ঢাকায় আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আবহাওয়া অফিস ২৬ আগস্ট পর্যন্ত পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়েছে, এ সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এর মধ্যে দুই দিন তাপমাত্রা সামান্য বাড়বে এবং তিন দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের মাত্রা ক্রমেই কমে আসছে।
গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়, ২৬১ মিলিমিটার।
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
ঢাকায় আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আবহাওয়া অফিস ২৬ আগস্ট পর্যন্ত পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়েছে, এ সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এর মধ্যে দুই দিন তাপমাত্রা সামান্য বাড়বে এবং তিন দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের মাত্রা ক্রমেই কমে আসছে।
গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়, ২৬১ মিলিমিটার।