ঝালকাঠিতে তালগাছ কেটে বাবুই পাখির শতাধিক বাসাসহ ডিম ধ্বংস করা হয় -সংবাদ
ঝালকাঠিতে তালগাছ কেটে বাবুই পাখির ৯৬টি ছানা হত্যা, ৪৭টি বাসা ও ২৪টি ডিম ধ্বংসের ঘটনায় জড়িত মোবারক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বন বিভাগের দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। সোমবার,(৩০ জুন ২০২৫) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানিয়েছেন।
মামলা, হার্ডলাইনে পরিবেশ মন্ত্রণালয়
বন্যপ্রাণী হত্যা ও আবাসস্থল ধ্বংসকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সচিব
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ঝালকাঠি জেলার সদর উপজেলার ৯ নম্বর শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে বাবুই পাখির ছানা হত্যা ও বাসা এবং ডিম ধ্বংস করছে। এ ঘটনায় দেশজুড়ে পাখি হত্যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে বন বিভাগ মামলা দায়ের করার পর পুলিশ মোবারক আলীকে গ্রেপ্তার করে।
মন্ত্রণালয় জানিয়েছে, পাখি হত্যায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী বন বিভাগ কর্তৃক তিনজনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত ২৭ জুন ঝালকাঠিতে সরকারি রাস্তার পার্শ্বে একটি তালগাছ ছিল। ওই তালগাছ বাবুই পাখির বহু বাসাসহ কেটে ফেলা হয়। বাব্ইু পাখির বাসা ও ছানা আছে, তাই গাছটি না কাটার জন্য অনুরোধ করেছিল স্থানীয় লোকজন। অনুরোধকে তোয়াক্কা না করে গাছটি কেটে ফেলে অভিযুক্ত। এতে পাখির ছানা মারা যায়। বাসা ও ডিম ধ্বংস
হয়। ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে বন বিভাগ ঘটনাস্থলে তালগাছের চারা রোপণ করছে। আর বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম শুরু করেছেন।
ভবিষ্যতে এ ধরনের বন্যপ্রাণী হত্যা ও তাদের আবাসস্থল ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ।
ঝালকাঠিতে তালগাছ কেটে বাবুই পাখির শতাধিক বাসাসহ ডিম ধ্বংস করা হয় -সংবাদ
সোমবার, ৩০ জুন ২০২৫
ঝালকাঠিতে তালগাছ কেটে বাবুই পাখির ৯৬টি ছানা হত্যা, ৪৭টি বাসা ও ২৪টি ডিম ধ্বংসের ঘটনায় জড়িত মোবারক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বন বিভাগের দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। সোমবার,(৩০ জুন ২০২৫) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানিয়েছেন।
মামলা, হার্ডলাইনে পরিবেশ মন্ত্রণালয়
বন্যপ্রাণী হত্যা ও আবাসস্থল ধ্বংসকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সচিব
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ঝালকাঠি জেলার সদর উপজেলার ৯ নম্বর শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে বাবুই পাখির ছানা হত্যা ও বাসা এবং ডিম ধ্বংস করছে। এ ঘটনায় দেশজুড়ে পাখি হত্যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে বন বিভাগ মামলা দায়ের করার পর পুলিশ মোবারক আলীকে গ্রেপ্তার করে।
মন্ত্রণালয় জানিয়েছে, পাখি হত্যায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী বন বিভাগ কর্তৃক তিনজনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত ২৭ জুন ঝালকাঠিতে সরকারি রাস্তার পার্শ্বে একটি তালগাছ ছিল। ওই তালগাছ বাবুই পাখির বহু বাসাসহ কেটে ফেলা হয়। বাব্ইু পাখির বাসা ও ছানা আছে, তাই গাছটি না কাটার জন্য অনুরোধ করেছিল স্থানীয় লোকজন। অনুরোধকে তোয়াক্কা না করে গাছটি কেটে ফেলে অভিযুক্ত। এতে পাখির ছানা মারা যায়। বাসা ও ডিম ধ্বংস
হয়। ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে বন বিভাগ ঘটনাস্থলে তালগাছের চারা রোপণ করছে। আর বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম শুরু করেছেন।
ভবিষ্যতে এ ধরনের বন্যপ্রাণী হত্যা ও তাদের আবাসস্থল ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ।