রায়পুরায় রাজি উদ্দিন আহমেদ রাজু
‘দীর্ঘদিন যাবত রাজনীতি করে আসছি আর চাওয়া পাওয়ার কিছুই নেই। রায়পুরায় ১৯৯৬ সালে দেড় কিলোমিটার পাকা রাস্তা ছিলো। এখন পর্যন্ত রাস্তা ঘাটসহ অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। আগামীতে অসমাপ্ত কাজগুলো করতে চাই। দল চাইলে ডামি প্রার্থী হতে পারে, তবে আমার পছন্দের একজন । বিদ্রোহী প্রার্থী হতে পারবে না, যদি তারা সবাই মিলে আমার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করায়। তাদের ওজনটা এবার মেপে দেখুক। আমি ৫০ বছর ধরে রাজনীতিতে আছি থাকবো। আশাকরি আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন।’ নরসিংদী-৫ (রায়পুরা) আসনে সপ্তমবারের মত নৌকার মাঝি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ রাজি উদ্দিন আহমেদ রাজু আওয়ামী দলীয় নৌকার মনোনয়ন পাওয়ার পর তার নিজ এলাকায় আসার পর এ কথা বলেন। তার আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পোস্টার ব্যানারে স্লোগানে বাঁধ ভাঙা আনন্দ মিছিল করে তাকে বরণ করে নেন।
গত বুধবার বিকেলে নরসিংদী রায়পুরা আঞ্চলিক সড়কে নরসিংদী সদর থেকে রায়পুরা উপজেলা পরিষদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন।
রায়পুরায় রাজি উদ্দিন আহমেদ রাজু
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
‘দীর্ঘদিন যাবত রাজনীতি করে আসছি আর চাওয়া পাওয়ার কিছুই নেই। রায়পুরায় ১৯৯৬ সালে দেড় কিলোমিটার পাকা রাস্তা ছিলো। এখন পর্যন্ত রাস্তা ঘাটসহ অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। আগামীতে অসমাপ্ত কাজগুলো করতে চাই। দল চাইলে ডামি প্রার্থী হতে পারে, তবে আমার পছন্দের একজন । বিদ্রোহী প্রার্থী হতে পারবে না, যদি তারা সবাই মিলে আমার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করায়। তাদের ওজনটা এবার মেপে দেখুক। আমি ৫০ বছর ধরে রাজনীতিতে আছি থাকবো। আশাকরি আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন।’ নরসিংদী-৫ (রায়পুরা) আসনে সপ্তমবারের মত নৌকার মাঝি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ রাজি উদ্দিন আহমেদ রাজু আওয়ামী দলীয় নৌকার মনোনয়ন পাওয়ার পর তার নিজ এলাকায় আসার পর এ কথা বলেন। তার আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পোস্টার ব্যানারে স্লোগানে বাঁধ ভাঙা আনন্দ মিছিল করে তাকে বরণ করে নেন।
গত বুধবার বিকেলে নরসিংদী রায়পুরা আঞ্চলিক সড়কে নরসিংদী সদর থেকে রায়পুরা উপজেলা পরিষদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন।