আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের আগে অন্তত দুটি মহড়া আয়োজনের সিদ্ধান্ত হয়েছে—একটি সেপ্টেম্বরে, অপরটি নির্বাচনের ঠিক আগে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সভা–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সভায় উপস্থিত একজন উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচনে সহিংসতা হতে পারে—এটা ধরেই প্রস্তুতি নিতে হবে। সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে মহড়া আয়োজন করে সহিংসতা প্রতিরোধে বাস্তবমুখী কৌশল তৈরি করতে হবে।
বৈঠকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও ডাকাতির ঘটনা বেড়েছে এবং তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বলেন, ধর্ষণের ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। তিনি জানান, অনেক ধর্ষণের ঘটনা গণমাধ্যমে না আসলেও তা ঘটছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এসব ঘটনার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়। র্যাবের পক্ষ থেকে অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার প্রস্তাব দেওয়া হলে সভায় সিদ্ধান্ত হয়, সরকার আনুষ্ঠানিকভাবে পুরস্কার ঘোষণা করবে। অস্ত্র উদ্ধারের কাজ করবে র্যাব ও বিজিবি।
ঢাকার রাস্তায় চলাচলকারী পুরোনো বাসগুলো জুলাই মাসে তুলে নেওয়ার কথা থাকলেও ‘জুলাই গণ-অভ্যুত্থান’ ঘিরে রাজনৈতিক ব্যস্ততা ও পুলিশের চাপ থাকায় তা পিছিয়ে ৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
‘উগ্র জঙ্গি আন্দোলনের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ ব্যক্তির বিষয়ে সভায় আলোচনা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, এদের সবাই বাংলাদেশি নন। কতজন বাংলাদেশি, তা নিশ্চিত করতে পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলে সভায় মত দেন সংশ্লিষ্টরা।
সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি মরক্কো সফরের সময় বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে একটি পিস্তলের ম্যাগাজিন ধরা পড়ে।
এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা হয়তো একটা ভুল। তিনি যদি জানতেন, তবে কোনো অবস্থাতেই এটি সঙ্গে নিতেন না।”
বিষয়টি নিয়ে অনেকে ম্যাগাজিনটিকে একে-৪৭-এর বলে দাবি করলেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “না, এটি তাঁর লাইসেন্সপ্রাপ্ত পিস্তলের ম্যাগাজিন।”
তাঁর বয়স নিয়ে লাইসেন্স বৈধতা প্রশ্নে তিনি বলেন, “আমি পুরো আইনটা পড়িনি, সুতরাং মন্তব্য করতে পারছি না।”
এ সময় তিনি স্বীকার করেন, প্রভাবশালীদের কারণে বিমানবন্দরে অনেক সময় নিয়মশৃঙ্খলা লঙ্ঘনের ঘটনা ঘটে এবং সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন।
সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম, র্যাব ডিজি এ কে এম শহিদুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রয়োজনে এর সংক্ষিপ্ত, ইনফোগ্রাফিক বা সম্পাদকীয় ভাষ্য ভার্সনও প্রস্তুত করে দিতে পারি। বললেই করে দিচ্ছি।
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের আগে অন্তত দুটি মহড়া আয়োজনের সিদ্ধান্ত হয়েছে—একটি সেপ্টেম্বরে, অপরটি নির্বাচনের ঠিক আগে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সভা–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সভায় উপস্থিত একজন উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচনে সহিংসতা হতে পারে—এটা ধরেই প্রস্তুতি নিতে হবে। সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে মহড়া আয়োজন করে সহিংসতা প্রতিরোধে বাস্তবমুখী কৌশল তৈরি করতে হবে।
বৈঠকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও ডাকাতির ঘটনা বেড়েছে এবং তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বলেন, ধর্ষণের ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। তিনি জানান, অনেক ধর্ষণের ঘটনা গণমাধ্যমে না আসলেও তা ঘটছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এসব ঘটনার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়। র্যাবের পক্ষ থেকে অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার প্রস্তাব দেওয়া হলে সভায় সিদ্ধান্ত হয়, সরকার আনুষ্ঠানিকভাবে পুরস্কার ঘোষণা করবে। অস্ত্র উদ্ধারের কাজ করবে র্যাব ও বিজিবি।
ঢাকার রাস্তায় চলাচলকারী পুরোনো বাসগুলো জুলাই মাসে তুলে নেওয়ার কথা থাকলেও ‘জুলাই গণ-অভ্যুত্থান’ ঘিরে রাজনৈতিক ব্যস্ততা ও পুলিশের চাপ থাকায় তা পিছিয়ে ৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
‘উগ্র জঙ্গি আন্দোলনের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ ব্যক্তির বিষয়ে সভায় আলোচনা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, এদের সবাই বাংলাদেশি নন। কতজন বাংলাদেশি, তা নিশ্চিত করতে পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলে সভায় মত দেন সংশ্লিষ্টরা।
সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি মরক্কো সফরের সময় বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে একটি পিস্তলের ম্যাগাজিন ধরা পড়ে।
এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা হয়তো একটা ভুল। তিনি যদি জানতেন, তবে কোনো অবস্থাতেই এটি সঙ্গে নিতেন না।”
বিষয়টি নিয়ে অনেকে ম্যাগাজিনটিকে একে-৪৭-এর বলে দাবি করলেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “না, এটি তাঁর লাইসেন্সপ্রাপ্ত পিস্তলের ম্যাগাজিন।”
তাঁর বয়স নিয়ে লাইসেন্স বৈধতা প্রশ্নে তিনি বলেন, “আমি পুরো আইনটা পড়িনি, সুতরাং মন্তব্য করতে পারছি না।”
এ সময় তিনি স্বীকার করেন, প্রভাবশালীদের কারণে বিমানবন্দরে অনেক সময় নিয়মশৃঙ্খলা লঙ্ঘনের ঘটনা ঘটে এবং সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন।
সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম, র্যাব ডিজি এ কে এম শহিদুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রয়োজনে এর সংক্ষিপ্ত, ইনফোগ্রাফিক বা সম্পাদকীয় ভাষ্য ভার্সনও প্রস্তুত করে দিতে পারি। বললেই করে দিচ্ছি।