alt

রাজনীতি

মনোনয়নপত্র কিনলেন সাদিক, পঙ্কজের আসনে নিলেন শাম্মী

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ১৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিটি করপোরেশনের সদ্যবিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল-৪ পঙ্কজ নাথের

আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ।

রবিবার (১৯ নভেম্বর) মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন দুই নেতার পক্ষে তাদের সমর্থকরা তা সংগ্রহ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার।

তিনি জানান, শনিবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। রোববার বিকাল ৫টা পর্যন্ত বিক্রি হয়। বরিশাল বিভাগের ২১ আসনে ১৬৫ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

বরিশাল বিভাগে ২১ সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বরিশালে ছয়টি, ভোলায় চারটি, পটুয়াখালীতে চারটি, বরগুনায় তিনটি, পিরোজপুরে তিনটি ও ঝালকাঠিতে দুটি করে আসন।

বলরাম পোদ্দার আরও জানান, প্রথম দিনে ৭৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দ্বিতীয় দিনে ৯০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বরিশালের প্রভাবশালী রাজনীতিবিদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিগত নির্বাচনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরে মেয়র হন সাদিকের আপন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ, যিনি খোকন সেরনিয়াবাত নামে পরিচিত।

বেশ কিছুদিন ধরেই বরিশাল নগরীতে জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে দেখতে চেয়ে পোস্টারিং করা হয়। মেয়র হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষের মাত্র পাঁচদিন আগে ৯ নভেম্বর তিনি পদ থেকে পদত্যাগ করেন। আগে থেকেই সাদিক আব্দুল্লাহর প্রার্থী হওয়ার বিষয়টি বরিশাল সদরের রাজনীতিতে বেশ জোরেসোরেই চলছিল।

এর মধ্যেই রোববার তিনি বরিশাল-৫ (সদর) আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন সাদিক আব্দুল্লাহ। এই আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক সেনা সদস্য জাহিদ ফারুক শামীম। তিনিও মনোনয়নপত্র কিনেছেন। দুই নেতার অনুসারীদের মধ্যে বিরোধ বরিশাল নগরীর রাজনীতিতে প্রকাশ্য ব্যাপারই।

২০২১ সালের অগাস্টে বরিশাল উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের পোস্টার রাতের বেলায় ছেড়াকে কেন্দ্র করে তৎকালীন ইউএনও মুনিবুর রহমানের সঙ্গে মেয়র সাদিক আব্দুল্লাহর দ্বন্দ্ব হয়। ওই সময় ছাত্র ও যুবলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাও ঘটে।

সাদিক আব্দুল্লাহর চাচা খোকন সেরনিয়াবাত মনোনয়ন নিয়ে আসার পর জাহিদ ফারুক শামীমের সমর্থকদের তার পাশে দাঁড়াতে দেখা গেছে। খোকন সেরনিয়াবাদ ও জাহিদ ফারুক শামীম একসঙ্গে অনুষ্ঠানেও অংশ নিতে দেখা গেছে।

এই অবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ বরিশাল সদরে কে নৌকার মনোনয়ন পাচ্ছেন সেই ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা।

তবে এই দুই নেতার বাইরে এই আসন থেকে আরও যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হলেন- মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (এসপি মাহবুব), মো. মশিউর রহমান খান, মোহাম্মদ আরিফ হোসেন (আরিফিন মোল্লা), অ্যাডভোকেট মোর্শেদা বেগম, সালাউদ্দিন রিপন, সাইদুর রহমান রিন্টু, এস এম জাকির হোসেন।

এদিকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি পাওয়া বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের আসনে প্রথমবারের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ।

দীর্ঘদিন ধরেই দলীয় রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছেন মেহেন্দিগঞ্জ-হিজলার দুইবারের সংসদ সদস্য পঙ্কজ। এর মধ্যে জাতীয় নির্বাচনে আগে অক্টোবরের মাঝামাঝি এক অনুষ্ঠানে প্রতিপক্ষের নেতারা পঙ্কজের বিরুদ্ধে ‘দলীয় বিভক্তি ও নেতাকর্মীদের নির্যাতনের’ অভিযোগ এনে, এই আসনে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদকে মনোনয়নের দাবি জানিয়েছিলেন।

এর দুদিন বাদেই বুধবার পঙ্কজ দেবনাথ মেহেন্দিগঞ্জে এক অনুষ্ঠানে শাম্মী আহম্মেদের বাবা সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন আহম্মেদকে নিয়ে নানা মন্তব্য করেন; যার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়েছে।

কেন্দ্রীয় নেতা হলেও মাঠের নির্বাচনী রাজনীতিতে শাম্মী আহম্মেদ বিগত দিনে ততটা সক্রিয় ছিলেন না। কিন্তু নির্বাচনের আগ থেকে মেহেন্দীগঞ্জ ও হিজলা দুই উপজেলাতেই তিনি সময় দিচ্ছেন। রাজনীতিবিদ বাবার পরিচিত তাকে মাঠ রাজনীতিতে সুবিধা দিচ্ছে বলেও তার অনুসারীরা জানিয়েছেন।

শাম্মী আহম্মেদসহ আরও কয়েকজন রাজনীতিবিদ বরিশাল-৪ আসন থেকে মনোনয়নপত্র কিনলেও সংসদ সদস্য পঙ্কজ নাথ এখনও সংগ্রহ করেননি। তবে মেহেন্দিগঞ্জে পঙ্কজের অনুসারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।

এই আসনে আরও যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- হেমায়েতউদ্দিন খান, আফজালুল করিম, মেজর (অব.) নাসির উদ্দিন খান।

বরিশাল-১ আসনে কেউ মনোনয়নপত্র নেননি

বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের বর্তমান সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। তিনি এই আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে সাংবাদিকদের কাছে মনোনয়নপত্র বিক্রির যে তালিকা পাঠানো হয়েছে তাতে দেখা যাচ্ছে বরিশাল-১ আসনে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন, “এই আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। এখনও সময় আছে। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বরিশাল-২ আসনে। উজিরপুর-বানারীপাড়া আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১১ জন।

তারা হলেন- আবুল হাকিম সন্যামত, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান খান, সৈয়দা রুবিনা মীরা, মনিরুল ইসলাম, মো. শাহে আলম, সুভাষ চন্দ্র হালদার, তালুকদার মো. ইউনুস, মুহাম্মদ আনিসুর রহমান, গোলাম ফারুক, এম মোয়াজ্জেম হোসেন।

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- ড. মোহাম্মদ আমিনুল হক কবির, মো. শাফায়েত হোসেন, মিজানুর রহমান, আতিকুর রহমান, মোহাম্মদ সাইফুল আলম, আসাদুল হক, কাজী ইমদাদুল হক, সিরাজ উদ্দীন আহমেদ।

বরিশাল-৬ আসন থেকে খান আলতাফ হোসেন ভুলু, রাজিব আহম্মেদ তালুকদার, আব্দুল হাফিজ মল্লিক, মোহাম্মদ শামসুল আলম, শাহনাজ পারভীন রানী, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, লোকমান হোসেন ডাকুয়া।

ছবি

ত্বাদশ সংষদ নির্বাচন : নরসিংদী - ২ আসনে আলতামাশ কবিরসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ন

ছবি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দলের নেতাদের

ছবি

আচরণবিধি লঙ্ঘন, বিএনএম প্রার্থী নেওয়াজ মোরশেদক কারণ দর্শানোর নোটিশ

ছবি

নির্বাচন কমিশনার ‘আধা-রোবট’ : রিজভী

ছবি

নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আ.লীগ উদ্বিগ্ন নয় : কাদের

ছবি

ভিন্ন ব্যানারে মাঠে নামতে চাইছে বিএনপি

ছবি

আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের সমাবেশে বিএনপি নেতা বন্দুক হাতে

ছবি

দ্বৈত নাগরিকত্ব থাকায় নৌকার শাম্মীর মনোনয়নপত্র বাতিল, পংকজের বৈধ

ছবি

নোয়াখালীর পর লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারার মান্নানের মনোনয়নপত্র বাতিল

ছবি

আবারও দুইদিনের অবরোধের ঘোষণা বিএনপির

ছবি

মাগুরা-১: বছরে সাড়ে ৫ কোটি টাকা আয় দেখিয়েছেন সাকিব

ছবি

ঢাকা-১০ আসন : ফেরদৌস পেলেন কেবল দুই প্রতিদ্বন্দ্বী

ছবি

মির্জা ফখরুলের জামিন আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার

ছবি

সোনারগাঁয়ে ঋণখেলাপির জামিনদাতা দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

ছবি

সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষনেতাদের বৈঠক

ছবি

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

ছবি

জাতীয় পার্টি সাবালক হয়েছে, নিজেদের শক্তিতেই নির্বাচন করবো: মহাসচিব

ছবি

অনেকের মনোনয়ন বাতিল, আপিলের সুযোগ আছে

বিএনপির নবম দফা অবরোধ চলছে

জাপার সঙ্গে আসন সমঝোতা : ওবায়দুল কাদেরের দুই ইঙ্গিত

নির্বাচন হচ্ছে আল্লাহর হুকুমে : হাইকোর্ট

আসন বণ্টন : ‘আশা নিয়ে’ গণভবনে যাচ্ছে ১৪ দল

ছবি

সিলেট-২ আসনের এমপি মোকাব্বিরের মনোনয়ন বাতিল

ছবি

চট্টগ্রামে আসন সংখ্যা ৮: মনোনয়ন বাতিল ১৮ প্রার্থীর

ছবি

সৈয়দ শাফায়েতুল ইসলাম, আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল

ছবি

বরিশালে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল,স্থগিত পঙ্কজ-শাম্মী-সাদিক

ছবি

নোয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের কিরণ ও বিকল্পধারার মান্নানের মনোনয়ন বাতিল

ছবি

শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ, এমপি হারুনের মনোনয়নপত্র বাতিল

কক্সবাজার ১ আসনে নৌকার প্রার্থী সালাহউদ্দিন আহমেদসহ ৫ জনের মনোনয়ন পত্র বাতিল

ছবি

জাপার কো-চেয়ারম্যান রুহুল আমিনের মনোনয়নপত্র স্থগিত

ছবি

স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত হয়নি : কাদের

সখীপুরে পদ হারালেন বিএনপির সভাপতি নাসির

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ছবি

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল

ছবি

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন

ছবি

শেখ হাসিনার নেতৃত্ব সারাবিশ্বেই সমাদৃত: স্পিকার

tab

রাজনীতি

মনোনয়নপত্র কিনলেন সাদিক, পঙ্কজের আসনে নিলেন শাম্মী

সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ১৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিটি করপোরেশনের সদ্যবিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল-৪ পঙ্কজ নাথের

আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ।

রবিবার (১৯ নভেম্বর) মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন দুই নেতার পক্ষে তাদের সমর্থকরা তা সংগ্রহ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার।

তিনি জানান, শনিবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। রোববার বিকাল ৫টা পর্যন্ত বিক্রি হয়। বরিশাল বিভাগের ২১ আসনে ১৬৫ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

বরিশাল বিভাগে ২১ সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বরিশালে ছয়টি, ভোলায় চারটি, পটুয়াখালীতে চারটি, বরগুনায় তিনটি, পিরোজপুরে তিনটি ও ঝালকাঠিতে দুটি করে আসন।

বলরাম পোদ্দার আরও জানান, প্রথম দিনে ৭৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দ্বিতীয় দিনে ৯০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বরিশালের প্রভাবশালী রাজনীতিবিদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিগত নির্বাচনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরে মেয়র হন সাদিকের আপন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ, যিনি খোকন সেরনিয়াবাত নামে পরিচিত।

বেশ কিছুদিন ধরেই বরিশাল নগরীতে জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে দেখতে চেয়ে পোস্টারিং করা হয়। মেয়র হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষের মাত্র পাঁচদিন আগে ৯ নভেম্বর তিনি পদ থেকে পদত্যাগ করেন। আগে থেকেই সাদিক আব্দুল্লাহর প্রার্থী হওয়ার বিষয়টি বরিশাল সদরের রাজনীতিতে বেশ জোরেসোরেই চলছিল।

এর মধ্যেই রোববার তিনি বরিশাল-৫ (সদর) আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন সাদিক আব্দুল্লাহ। এই আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক সেনা সদস্য জাহিদ ফারুক শামীম। তিনিও মনোনয়নপত্র কিনেছেন। দুই নেতার অনুসারীদের মধ্যে বিরোধ বরিশাল নগরীর রাজনীতিতে প্রকাশ্য ব্যাপারই।

২০২১ সালের অগাস্টে বরিশাল উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের পোস্টার রাতের বেলায় ছেড়াকে কেন্দ্র করে তৎকালীন ইউএনও মুনিবুর রহমানের সঙ্গে মেয়র সাদিক আব্দুল্লাহর দ্বন্দ্ব হয়। ওই সময় ছাত্র ও যুবলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাও ঘটে।

সাদিক আব্দুল্লাহর চাচা খোকন সেরনিয়াবাত মনোনয়ন নিয়ে আসার পর জাহিদ ফারুক শামীমের সমর্থকদের তার পাশে দাঁড়াতে দেখা গেছে। খোকন সেরনিয়াবাদ ও জাহিদ ফারুক শামীম একসঙ্গে অনুষ্ঠানেও অংশ নিতে দেখা গেছে।

এই অবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ বরিশাল সদরে কে নৌকার মনোনয়ন পাচ্ছেন সেই ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা।

তবে এই দুই নেতার বাইরে এই আসন থেকে আরও যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হলেন- মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (এসপি মাহবুব), মো. মশিউর রহমান খান, মোহাম্মদ আরিফ হোসেন (আরিফিন মোল্লা), অ্যাডভোকেট মোর্শেদা বেগম, সালাউদ্দিন রিপন, সাইদুর রহমান রিন্টু, এস এম জাকির হোসেন।

এদিকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি পাওয়া বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের আসনে প্রথমবারের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ।

দীর্ঘদিন ধরেই দলীয় রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছেন মেহেন্দিগঞ্জ-হিজলার দুইবারের সংসদ সদস্য পঙ্কজ। এর মধ্যে জাতীয় নির্বাচনে আগে অক্টোবরের মাঝামাঝি এক অনুষ্ঠানে প্রতিপক্ষের নেতারা পঙ্কজের বিরুদ্ধে ‘দলীয় বিভক্তি ও নেতাকর্মীদের নির্যাতনের’ অভিযোগ এনে, এই আসনে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদকে মনোনয়নের দাবি জানিয়েছিলেন।

এর দুদিন বাদেই বুধবার পঙ্কজ দেবনাথ মেহেন্দিগঞ্জে এক অনুষ্ঠানে শাম্মী আহম্মেদের বাবা সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন আহম্মেদকে নিয়ে নানা মন্তব্য করেন; যার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়েছে।

কেন্দ্রীয় নেতা হলেও মাঠের নির্বাচনী রাজনীতিতে শাম্মী আহম্মেদ বিগত দিনে ততটা সক্রিয় ছিলেন না। কিন্তু নির্বাচনের আগ থেকে মেহেন্দীগঞ্জ ও হিজলা দুই উপজেলাতেই তিনি সময় দিচ্ছেন। রাজনীতিবিদ বাবার পরিচিত তাকে মাঠ রাজনীতিতে সুবিধা দিচ্ছে বলেও তার অনুসারীরা জানিয়েছেন।

শাম্মী আহম্মেদসহ আরও কয়েকজন রাজনীতিবিদ বরিশাল-৪ আসন থেকে মনোনয়নপত্র কিনলেও সংসদ সদস্য পঙ্কজ নাথ এখনও সংগ্রহ করেননি। তবে মেহেন্দিগঞ্জে পঙ্কজের অনুসারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।

এই আসনে আরও যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- হেমায়েতউদ্দিন খান, আফজালুল করিম, মেজর (অব.) নাসির উদ্দিন খান।

বরিশাল-১ আসনে কেউ মনোনয়নপত্র নেননি

বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের বর্তমান সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। তিনি এই আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে সাংবাদিকদের কাছে মনোনয়নপত্র বিক্রির যে তালিকা পাঠানো হয়েছে তাতে দেখা যাচ্ছে বরিশাল-১ আসনে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন, “এই আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। এখনও সময় আছে। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বরিশাল-২ আসনে। উজিরপুর-বানারীপাড়া আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১১ জন।

তারা হলেন- আবুল হাকিম সন্যামত, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান খান, সৈয়দা রুবিনা মীরা, মনিরুল ইসলাম, মো. শাহে আলম, সুভাষ চন্দ্র হালদার, তালুকদার মো. ইউনুস, মুহাম্মদ আনিসুর রহমান, গোলাম ফারুক, এম মোয়াজ্জেম হোসেন।

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- ড. মোহাম্মদ আমিনুল হক কবির, মো. শাফায়েত হোসেন, মিজানুর রহমান, আতিকুর রহমান, মোহাম্মদ সাইফুল আলম, আসাদুল হক, কাজী ইমদাদুল হক, সিরাজ উদ্দীন আহমেদ।

বরিশাল-৬ আসন থেকে খান আলতাফ হোসেন ভুলু, রাজিব আহম্মেদ তালুকদার, আব্দুল হাফিজ মল্লিক, মোহাম্মদ শামসুল আলম, শাহনাজ পারভীন রানী, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, লোকমান হোসেন ডাকুয়া।

back to top