image

পাচার করা টাকা বৈধ করার সুযোগ দেয়া অনৈতিক পদক্ষেপ: সিপিডি

নিজস্ব বার্তা পরিবেশক

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশে পাচার হওয়া টাকা বৈধ করার সুযোগ কখনই বাস্তবায়নযোগ্য নয়, তার চেয়ে বড় কথা হলো এটা অনৈতিক। একদিকে অর্থপাচারের সুযোগ দিয়ে আবার অর্থ ফিরিয়ে আনার সুযোগ করে দেবো।

অন্যদিকে দরিদদ্র জনগোষ্ঠীর জন্য করছাড় থাকবে না। সেটা সামাজিক ন্যায় বিচারের জন্য গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (১০ জুন) সকাল ১১ টায় বাজেটের প্রতিক্রিয়ায় সেন্ট্রার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট যে লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে তা পূরণে নেওয়া পদক্ষেপগুলো পরিপূর্ণ নয়। নীতি কৌশলের ক্ষেত্রে পদক্ষেপ অসম্পূ্র্ণ এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় তা অপর্যাপ্ত।

সিপিডি বলছে, মূদ্রাস্ফীতি ও বৈশ্বিক অর্থনীতির নানা চাপ রয়েছে। চাপ মোকাবিলায় ৬টি লক্ষ্যের কথা বলেছেন অর্থমন্ত্রী। যার মধ্যে রয়েছে মূদ্রস্ফীতি নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি, বর্ধিত ভর্তুকির জন্য অর্থায়নের সংস্থান, বৈদেশিক অর্থের ব্যবহার নিশ্চিত করা, টাকার বিনিময় মূল্য স্থিতিশীল রাখা এবং রিজার্ভ সন্তোষজনক রাখা।

ড. ফাহমিদা বলেন, আমরা দেখেছি বাজেটে মূল্যস্ফীতি কথাটি অনেকবার এলেও মূল্যস্ফীতি নিয়ে অর্থমন্ত্রীর পদক্ষেপ পর্যাপ্ত নয়। কর কাঠামোতে নিত্য প্রয়োজনীয় পণ্যে কর প্রত্যাহারের প্রস্তাবনা যথেষ্ট নয়, অনেক পণ্যেই কর রয়ে গেছে। বাজেটে গম ছাড়া নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যে করছাড় নেই। মূদ্রাস্ফীতির এই সময়ে করমুক্ত আয়সীমা বৃদ্ধি করা হয়নি, ভর্তুকি ও সামাজিক সুরক্ষার আওতা ওই অর্থে বাড়েনি।

‘জাতীয়’ : আরও খবর

» বিএমইউ প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত

» আগের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচনী প্রস্তুতি সিলেটে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণে গুরুত্বারোপ করেন সেনাপ্রধান

» ডেঙ্গু: আরও ২৫ জন হাসপাতালে ভর্তি মোট আক্রান্ত ১,০২৫ জন, মৃত্যু ২

» সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার

» ট্রাইব্যুনাল: যাত্রাবাড়ীতে তাইম ‘হত্যা’, হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২ ফেব্রুয়ারি

» হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল আবারও তিনদিনের রিমান্ডে

» ভারত তাদের কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কথা বাংলাদেশকে জানায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি