সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মোস্তাফিজুর রহমান ফিজারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তারিক শমী।
ফিজারের পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ২২ সেপ্টেম্বর তাকে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
১৯৫৩ সালের ২৯ নভেম্বর দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার জামগ্রাম গ্রামে মোস্তাফিজুর রহমান ফিজারের জন্ম। ১৯৭১ সালে তিনি সাত নম্বর সেক্টরের অধীন মুক্তিযুদ্ধে অংশ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করে তিনি আইন বিষয়ে পড়ালেখা করেন।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন থেকে টানা আট বার সংসদ সদস্য হয়েছেন মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৮৬ সালে প্রথমবারের এমপি হন। এ ছাড়া ২০০৯ সালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, পরে ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৪ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পান তিনি।
সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। মন্ত্রিসভার পাশাপাশি বিভিন্ন সংসদীয় কমিটিতেও তিনি দায়িত্ব পালন করেছেন। মোস্তাফিজুর রহমান ফিজার স্ত্রী, দুই কন্যা, জামাতা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।