alt

জাতীয়

তিন ঘণ্টায় ঢাকা থেকে বরিশাল, দারুণ খুশি যাত্রীরা

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল : রোববার, ২৬ জুন ২০২২

দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় বরিশাল অঞ্চলের যাত্রীরা মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে পা রাখতে পারায় আনন্দিত। প্রথম দিনে একটু যানবাহনের চাপ থাকায় টোলঘরে একটু বিলম্বিত হওয়া সত্ত্বেও যাত্রীদের মাঝে ছিল ভিন্ন রকম আনন্দ।

রোববার (২৬ জুন) বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে সর্বপ্রথম বেসরকারি সাকুরা পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সকাল সাড়ে ৫টায় ৪০ জন যাত্রী নিয়ে বরিশালে যাত্রা করে। সাকুরা পরিবহনের গাড়িটি টোলঘরে বিভিন্ন গাড়ির জ্যাম থাকায় টোল দিতে একটু বিলম্ব হওয়ায় বাসটি বরিশালে সোয়া ১০টায় যাত্রীদের নিয়ে আসে। আবার পুনরায় বাসটি বেলা ১১টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে বলে বরিশাল সাকুরা কাউন্টার ইনচার্জ ও বরিশালে সবার আগে যাত্রী নিয়ে আসা সাকুরা পরিবহনের সুপারভাইজার নাসির জানান। সাকুরা পরিবহনের অন্য একটি গাড়ি সকাল সাড়ে ৬টায় ঢাকার গাবতলী থেকে বরিশালে আসা যাত্রীদের নিয়ে তিন ঘণ্টার মধ্যে নথুল্লাবাদ পৌঁছায়। একই সময় দেখা গেছে, সাকুরা পরিবহন কাউন্টারে ঢাকাগামী যাত্রীদের প্রচন্ড চাপ রয়েছে।

এছাড়া ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে আসা ইলিশ পরিবহনের চালক মোখলেস বলেন, টোলঘরে প্রথম দিন ভিড় খাকার পরও তিনি যাত্রীদের নিয়ে তিন ঘণ্টায় বরিশালে আসতে পারায় আনন্দিত। এ সময় তিনি অভিযোগ করে বলেন, তারা ইচ্ছে করলে আরও দ্রুত কম সময়ে বরিশালে আসতে পারতেন। সেক্ষেত্রে ভাঙ্গার পর বরিশালে আসার সড়কগুলো আরও প্রশস্ত করা প্রয়োজন। একে তো সড়ক অপ্রশস্ত তার ওপর বিভিন্ন ছোট যানবাহন থাকার কারণে তাদের দ্রুত আসার ক্ষেত্রে বড় সমস্যা মোকাবিলা করতে হয়েছে।

এদিকে পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা গ্রিন লাইনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস প্রথম দিনে ৪০ ও ২৭ সিটের ১২টি গাড়ি চালু করেছে। বরিশাল গ্রিন লাইন কাউন্টার ইনচার্জ হাসান সরদার বাদশা জানান, তাদের মালিক ব্র্যান্ড এসকেনিয়া ও ম্যান নামের গাড়িগুলো জার্মান থেকে আমদামি করেছে। এছাড়া ভলভো নামের গাড়িগুলো সুইডেন থেকে আমদানি করেছে। তারা প্রথম দিনে বরিশালে ১২টি গাড়ি দিয়ে সার্ভিস শুরু করেছে। তাদের ৪০ সিটের এসি গাড়ির জন্য জনপ্রতি ভাড়া ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রিন লাইন পরিবহনের চালক ইয়াসিন জানান, সকাল সাড়ে ৬টায় ঢাকার আরামবাগ থেকে ছেড়ে আসার পর তাদের গাড়ির ৪০ মিনিট টোলঘরে বিলম্ব হওয়ার পরও তিন ঘণ্টায় বরিশালে আসতে পেরেছে।

অন্যদিকে সরকারি বিআরটিসি কাউন্টারে ঢাকাগামী যাত্রীদের প্রচুর ভিড় ছিল। তারাও টিকেট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকেট কেনার জন্য অপেক্ষা করছেন। এ ব্যাপারে বরিশাল বিআরটিসি ডিপো ইনচার্জ ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম বলেন, তারা এবার বরিশাল-ঢাকার জন্য ১৪টি এসি বাস চালু করেছে। সকাল ৬টায় যে বাসটি বরিশাল থেকে ঢাকার গুলিস্তানের উদ্দেশে ছেড়ে গেছে সেটি সোয়া তিন ঘণ্টায় পৌঁছেছে। এর মধ্যে ঢাকা-বরিশাল-কুয়াকাটা রুটে ২টি, ভান্ডারিয়া একটি ও বরিশাল-ঢাকা রুটে ১১টি এসি বাস সার্ভিস চালু করেছে। তিনি আরও বলেন, তারা বরিশাল-ঢাকার গুলিস্তান পর্যন্ত জনপ্রতি ৫০০ টাকা ভাড়া নেয়ার কারণে তাদের গাড়িতে যাত্রী চাপ রয়েছে।

