। পরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন মিনাটিলা বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে।

১২ জুন সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে আরও ৭০ জন পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এভাবে প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা ঘটেছে। যা সীমান্তে নতুন শঙ্কার কারণ হয়ে দেখা দিয়েছে। বিজিবির দাবি, বিএসএফ তাদের নিজ সীমান্তে একত্র করে কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। তবে এই পুশইন কালে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি রোহিঙ্গাদেরও পাঠানো হচ্ছে। একইসঙ্গে ভারতীয়দের ঠেলে দেয়ারও শঙ্কা করছে বিজিবি। যদিও বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, এ ব্যাপারে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। কিন্তু মানবিক কারণে বিজিবি পুশইন হওয়ার পর কাউকে ফের পুশ-ব্যাক করতে পারে না। এ অবস্থায় সিলেট সীমান্তজুড়ে সতর্কতা ও তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবুও থামছে না পুশইন।

জানা গেছে, সীমান্ত পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ভারতের মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলাসহ তিনটি জেলায় আন্তর্জাতিক সীমান্তজুড়ে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করে সীমান্তের শূন্যরেখা থেকে ৫শ’ মিটার পর্যন্ত এলাকায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে অনুপ্রবেশ, চোরাচালান, গবাদিপশু পারাপার, অস্ত্র বা বিপজ্জনক বস্তু বহনের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবুও থামছে না পুশইনের মতো ঘটনা।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকার কিছু অংশ পাহাড়ি আবার কিছু এলাকায় জলাভূমি বিল থাকায় জিরো পয়েন্ট থেকে নজরদারি করা কঠিন। বিএসএফ তাদের এলাকায় স্থাপিত নিরাপত্তা লাইট বন্ধ করে দিয়ে মানুষদের সীমান্তের এপারে ঠেলে দেয়। পরে টহল বিজিবি তাদের আটক করে। বিজিবির হাতে আটকের পর পরিচয় যাচাই করে বাংলাদেশি নাগরিক বলে মানবিক দিক বিবেচনায় তাদের পরিবারের কাছে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেন, পুশইন কিংবা পুশ-ব্যাক দুটিই বেআইনি এবং মানবাধিকার পরিপন্থী। সিলেট বিভাগ হচ্ছে সীমান্তঘেরা অঞ্চল। এই অঞ্চলে ভারত যেভাবে পুশইনের মাধ্যমে প্রতিদিন শত শত মানুষকে জোর করে ঠেলে দিচ্ছে তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে শুধু কড়া বিবৃতি নয়, কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সীমান্তে উভয় দেশের মানুষ বন্দী হয়েছে। তখন দুটি দেশ তাদের মানুষকে আইনিভাবে হস্তান্তর ও গ্রহণ করেছে। এটাই সঠিক পদ্ধতি। বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সেদেশের আইনানুযায়ী বাংলাদেশি দূতাবাসকে বিষয়টি অবহিত করতে হবে। দূতাবাসের মাধ্যমেই তাদের দেশে পাঠাতে হবে। এভাবে বাংলাদেশি বলে শত শত মানুষকে পুশইন করা কোনোভাবেই সঠিক নয়। বিষয়টি উভয় দেশের জন্য বিপজ্জনক। তাই এখনি কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন।

ছবি

‘ন্যায়সংগত ও টেকসই জ্বালানি রূপান্তরের প্রয়োজনীয়তা জরুরি’

আহমেদ আকবর সোবহান ও তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব

সাড়ে তিন মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ কলেজছাত্রীর

এনসিপির সততা নিয়ে প্রশ্ন ‘আপ বাংলাদেশ’র

পলাতক লিয়াকত শিকদার, জব্দ ব্যাংক অ্যাকাউন্ট

ছবি

বাবুই পাখির ছানা হত্যা, অভিযুক্ত মোবারক আলী গ্রেপ্তার

শূন্য ইউনিটের বিদ্যুৎ বিল ৪০ হাজার টাকা!

রূপপুর এনপিপির ১৮ কর্মকর্তাকে অপসারণের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

ডেঙ্গু: জুন মাসে আক্রান্ত ৫,৯৫১ জন, মৃত্যু ১৯

ছবি

ঢাকার সৌর প্যানেলগুলো সচল করার নির্দেশ হাইকোর্টের

বায়ুদূষণ রোধে মেয়াদোত্তীর্ণ গাড়ি সরানোর ঘোষণা পরিবেশ উপদেষ্টার

হাইকোর্টের রুল: আদালত চত্বরে নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন কেন নয়

‘জুলাই গ্যাং কালচার’ ভিডিও আওয়ামী সমর্থকদের অপপ্রচার: সিএ প্রেস উইং

ইসির খসড়া আচরণবিধি প্রকাশ, মতামতের সময়সীমা ১০ জুলাই

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির সাবেক উপাচার্যসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মুরাদনগর ধর্ষণকাণ্ড: ৪ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন, ফজর হাসপাতালে

ছবি

কাজে যোগ দিয়েছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা

পতেঙ্গা টু গোদনাইল: পাইপলাইনে বাণিজ্যিকভাবে ডিজেল পরিবহন শুরু এ মাসেই

ছবি

ব্যাগে পিস্তলের ম্যাগাজিন, ভুলেই নিয়েছেন আসিফ মাহমুদ: জাহাঙ্গীর আলম

ছবি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুহাম্মদ ইউনূসের ফোনালাপ, আলোচনায় অর্থনীতি ও ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা

ছবি

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল

ছবি

ইসির খসড়া আচরণবিধি প্রকাশ, মতামতের সময়সীমা ১০ জুলাই

ছবি

‘ভুলবশত’ ব্যাগে ছিল লাইসেন্স করা অস্ত্রের ম্যাগাজিন: আসিফ মাহমুদ

২৪ ঘণ্টায় ৩৮৩ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১০৯৬ জন

বড় ভাইয়ের লাশ দেখে ফেরার পথে প্রাণ গেল ছোট ভাই ও দুই ভাগ্নের

সাবেক সিইসি আউয়াল কারাগারে

মে মাসে বেড়েছে নারীর প্রতি সহিংসতা: ভাওট্র্যাকার

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম অপরিবর্তিত

ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি, শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেপ্তার

রেকর্ড গড়লো রেমিট্যান্স, ছাড়ালো ৩০ বিলিয়ন ডলার

ডেঙ্গু: ৩৮৩ জন হাসপাতালে, মৃত্যু ১, করোনায় আরও ১৩ জন শনাক্ত

ছবি

তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার মিশনের অফিস খুলছে বাংলাদেশে

ক্যানটিন দখল নিয়ে মারামারি, সচিবালয়ের আন্দোলনে ভাটা

ছবি

সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রসঙ্গে ঐকমত্য হয়নি: আলী রিয়াজ

অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি: নাহিদ ইসলাম

tab

জাতীয়

সিলেট সীমান্ত দিয়ে বাড়ছে ‘পুশইন’

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সীমান্তে কাঁটাতারের বেড়া

সোমবার, ৩০ জুন ২০২৫

সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে বলপূর্বক ফেরত পাঠানোর (পুশইন) ঘটনা হঠাৎ করে বেড়ে গেছে। অব্যাহত পুশইনের ঘটনায় বাড়ছে উদ্বেগও। বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এর প্রতিবাদ ও সতর্ক অবস্থান সত্ত্বেও পুশইন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত দেড় মাসে সহস্রারাধিক লোককে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয় পুশইন করেছে বিএসএফ।

প্রতিদিনই সিলেটসহ দেশের কোনো না কোনো সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজনকে ঠেলে পাঠাচ্ছে বিএসএফ

ভারত যেভাবে পুশইনের মাধ্যমে প্রতিদিন শত শত মানুষকে ঠেলে দিচ্ছে তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নিতে হবে

পুশইনের প্রায় সব ঘটনাই ঘটছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজাররের বিভিন্ন সীমান্ত দিয়ে। বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ফেরত পাঠানো হচ্ছে রোহিঙ্গাদেরও। সবশেষ গত শুক্রবার (২৭ জুন) সিলেটের জৈন্তাপুর উপজেলার ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারত যাওয়া ১৪ রোহিঙ্গাসহ ৩১ বাংলাদেশিকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ২৭ জুন ভোরে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রাম দিয়ে ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ। এর আগে বৃহস্পতিবার রাতে জৈন্তাপুরের লালাখাল বাগছড়া এলাকা দিয়ে ১৪ রোহিঙ্গাকে পুশইন করে। একইদিনে বড়লেখা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে ঠেলে পাঠায় বিএসএফ।

স্থানীয়রা তাদের আটক করে থানা পুলিশকে অবহিত করলে ‘থানায় গাড়ি নেই’ জানিয়ে বাঙালি হলে ছেড়ে দেয়ার পরামর্শ দিলে তাদের ছেড়ে দেয় এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

২৬ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দু’টি সীমান্ত দিয়ে ২৫ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। এদের মধ্যে ১৯ জনকে পুলিশ আটক করে।

এর আগে ২৪ ও ২৫ জুন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান ও লাতু সীমান্ত এলাকা থেকে বিএসএফ কর্তৃক পুশইন হওয়া ১২১ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৩ জুন বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে শিশু ও নারীসহ ১২ রোহিঙ্গা নাগরিক এবং ৪ জন বাংলাদেশিকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের জিরো লাইনে নিয়ে বিএসএফ এদের জোর করে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠানো হয়।

২৪ জুন জৈন্তাপুর উপজেলায় ১৯ বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ। পরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন মিনাটিলা বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে।

১২ জুন সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে আরও ৭০ জন পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এভাবে প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা ঘটেছে। যা সীমান্তে নতুন শঙ্কার কারণ হয়ে দেখা দিয়েছে। বিজিবির দাবি, বিএসএফ তাদের নিজ সীমান্তে একত্র করে কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। তবে এই পুশইন কালে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি রোহিঙ্গাদেরও পাঠানো হচ্ছে। একইসঙ্গে ভারতীয়দের ঠেলে দেয়ারও শঙ্কা করছে বিজিবি। যদিও বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, এ ব্যাপারে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। কিন্তু মানবিক কারণে বিজিবি পুশইন হওয়ার পর কাউকে ফের পুশ-ব্যাক করতে পারে না। এ অবস্থায় সিলেট সীমান্তজুড়ে সতর্কতা ও তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবুও থামছে না পুশইন।

জানা গেছে, সীমান্ত পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ভারতের মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলাসহ তিনটি জেলায় আন্তর্জাতিক সীমান্তজুড়ে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করে সীমান্তের শূন্যরেখা থেকে ৫শ’ মিটার পর্যন্ত এলাকায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে অনুপ্রবেশ, চোরাচালান, গবাদিপশু পারাপার, অস্ত্র বা বিপজ্জনক বস্তু বহনের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবুও থামছে না পুশইনের মতো ঘটনা।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকার কিছু অংশ পাহাড়ি আবার কিছু এলাকায় জলাভূমি বিল থাকায় জিরো পয়েন্ট থেকে নজরদারি করা কঠিন। বিএসএফ তাদের এলাকায় স্থাপিত নিরাপত্তা লাইট বন্ধ করে দিয়ে মানুষদের সীমান্তের এপারে ঠেলে দেয়। পরে টহল বিজিবি তাদের আটক করে। বিজিবির হাতে আটকের পর পরিচয় যাচাই করে বাংলাদেশি নাগরিক বলে মানবিক দিক বিবেচনায় তাদের পরিবারের কাছে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেন, পুশইন কিংবা পুশ-ব্যাক দুটিই বেআইনি এবং মানবাধিকার পরিপন্থী। সিলেট বিভাগ হচ্ছে সীমান্তঘেরা অঞ্চল। এই অঞ্চলে ভারত যেভাবে পুশইনের মাধ্যমে প্রতিদিন শত শত মানুষকে জোর করে ঠেলে দিচ্ছে তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে শুধু কড়া বিবৃতি নয়, কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সীমান্তে উভয় দেশের মানুষ বন্দী হয়েছে। তখন দুটি দেশ তাদের মানুষকে আইনিভাবে হস্তান্তর ও গ্রহণ করেছে। এটাই সঠিক পদ্ধতি। বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সেদেশের আইনানুযায়ী বাংলাদেশি দূতাবাসকে বিষয়টি অবহিত করতে হবে। দূতাবাসের মাধ্যমেই তাদের দেশে পাঠাতে হবে। এভাবে বাংলাদেশি বলে শত শত মানুষকে পুশইন করা কোনোভাবেই সঠিক নয়। বিষয়টি উভয় দেশের জন্য বিপজ্জনক। তাই এখনি কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন।

back to top