কিশোরগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে ফুল দিয়ে বরণ করাকে কেন্দ্র করে বিবাদমান ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নসহ পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সড়ক পথে ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে যাওয়ার পথে জেলা ছাত্রলীগের দুই গ্রুপ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানাতে পাকুন্দিয়ার বুরুদিয়া এলাকায় জড়ো হন। এসময় ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম স্বপন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা আরিয়ান আহমেদ বিনয়সহ পাঁচজন আহত হয়েছে। আহতদেরকে জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
কিশোরগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে ফুল দিয়ে বরণ করাকে কেন্দ্র করে বিবাদমান ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নসহ পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সড়ক পথে ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে যাওয়ার পথে জেলা ছাত্রলীগের দুই গ্রুপ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানাতে পাকুন্দিয়ার বুরুদিয়া এলাকায় জড়ো হন। এসময় ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম স্বপন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা আরিয়ান আহমেদ বিনয়সহ পাঁচজন আহত হয়েছে। আহতদেরকে জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।