রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকা থেকে ডাকাতি হওয়া সৌদি মুদ্রা রিয়ালের বেশিরভাগ উদ্ধারের পাশাপাশি ১৩ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারের গতিরোধ করে ‘অস্ত্রের মুখে’ এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নগদ ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার এবং ১২ হাজার ৩৫০ সংযুক্ত আরব আমিরাত দিরহাম ডাকাতির ঘটনা ঘটে।
প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা ডাকাতির চার দিনের মধ্যে তিনটি মোটরসাইকেলসহ ১৩ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে শুক্রবার,(৪ জুলাই ২০২৫) এক বার্তায় ঢাকা মহানগর পুলিশ বলছে, প্রায় চার লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। অচেনা ১০-১২ জনের একটি দল মুখোশ পরে দেশি অস্ত্র দেখিয়ে ওই ডাকাতি করে। এ ঘটনার তদন্তে নেমে আয়াত ট্যুরসের কর্মী তুহিনের যোগসাজশ পায় পুলিশ।
তাকে আটক করে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে,
তুহিনসহ অন্য আসামিরা কয়েকদিন আগে ‘গল্প সাজিয়ে’ ডাকাতির পরিকল্পনা করে। সেই অনুযায়ী, তুহিন বায়তুল মোকাররম এলাকা থেকে ভাড়ায় প্রাইভেটকার যোগে বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে উত্তরা যাওয়ার পথে তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে ডাকাতদের কাছে পাঠান।
গাড়িটি তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগার এলাকায় যাত্রী ছাউনির সামনে পৌঁছালে প্রাইভেটকারের গতিরোধ করে বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। তারা মুদ্রাগুলো নিজেদের মধ্যে ‘ভাগ বাটোয়ারা’ করে ‘আত্মগোপনে’ চলে যায়। তবে তুহিনের দেয়া তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তার এই ডাকাতিতে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের ভাষ্য। তবে প্রাথমিকভাবে বাকি গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকা থেকে ডাকাতি হওয়া সৌদি মুদ্রা রিয়ালের বেশিরভাগ উদ্ধারের পাশাপাশি ১৩ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারের গতিরোধ করে ‘অস্ত্রের মুখে’ এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নগদ ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার এবং ১২ হাজার ৩৫০ সংযুক্ত আরব আমিরাত দিরহাম ডাকাতির ঘটনা ঘটে।
প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা ডাকাতির চার দিনের মধ্যে তিনটি মোটরসাইকেলসহ ১৩ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে শুক্রবার,(৪ জুলাই ২০২৫) এক বার্তায় ঢাকা মহানগর পুলিশ বলছে, প্রায় চার লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। অচেনা ১০-১২ জনের একটি দল মুখোশ পরে দেশি অস্ত্র দেখিয়ে ওই ডাকাতি করে। এ ঘটনার তদন্তে নেমে আয়াত ট্যুরসের কর্মী তুহিনের যোগসাজশ পায় পুলিশ।
তাকে আটক করে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে,
তুহিনসহ অন্য আসামিরা কয়েকদিন আগে ‘গল্প সাজিয়ে’ ডাকাতির পরিকল্পনা করে। সেই অনুযায়ী, তুহিন বায়তুল মোকাররম এলাকা থেকে ভাড়ায় প্রাইভেটকার যোগে বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে উত্তরা যাওয়ার পথে তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে ডাকাতদের কাছে পাঠান।
গাড়িটি তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগার এলাকায় যাত্রী ছাউনির সামনে পৌঁছালে প্রাইভেটকারের গতিরোধ করে বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। তারা মুদ্রাগুলো নিজেদের মধ্যে ‘ভাগ বাটোয়ারা’ করে ‘আত্মগোপনে’ চলে যায়। তবে তুহিনের দেয়া তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তার এই ডাকাতিতে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের ভাষ্য। তবে প্রাথমিকভাবে বাকি গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।