জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার ঢিলেঢালা হরতাল চলছে। রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল আগামীকাল ভোর ৬টা পর্যন্ত চলবে। বিএনপির এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে পৃথকভাবে হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণ অধিকার পরিষদ, লেবার পার্টি ও এলডিপি। হরতালে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন এ হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে বিএনপির সংবাদ বিবৃতিতে।
রোববার ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাজধানীর সড়কে গণপরিবহন চলাচল করলেও স্বাভাবিকের তুলনায় খুবই কম। সিগন্যালগুলোতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেলেও যানবাহনের চাপ ছিল খুব কম। সড়কে যানবাহন কম কিন্তু অফিস খোলা থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী যাত্রীদের। অবরোধের মতো হরতালের মধ্যেও আতঙ্ক আর যাত্রীসংকটের কারণে দূরপাল্লার বাস চলাচল করছে না বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। রোববার মহাখালী, সায়দাবাদ, কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতে ঘুরেও এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ভিক্টোর ক্লাসিক, তুরাগ, রাইদা, অনাবিল, প্রজাপতি, পরিস্থান, মিরপুর রোডে ইতিহাস, ডি-লিংক, সেলফি, রাজধানী, বৈশাখী, এসবি লিঙ্ক, সাভার পরিবহন, ঠিকানা পরিবহনসহ বেশ কিছু বাস সড়কে চলাচল করছে। সকালে অফিস টাইমে এসব বাস ছিল যাত্রীতে ঠাসা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব বাস প্রায় যাত্রীশূন্য হয়ে পড়ে। অতি প্রয়োজন ছাড়া জনগণ বাইরে বের না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান পরিবহন শ্রমিকরা। তবে গণপরিবহনের তুলনায় ব্যাক্তিগত ও অন্যান্য যানবাহন বেশি চলাচল করতে দেখা গেছে সড়কগুলোতে। এর মধ্যে রয়েছে, প্রাইভেট কার, মাইক্রোবাস, জীপ, ট্রাক, পিকআপ, মিনি ট্রাক, ময়লার গাড়ি, সিমেন্ট কোম্পানির গাড়ি, লরিসহ পণ্যবাহী অন্যান্য পরিবহন।
আন্তঃজেলা বাস টার্মিনালের কাউন্টারগুলোতে দেখা যায়, কিছু বাস কাউন্টার বন্ধ থাকলেও বেশিরভাগ কাউন্টারই খোলা ছিল তবে যাত্রী না থাকায় টিকেট বিক্রি হচ্ছে না। কাউন্টারে যাত্রী না থাকায় কাউন্টারগুলোতে কোনো হাঁক-ডাক দেখা যায়নি।
কাউন্টার মাস্টারদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রী না থাকার কারণে বাস ছাড়তে পারছেন না তারা। তারা বলেন, একটি বাস ছাড়তে হলে অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী লাগে, যাত্রী হলে তারা বাস ছাড়বেন। তারা আরও জানান, প্রতিদিন বাসের স্টাফ, চালকদের বেতন দিতে হয়, এছাড়া যেসব বাস ব্যাংকের লোনে কেনা তাদেরকে বাধ্যতামূলক কিস্তি দিতে হয়। ফলে তাদের অনেক ক্ষতি হচ্ছে। অবরোধ-হরতালে পরিবহন শ্রমিকদের বেশি ক্ষতি হয় বলে তারা দাবি করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল করেছে। এছাড়া সিলেট, রাজশাহী, হবিগঞ্জ, নেত্রকোনার কেন্দুয়া ও গাজীপুরের কালিয়াকৈরেও মিছিল করেছে বিএনপি। হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। সিলেটে মশাল মিছিলের পর সড়ক অবরোধ করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
নির্বাচনের তফশিল ঘোষণার প্রতিবাদে ডাকা এই হরতাল কর্মসূচি সফল করতে সাংগঠনিক জেলার দলীয় নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দিয়েছেন বিএনপি ও তাদের শরিকদলের নেতারা। শান্তিপূর্ণভাবে সতর্ক থেকে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে দলগুলো। এর আগে ২৯ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ পন্ডের পর একদিন হরতাল ও পাঁচ দফায় ১১ দিন অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা দলগুলো।
হরতালের সমর্থনে রাজধানীতে বিএনপির ঝটিকা মিছিল
দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে রাজধানীর কয়েকটি এলাকায় রোববার মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। রাজধানীর গ্রিনরোডে মিছিল করে স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে এ মিছিল হয়। ফকিরাপুলে মিছিল করে ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মারুফ এলাহী ও শ্যামল মালুম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, সহসাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান প্রমুখ। পুরান ঢাকায় মিছিল করে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল। তেজগাঁও রেলস্টেশন এলাকায় সড়কে মিছিল করেছে তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। বাড্ডা এলাকায় মিছিল করেছে মহানগর উত্তর মহিলা দল।
হরতালের সমর্থনে ৩ জোটের বিক্ষোভ মিছিল
সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে ডাকা হরতালের সমর্থনে রোববার দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী তিন জোট ও দুটি রাজনৈতিক দল। বেলা সাড়ে ১২টার দিকে হরতালের সমর্থনে মিছিল করে বিএনপির আরেক যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ। পল্টনের মেহেরবা প্লাজার সামনে থেকে শুরু হওয়া গণতন্ত্র মঞ্চের মিছিল বিজয় নগর, নাইটিঙ্গেল মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের নেতা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক জহির উদ্দিন স্বপন।
বিরোধীদলের আন্দোলনকে সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে সাইফুল হক বলেন, সরকার সারাদেশে বিরোধীদলের লাখ লাখ নেতাকর্মীকে আসামি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবিলা করে মানুষ একটা সত্য ও ন্যায়ে পথে দাঁড়িয়ে নির্বাচনের তফসিল প্রত্যাখান ও বর্জন করেছে।
জোনায়েদ সাকি বলেন, কত রঙ্গ এই দেশে, এখন দেশে রঙ্গ-তামাশা ছাড়া কিছুই দেখা যায় না। যারা এখন ক্ষমতায় আছে, একতরফা নির্বাচনের মাধ্যমে মানুষের ভোট ছাড়া তারা আবারও ক্ষমতায় থাকত চায়। তিনি বলেন, দেশের শাসকরা যখন রঙ্গ-তামাশা করে, তখন বাকিদের আর কী অবস্থা হবে। লুটপাট, ভোট ডাকাতি হচ্ছে এই সরকারের একমাত্র কাজ। এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ভোট ডাকাতি করতে চায়, তাই করছে গত তিনটি নির্বাচনে।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিজয় নগর আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ঘুরে আবার বিজয় নগর এসে শেষ হয়। মিছিলে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুল হক নুর বলেন, পাক হানাদার বাহিনীর মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে নিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। সারাদেশের কারাগারগুলো বিরোধী দলের নেতাকর্মীতে ভরে গেছে।
বেলা ১২টার দিকে বিজয় নগর পানির ট্যাংকির সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে ১২ দলীয় জোট। মিছিল শেষে বক্তারা বলেন, বিএনপিসহ বিরোধীদলের কার্যালয়গুলোকে অবরুদ্ধ রেখে আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচনী সার্কাস চলছে। ফ্যাসিবাদী সরকারের আরেকটি পাতানো নির্বাচনের জন্য আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আর সেই অনুযায়ী প্রশাসন কাজ করে যাচ্ছে।
এছাড়া হরতালের সমর্থনে একই স্থান পল্টন থেকে মিছিল বের করে অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি। আর বিজয় নগর থেকে মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোট।
হরতালের সমর্থনে রাজধানীতে জামায়াতের মিছিল-পিকেটিং
হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে জামায়তে ইসলামীর নেতাকর্মীরা। মতিঝিল এলাকায় মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. মু. আবদুল মান্নানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মার, গিয়াস উদ্দিন, নুর উদ্দিন ও মুতাসিম বিল্লাহসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন বলেছেন, দেশে আবারও আরেকটি প্রহসনের নির্বাচন করার পাঁয়তারা করছে সরকার। আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রহসনের তফসিল ঘোষণা করেছে। ইতোমধ্যেই জনগণ তা প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, অবিলম্বে এই তফসিল বাতিল করুন। একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করুন। পুনরায় নতুন তফসিল ঘোষণা করুন। না হলে জনগণ যেভাবে জেগে উঠেছে, যেভাবে গণরোষ তৈরি হয়েছে, এই গণরোষে ভেসে যাবেন।
যাত্রাবাড়ী ধোলাইপাড় মোড় এলাকায় মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াত নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য এম এ রহিম, এস বিল্ললাহ, নওশেদ ফারুক, মহিউদ্দিন, মতিউর রহমানসহ অন্য নেতাকর্মীরা।
এছাড়া ডেমরায় মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আবু জয়নব, হেলাল উদ্দীন, আবুল বাসার, মোজাফফর হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার তমিজ উদ্দীন, জসিম উদ্দীন, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের নেতা সৌরভ, রাকিব ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা জাহাঙ্গীর আলমসহ জামায়াতের স্থানীয় নেতারা। মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে সকালে বাসাবো বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যরা।
হাজারীবাগ এলাকায়ও মিছিল ও পিকেটিং করেছে জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরনবী মানিকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য শহিদুল ইসলাম সোহেল, মুজিবুর রহমান খান ও শ্রমিক নেতা সাইফুল ইসলাম।
রোববার, ১৯ নভেম্বর ২০২৩
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার ঢিলেঢালা হরতাল চলছে। রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল আগামীকাল ভোর ৬টা পর্যন্ত চলবে। বিএনপির এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে পৃথকভাবে হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণ অধিকার পরিষদ, লেবার পার্টি ও এলডিপি। হরতালে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন এ হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে বিএনপির সংবাদ বিবৃতিতে।
রোববার ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাজধানীর সড়কে গণপরিবহন চলাচল করলেও স্বাভাবিকের তুলনায় খুবই কম। সিগন্যালগুলোতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেলেও যানবাহনের চাপ ছিল খুব কম। সড়কে যানবাহন কম কিন্তু অফিস খোলা থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী যাত্রীদের। অবরোধের মতো হরতালের মধ্যেও আতঙ্ক আর যাত্রীসংকটের কারণে দূরপাল্লার বাস চলাচল করছে না বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। রোববার মহাখালী, সায়দাবাদ, কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতে ঘুরেও এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ভিক্টোর ক্লাসিক, তুরাগ, রাইদা, অনাবিল, প্রজাপতি, পরিস্থান, মিরপুর রোডে ইতিহাস, ডি-লিংক, সেলফি, রাজধানী, বৈশাখী, এসবি লিঙ্ক, সাভার পরিবহন, ঠিকানা পরিবহনসহ বেশ কিছু বাস সড়কে চলাচল করছে। সকালে অফিস টাইমে এসব বাস ছিল যাত্রীতে ঠাসা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব বাস প্রায় যাত্রীশূন্য হয়ে পড়ে। অতি প্রয়োজন ছাড়া জনগণ বাইরে বের না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান পরিবহন শ্রমিকরা। তবে গণপরিবহনের তুলনায় ব্যাক্তিগত ও অন্যান্য যানবাহন বেশি চলাচল করতে দেখা গেছে সড়কগুলোতে। এর মধ্যে রয়েছে, প্রাইভেট কার, মাইক্রোবাস, জীপ, ট্রাক, পিকআপ, মিনি ট্রাক, ময়লার গাড়ি, সিমেন্ট কোম্পানির গাড়ি, লরিসহ পণ্যবাহী অন্যান্য পরিবহন।
আন্তঃজেলা বাস টার্মিনালের কাউন্টারগুলোতে দেখা যায়, কিছু বাস কাউন্টার বন্ধ থাকলেও বেশিরভাগ কাউন্টারই খোলা ছিল তবে যাত্রী না থাকায় টিকেট বিক্রি হচ্ছে না। কাউন্টারে যাত্রী না থাকায় কাউন্টারগুলোতে কোনো হাঁক-ডাক দেখা যায়নি।
কাউন্টার মাস্টারদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রী না থাকার কারণে বাস ছাড়তে পারছেন না তারা। তারা বলেন, একটি বাস ছাড়তে হলে অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী লাগে, যাত্রী হলে তারা বাস ছাড়বেন। তারা আরও জানান, প্রতিদিন বাসের স্টাফ, চালকদের বেতন দিতে হয়, এছাড়া যেসব বাস ব্যাংকের লোনে কেনা তাদেরকে বাধ্যতামূলক কিস্তি দিতে হয়। ফলে তাদের অনেক ক্ষতি হচ্ছে। অবরোধ-হরতালে পরিবহন শ্রমিকদের বেশি ক্ষতি হয় বলে তারা দাবি করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল করেছে। এছাড়া সিলেট, রাজশাহী, হবিগঞ্জ, নেত্রকোনার কেন্দুয়া ও গাজীপুরের কালিয়াকৈরেও মিছিল করেছে বিএনপি। হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। সিলেটে মশাল মিছিলের পর সড়ক অবরোধ করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
নির্বাচনের তফশিল ঘোষণার প্রতিবাদে ডাকা এই হরতাল কর্মসূচি সফল করতে সাংগঠনিক জেলার দলীয় নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দিয়েছেন বিএনপি ও তাদের শরিকদলের নেতারা। শান্তিপূর্ণভাবে সতর্ক থেকে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে দলগুলো। এর আগে ২৯ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ পন্ডের পর একদিন হরতাল ও পাঁচ দফায় ১১ দিন অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা দলগুলো।
হরতালের সমর্থনে রাজধানীতে বিএনপির ঝটিকা মিছিল
দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে রাজধানীর কয়েকটি এলাকায় রোববার মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। রাজধানীর গ্রিনরোডে মিছিল করে স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে এ মিছিল হয়। ফকিরাপুলে মিছিল করে ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মারুফ এলাহী ও শ্যামল মালুম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, সহসাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান প্রমুখ। পুরান ঢাকায় মিছিল করে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল। তেজগাঁও রেলস্টেশন এলাকায় সড়কে মিছিল করেছে তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। বাড্ডা এলাকায় মিছিল করেছে মহানগর উত্তর মহিলা দল।
হরতালের সমর্থনে ৩ জোটের বিক্ষোভ মিছিল
সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে ডাকা হরতালের সমর্থনে রোববার দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী তিন জোট ও দুটি রাজনৈতিক দল। বেলা সাড়ে ১২টার দিকে হরতালের সমর্থনে মিছিল করে বিএনপির আরেক যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ। পল্টনের মেহেরবা প্লাজার সামনে থেকে শুরু হওয়া গণতন্ত্র মঞ্চের মিছিল বিজয় নগর, নাইটিঙ্গেল মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের নেতা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক জহির উদ্দিন স্বপন।
বিরোধীদলের আন্দোলনকে সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে সাইফুল হক বলেন, সরকার সারাদেশে বিরোধীদলের লাখ লাখ নেতাকর্মীকে আসামি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবিলা করে মানুষ একটা সত্য ও ন্যায়ে পথে দাঁড়িয়ে নির্বাচনের তফসিল প্রত্যাখান ও বর্জন করেছে।
জোনায়েদ সাকি বলেন, কত রঙ্গ এই দেশে, এখন দেশে রঙ্গ-তামাশা ছাড়া কিছুই দেখা যায় না। যারা এখন ক্ষমতায় আছে, একতরফা নির্বাচনের মাধ্যমে মানুষের ভোট ছাড়া তারা আবারও ক্ষমতায় থাকত চায়। তিনি বলেন, দেশের শাসকরা যখন রঙ্গ-তামাশা করে, তখন বাকিদের আর কী অবস্থা হবে। লুটপাট, ভোট ডাকাতি হচ্ছে এই সরকারের একমাত্র কাজ। এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ভোট ডাকাতি করতে চায়, তাই করছে গত তিনটি নির্বাচনে।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিজয় নগর আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ঘুরে আবার বিজয় নগর এসে শেষ হয়। মিছিলে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুল হক নুর বলেন, পাক হানাদার বাহিনীর মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে নিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। সারাদেশের কারাগারগুলো বিরোধী দলের নেতাকর্মীতে ভরে গেছে।
বেলা ১২টার দিকে বিজয় নগর পানির ট্যাংকির সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে ১২ দলীয় জোট। মিছিল শেষে বক্তারা বলেন, বিএনপিসহ বিরোধীদলের কার্যালয়গুলোকে অবরুদ্ধ রেখে আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচনী সার্কাস চলছে। ফ্যাসিবাদী সরকারের আরেকটি পাতানো নির্বাচনের জন্য আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আর সেই অনুযায়ী প্রশাসন কাজ করে যাচ্ছে।
এছাড়া হরতালের সমর্থনে একই স্থান পল্টন থেকে মিছিল বের করে অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি। আর বিজয় নগর থেকে মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোট।
হরতালের সমর্থনে রাজধানীতে জামায়াতের মিছিল-পিকেটিং
হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে জামায়তে ইসলামীর নেতাকর্মীরা। মতিঝিল এলাকায় মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. মু. আবদুল মান্নানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মার, গিয়াস উদ্দিন, নুর উদ্দিন ও মুতাসিম বিল্লাহসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন বলেছেন, দেশে আবারও আরেকটি প্রহসনের নির্বাচন করার পাঁয়তারা করছে সরকার। আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রহসনের তফসিল ঘোষণা করেছে। ইতোমধ্যেই জনগণ তা প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, অবিলম্বে এই তফসিল বাতিল করুন। একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করুন। পুনরায় নতুন তফসিল ঘোষণা করুন। না হলে জনগণ যেভাবে জেগে উঠেছে, যেভাবে গণরোষ তৈরি হয়েছে, এই গণরোষে ভেসে যাবেন।
যাত্রাবাড়ী ধোলাইপাড় মোড় এলাকায় মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াত নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য এম এ রহিম, এস বিল্ললাহ, নওশেদ ফারুক, মহিউদ্দিন, মতিউর রহমানসহ অন্য নেতাকর্মীরা।
এছাড়া ডেমরায় মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আবু জয়নব, হেলাল উদ্দীন, আবুল বাসার, মোজাফফর হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার তমিজ উদ্দীন, জসিম উদ্দীন, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের নেতা সৌরভ, রাকিব ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা জাহাঙ্গীর আলমসহ জামায়াতের স্থানীয় নেতারা। মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে সকালে বাসাবো বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যরা।
হাজারীবাগ এলাকায়ও মিছিল ও পিকেটিং করেছে জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরনবী মানিকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য শহিদুল ইসলাম সোহেল, মুজিবুর রহমান খান ও শ্রমিক নেতা সাইফুল ইসলাম।