বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস একজন কূটনীতিবিদ হিসেবে তার ‘আচরণের সীমা মেনে চলবেন’ বলে আশা করছে সরকার। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের এই প্রত্যাশা তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের তৎপরতা দেশে-বিদেশে নজর কেড়েছে। নির্বাচনকালীন সরকার পদ্ধতি কি হবে, তা নিয়ে বড় দুই দলের পল্টাপাল্টি অবস্থানের এক পর্যায়ে নির্বাচন কমিশন (ইসি), রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট নানা সংগঠনের সঙ্গে এসব দেশের কূটনীতিকরা বেশকয়েকবার বৈঠক করেছেন।
নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ করতে সম্প্রতি আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে বিনাশর্তে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পিটার হাস।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায় আওয়ামী লীগ। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে তার আচরণের সীমা মেনে চলবেন, এটা আশা করে সরকার।’
নির্বাচনী তফসিল ঘোষণার পর জানা যায়, ঢাকা ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গত সোমবার সংবাদমাধ্যমে খবর আসে, কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইতোমধ্যে ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, সার্ক ও ওয়াইসিসহ বিশ্বের ৩৮ দেশ ও সংস্থাকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এর বাইরে বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের জন্য ইসির কাছে আবেদন জানিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র, কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। এ পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে।’
আবার গত তিনটি জাতীয় নির্বাচনের মতো এবারও জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত জানিয়েছে আওয়ামী লীগ। তবে সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে নৌকার প্রার্থী ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে দলটি। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হয়েছে। তবে জোটের সঙ্গে আসন বণ্টন করেনি আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হচ্ছে, জোটভুক্ত দলগুলোর সঙ্গে সমঝোতার পর আসন সমন্বয় করা হবে।
ক্রেন দিয়ে টেনে তোলা যাবে না, এমন প্রার্থী কেন দেব?
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জোটের আসন নিয়ে শরিকদের ‘হতাশ করবে না’। তিনি বলেন, ‘নির্বাচন যারা করবে, তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে। জোটের মধ্যে কোনো আসন ভাগাভাগির বিষয় নিয়ে এখনও সময় আছে। আগে মনোনয়নপত্র জমা দিক। এখানে বিভ্রান্তির কিছু নেই। ইলেকটেবল নয়, এমন প্রার্থী আমরা মনোনয়ন কেন দেব? যাকে টেনে তোলা যাবে না, ক্রেন দিয়ে তোলা যাবে না, এরকম ক্যান্ডিডেট আমরা কেন দিতে যাব?’
ওবায়দুল কাদের বলেন, এখনও আসন বণ্টন না করায় জোটে বিভ্রান্তি তৈরি হয়েছে কিনা, তা তিনি জানেন না।
সেতুমন্ত্রী বলেন, ‘আমি যেটা বলি, মনোনয়নপত্র জমা দিন, ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। এই সময়ে জোটের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট, কোনো প্রকার নিজেদের মধ্যে আসন বণ্টনের সুযোগ আছে যথেষ্ট। জোট তো আমরা ভেঙে দিইনি, জোট আছে।’
সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। বিশেষ করে নারী ভোটারদের মধ্য জাগরণ দেখা যাচ্ছে। আগামী নির্বাচন ভোটারবিহীন হবে না।’
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস একজন কূটনীতিবিদ হিসেবে তার ‘আচরণের সীমা মেনে চলবেন’ বলে আশা করছে সরকার। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের এই প্রত্যাশা তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের তৎপরতা দেশে-বিদেশে নজর কেড়েছে। নির্বাচনকালীন সরকার পদ্ধতি কি হবে, তা নিয়ে বড় দুই দলের পল্টাপাল্টি অবস্থানের এক পর্যায়ে নির্বাচন কমিশন (ইসি), রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট নানা সংগঠনের সঙ্গে এসব দেশের কূটনীতিকরা বেশকয়েকবার বৈঠক করেছেন।
নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ করতে সম্প্রতি আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে বিনাশর্তে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পিটার হাস।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায় আওয়ামী লীগ। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে তার আচরণের সীমা মেনে চলবেন, এটা আশা করে সরকার।’
নির্বাচনী তফসিল ঘোষণার পর জানা যায়, ঢাকা ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গত সোমবার সংবাদমাধ্যমে খবর আসে, কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইতোমধ্যে ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, সার্ক ও ওয়াইসিসহ বিশ্বের ৩৮ দেশ ও সংস্থাকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এর বাইরে বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের জন্য ইসির কাছে আবেদন জানিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র, কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। এ পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে।’
আবার গত তিনটি জাতীয় নির্বাচনের মতো এবারও জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত জানিয়েছে আওয়ামী লীগ। তবে সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে নৌকার প্রার্থী ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে দলটি। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হয়েছে। তবে জোটের সঙ্গে আসন বণ্টন করেনি আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হচ্ছে, জোটভুক্ত দলগুলোর সঙ্গে সমঝোতার পর আসন সমন্বয় করা হবে।
ক্রেন দিয়ে টেনে তোলা যাবে না, এমন প্রার্থী কেন দেব?
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জোটের আসন নিয়ে শরিকদের ‘হতাশ করবে না’। তিনি বলেন, ‘নির্বাচন যারা করবে, তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে। জোটের মধ্যে কোনো আসন ভাগাভাগির বিষয় নিয়ে এখনও সময় আছে। আগে মনোনয়নপত্র জমা দিক। এখানে বিভ্রান্তির কিছু নেই। ইলেকটেবল নয়, এমন প্রার্থী আমরা মনোনয়ন কেন দেব? যাকে টেনে তোলা যাবে না, ক্রেন দিয়ে তোলা যাবে না, এরকম ক্যান্ডিডেট আমরা কেন দিতে যাব?’
ওবায়দুল কাদের বলেন, এখনও আসন বণ্টন না করায় জোটে বিভ্রান্তি তৈরি হয়েছে কিনা, তা তিনি জানেন না।
সেতুমন্ত্রী বলেন, ‘আমি যেটা বলি, মনোনয়নপত্র জমা দিন, ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। এই সময়ে জোটের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট, কোনো প্রকার নিজেদের মধ্যে আসন বণ্টনের সুযোগ আছে যথেষ্ট। জোট তো আমরা ভেঙে দিইনি, জোট আছে।’
সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। বিশেষ করে নারী ভোটারদের মধ্য জাগরণ দেখা যাচ্ছে। আগামী নির্বাচন ভোটারবিহীন হবে না।’
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।