অন্যদিকে বরিশাল নথুল্লাবাদসহ কাশিপুর সড়কে বিভিন্ন যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় সেখানের সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের দারুণ বেগ পোহাতে হচ্ছে। অবশ্য তাদের ধারণা প্রথম দিন যানবাহন ও যাত্রীদের যে উচ্ছ্বাস আছে ক্রমশ তা কমে আসবে।

টোল প্লাজায় টোল আদায়ে

বিলম্বের অভিযোগ

পদ্মা সেতু যানবাহন পারাপারের জন্য রোববার খুলে দেবার পর সেতু দেখতে আসা দুপাড়ের জনসাধারণ, যানবাহনে প্রথম ট্রিপের সাক্ষী হওয়ার উদ্দেশ্যে যানবাহন ও মোটরসাইকেলের বাড়তি চাপের কারণে টোল আদায়ে অনেকটা বিলম্ব হয়েছে। যেজন্য টোল ঘরের সামনে প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে এবং টোল আদায়কারীদের দ্রুত টোলের টাকা রেখে গাড়ি ছেড়ে দেবার জন্যও ব্যস্ততা ছিল। বেলায়েত হোসেন মিলন নামক এক মোটরসাইকেল যাত্রী জানান, খুলনা থেকে সকাল ৭টায় মোটরসাইকেল নিয়ে মাত্র ২ ঘণ্টার মধ্যে সেতুর মাওয়া প্রান্তে তিনি পৌঁছেছেন। টোল প্লাজার ধীরগতির কারণে যাজটের সৃষ্টি হয়েছে। তার দাবি টোল প্লাজার সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। তা না হলে ভবিষ্যতেও যানজট উত্তরোত্তর বাড়বে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়া জানান, প্রথমেই সেতু পারাপারের অভিজ্ঞতা লাভের জন্য রাতেই কয়েকটি গাড়ি টোল প্লাজার উভয় প্রান্তে এসে অপেক্ষমান ছিল। ভোরে টোল ঘর খোলার পর তাই কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন ভবিষ্যতে এটা থাকবে না।

ওই ট্রাফিক কর্মকর্তা জানান, এক উৎসুক মোটরসাইকেল যাত্রী বিনা হেলমেটে সেতু পারাপারের জন্য জাজিরা প্রান্তে আসার পর ভ্রাম্যমাণ আদালত হেলমেট না থাকার কারণে তার কাছ থেকে এক শত টাকা জরিমানা আদায় করেছে। তবে সে সেতু পার হতে পারেনি।

ছবি

‘ন্যায়সংগত ও টেকসই জ্বালানি রূপান্তরের প্রয়োজনীয়তা জরুরি’

আহমেদ আকবর সোবহান ও তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব

সাড়ে তিন মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ কলেজছাত্রীর

এনসিপির সততা নিয়ে প্রশ্ন ‘আপ বাংলাদেশ’র

পলাতক লিয়াকত শিকদার, জব্দ ব্যাংক অ্যাকাউন্ট

ছবি

বাবুই পাখির ছানা হত্যা, অভিযুক্ত মোবারক আলী গ্রেপ্তার

শূন্য ইউনিটের বিদ্যুৎ বিল ৪০ হাজার টাকা!

রূপপুর এনপিপির ১৮ কর্মকর্তাকে অপসারণের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

ডেঙ্গু: জুন মাসে আক্রান্ত ৫,৯৫১ জন, মৃত্যু ১৯

ছবি

ঢাকার সৌর প্যানেলগুলো সচল করার নির্দেশ হাইকোর্টের

বায়ুদূষণ রোধে মেয়াদোত্তীর্ণ গাড়ি সরানোর ঘোষণা পরিবেশ উপদেষ্টার

ছবি

সিলেট সীমান্ত দিয়ে বাড়ছে ‘পুশইন’

হাইকোর্টের রুল: আদালত চত্বরে নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন কেন নয়

‘জুলাই গ্যাং কালচার’ ভিডিও আওয়ামী সমর্থকদের অপপ্রচার: সিএ প্রেস উইং

ইসির খসড়া আচরণবিধি প্রকাশ, মতামতের সময়সীমা ১০ জুলাই

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির সাবেক উপাচার্যসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মুরাদনগর ধর্ষণকাণ্ড: ৪ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন, ফজর হাসপাতালে

ছবি

কাজে যোগ দিয়েছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা

পতেঙ্গা টু গোদনাইল: পাইপলাইনে বাণিজ্যিকভাবে ডিজেল পরিবহন শুরু এ মাসেই

ছবি

ব্যাগে পিস্তলের ম্যাগাজিন, ভুলেই নিয়েছেন আসিফ মাহমুদ: জাহাঙ্গীর আলম

ছবি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুহাম্মদ ইউনূসের ফোনালাপ, আলোচনায় অর্থনীতি ও ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা

ছবি

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল

ছবি

ইসির খসড়া আচরণবিধি প্রকাশ, মতামতের সময়সীমা ১০ জুলাই

ছবি

‘ভুলবশত’ ব্যাগে ছিল লাইসেন্স করা অস্ত্রের ম্যাগাজিন: আসিফ মাহমুদ

২৪ ঘণ্টায় ৩৮৩ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১০৯৬ জন

বড় ভাইয়ের লাশ দেখে ফেরার পথে প্রাণ গেল ছোট ভাই ও দুই ভাগ্নের

সাবেক সিইসি আউয়াল কারাগারে

মে মাসে বেড়েছে নারীর প্রতি সহিংসতা: ভাওট্র্যাকার

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম অপরিবর্তিত

ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি, শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেপ্তার

রেকর্ড গড়লো রেমিট্যান্স, ছাড়ালো ৩০ বিলিয়ন ডলার

ডেঙ্গু: ৩৮৩ জন হাসপাতালে, মৃত্যু ১, করোনায় আরও ১৩ জন শনাক্ত

ছবি

তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার মিশনের অফিস খুলছে বাংলাদেশে

ক্যানটিন দখল নিয়ে মারামারি, সচিবালয়ের আন্দোলনে ভাটা

ছবি

সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রসঙ্গে ঐকমত্য হয়নি: আলী রিয়াজ

tab

জাতীয়

তিন ঘণ্টায় ঢাকা থেকে বরিশাল, দারুণ খুশি যাত্রীরা

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

রোববার, ২৬ জুন ২০২২

দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় বরিশাল অঞ্চলের যাত্রীরা মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে পা রাখতে পারায় আনন্দিত। প্রথম দিনে একটু যানবাহনের চাপ থাকায় টোলঘরে একটু বিলম্বিত হওয়া সত্ত্বেও যাত্রীদের মাঝে ছিল ভিন্ন রকম আনন্দ।

রোববার (২৬ জুন) বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে সর্বপ্রথম বেসরকারি সাকুরা পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সকাল সাড়ে ৫টায় ৪০ জন যাত্রী নিয়ে বরিশালে যাত্রা করে। সাকুরা পরিবহনের গাড়িটি টোলঘরে বিভিন্ন গাড়ির জ্যাম থাকায় টোল দিতে একটু বিলম্ব হওয়ায় বাসটি বরিশালে সোয়া ১০টায় যাত্রীদের নিয়ে আসে। আবার পুনরায় বাসটি বেলা ১১টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে বলে বরিশাল সাকুরা কাউন্টার ইনচার্জ ও বরিশালে সবার আগে যাত্রী নিয়ে আসা সাকুরা পরিবহনের সুপারভাইজার নাসির জানান। সাকুরা পরিবহনের অন্য একটি গাড়ি সকাল সাড়ে ৬টায় ঢাকার গাবতলী থেকে বরিশালে আসা যাত্রীদের নিয়ে তিন ঘণ্টার মধ্যে নথুল্লাবাদ পৌঁছায়। একই সময় দেখা গেছে, সাকুরা পরিবহন কাউন্টারে ঢাকাগামী যাত্রীদের প্রচন্ড চাপ রয়েছে।

এছাড়া ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে আসা ইলিশ পরিবহনের চালক মোখলেস বলেন, টোলঘরে প্রথম দিন ভিড় খাকার পরও তিনি যাত্রীদের নিয়ে তিন ঘণ্টায় বরিশালে আসতে পারায় আনন্দিত। এ সময় তিনি অভিযোগ করে বলেন, তারা ইচ্ছে করলে আরও দ্রুত কম সময়ে বরিশালে আসতে পারতেন। সেক্ষেত্রে ভাঙ্গার পর বরিশালে আসার সড়কগুলো আরও প্রশস্ত করা প্রয়োজন। একে তো সড়ক অপ্রশস্ত তার ওপর বিভিন্ন ছোট যানবাহন থাকার কারণে তাদের দ্রুত আসার ক্ষেত্রে বড় সমস্যা মোকাবিলা করতে হয়েছে।

এদিকে পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা গ্রিন লাইনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস প্রথম দিনে ৪০ ও ২৭ সিটের ১২টি গাড়ি চালু করেছে। বরিশাল গ্রিন লাইন কাউন্টার ইনচার্জ হাসান সরদার বাদশা জানান, তাদের মালিক ব্র্যান্ড এসকেনিয়া ও ম্যান নামের গাড়িগুলো জার্মান থেকে আমদামি করেছে। এছাড়া ভলভো নামের গাড়িগুলো সুইডেন থেকে আমদানি করেছে। তারা প্রথম দিনে বরিশালে ১২টি গাড়ি দিয়ে সার্ভিস শুরু করেছে। তাদের ৪০ সিটের এসি গাড়ির জন্য জনপ্রতি ভাড়া ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রিন লাইন পরিবহনের চালক ইয়াসিন জানান, সকাল সাড়ে ৬টায় ঢাকার আরামবাগ থেকে ছেড়ে আসার পর তাদের গাড়ির ৪০ মিনিট টোলঘরে বিলম্ব হওয়ার পরও তিন ঘণ্টায় বরিশালে আসতে পেরেছে।

অন্যদিকে সরকারি বিআরটিসি কাউন্টারে ঢাকাগামী যাত্রীদের প্রচুর ভিড় ছিল। তারাও টিকেট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকেট কেনার জন্য অপেক্ষা করছেন। এ ব্যাপারে বরিশাল বিআরটিসি ডিপো ইনচার্জ ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম বলেন, তারা এবার বরিশাল-ঢাকার জন্য ১৪টি এসি বাস চালু করেছে। সকাল ৬টায় যে বাসটি বরিশাল থেকে ঢাকার গুলিস্তানের উদ্দেশে ছেড়ে গেছে সেটি সোয়া তিন ঘণ্টায় পৌঁছেছে। এর মধ্যে ঢাকা-বরিশাল-কুয়াকাটা রুটে ২টি, ভান্ডারিয়া একটি ও বরিশাল-ঢাকা রুটে ১১টি এসি বাস সার্ভিস চালু করেছে। তিনি আরও বলেন, তারা বরিশাল-ঢাকার গুলিস্তান পর্যন্ত জনপ্রতি ৫০০ টাকা ভাড়া নেয়ার কারণে তাদের গাড়িতে যাত্রী চাপ রয়েছে।

অন্যদিকে বরিশাল নথুল্লাবাদসহ কাশিপুর সড়কে বিভিন্ন যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় সেখানের সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের দারুণ বেগ পোহাতে হচ্ছে। অবশ্য তাদের ধারণা প্রথম দিন যানবাহন ও যাত্রীদের যে উচ্ছ্বাস আছে ক্রমশ তা কমে আসবে।

টোল প্লাজায় টোল আদায়ে

বিলম্বের অভিযোগ

পদ্মা সেতু যানবাহন পারাপারের জন্য রোববার খুলে দেবার পর সেতু দেখতে আসা দুপাড়ের জনসাধারণ, যানবাহনে প্রথম ট্রিপের সাক্ষী হওয়ার উদ্দেশ্যে যানবাহন ও মোটরসাইকেলের বাড়তি চাপের কারণে টোল আদায়ে অনেকটা বিলম্ব হয়েছে। যেজন্য টোল ঘরের সামনে প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে এবং টোল আদায়কারীদের দ্রুত টোলের টাকা রেখে গাড়ি ছেড়ে দেবার জন্যও ব্যস্ততা ছিল। বেলায়েত হোসেন মিলন নামক এক মোটরসাইকেল যাত্রী জানান, খুলনা থেকে সকাল ৭টায় মোটরসাইকেল নিয়ে মাত্র ২ ঘণ্টার মধ্যে সেতুর মাওয়া প্রান্তে তিনি পৌঁছেছেন। টোল প্লাজার ধীরগতির কারণে যাজটের সৃষ্টি হয়েছে। তার দাবি টোল প্লাজার সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। তা না হলে ভবিষ্যতেও যানজট উত্তরোত্তর বাড়বে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়া জানান, প্রথমেই সেতু পারাপারের অভিজ্ঞতা লাভের জন্য রাতেই কয়েকটি গাড়ি টোল প্লাজার উভয় প্রান্তে এসে অপেক্ষমান ছিল। ভোরে টোল ঘর খোলার পর তাই কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন ভবিষ্যতে এটা থাকবে না।

ওই ট্রাফিক কর্মকর্তা জানান, এক উৎসুক মোটরসাইকেল যাত্রী বিনা হেলমেটে সেতু পারাপারের জন্য জাজিরা প্রান্তে আসার পর ভ্রাম্যমাণ আদালত হেলমেট না থাকার কারণে তার কাছ থেকে এক শত টাকা জরিমানা আদায় করেছে। তবে সে সেতু পার হতে পারেনি।

back to top