ময়মনসিংহ-৬ আসন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় দুই বছর পর ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়েছেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও এবারের আওয়ামী লীগ মনোননীত প্রার্থী এডভোকেট মোসলেম উদ্দিন। দুই বছর আগে এ উপজেলার আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত হলে নতুন কমিটিতে সংসদ সদস্য মোসলেম উদ্দিনের ছেলে ইমদাদুল হক সেলিমকে সভাপতি করে কমিটি ঘোষণা করা হলে পিতা পুত্রের দ্বন্দ্ব শুরু হয়। এর পর থেকে এ সংসদস সদস্য স্থানীয় আওয়ামী লীগের কর্মকান্ড থেকে বিরত থাকেন। তার যের ধরে শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দ্বন্দ্ব আরও প্রকট হয়। এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে সংসদ সদস্য, তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও মেয়ে প্রবাসী আওয়ামী লীগ নেতা সেলিমা বেগম সালমা দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। কিন্তু দল থেকে বর্তমান সংসদ সদস্য মোসলেম উদ্দিনকেই দলীয় মনোনয়ন প্রদান করা হয়। পরে এ আসন থেকে বাবার মনোনয়ন পাওয়ায় পর ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম মনোনয়ন পত্র প্রত্যাহার করেন কিন্তু মেয়ে সেলিমা বেগম সালমা স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র দাখিল করে এলাকায় নিজেদের পক্ষে ভোট চাওয়া শুরু করেন। পরবর্তীতে যাচাই বাঁছাইয়ে মেয়ে সেলিমা বেগম সালমার মনোনয় পত্র এক শতাংশ ভোটারের সমর্থন না থাকায় বাতিল হয়ে যায়। কিন্তু পরবর্তীতে তিনি আবার মনোনয়ন ফিরে পেতে আপিল করেন। আপিল করে যদি তিনি মনোনয়ন ফিরে পান তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাবার প্রতিপক্ষ হিসেবে মেয়ে ভোটের মাঠে থাকবেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমােলোচন রয়েছে। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেকও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। একদিকে উপজেলা চেয়ারম্যান অন্যদিকে আপিল থেকে মনোনয় থেকে মনোনয়ন ফিওে পেলে মেয়ে ভোটের মাঠে প্রতিদন্ধী হিসেবে থাকেবে। তবে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মোসলিম উদ্দিন তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে মিলে দুই বছর পর ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদেও ইপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। নৌকার প্রার্থী মোসলেম উদ্দিনকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের সবাই নেতাকর্মী এক সঙ্গে কাজ করছে। আমাদের পারিবারিক বা দলীয় কোন দ্বন্দ্ব নেই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোসলেম উদ্দিনের নির্বাচন পরিচালনায় বুধবার এই বিশেষ বর্ধিত সভা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সংসদ সদস্যের ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এ সভায় বাবা সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মোসলেম উদ্দিন উপস্থিত হন।
ময়মনসিংহ-৬ আসন
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় দুই বছর পর ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়েছেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও এবারের আওয়ামী লীগ মনোননীত প্রার্থী এডভোকেট মোসলেম উদ্দিন। দুই বছর আগে এ উপজেলার আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত হলে নতুন কমিটিতে সংসদ সদস্য মোসলেম উদ্দিনের ছেলে ইমদাদুল হক সেলিমকে সভাপতি করে কমিটি ঘোষণা করা হলে পিতা পুত্রের দ্বন্দ্ব শুরু হয়। এর পর থেকে এ সংসদস সদস্য স্থানীয় আওয়ামী লীগের কর্মকান্ড থেকে বিরত থাকেন। তার যের ধরে শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দ্বন্দ্ব আরও প্রকট হয়। এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে সংসদ সদস্য, তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও মেয়ে প্রবাসী আওয়ামী লীগ নেতা সেলিমা বেগম সালমা দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। কিন্তু দল থেকে বর্তমান সংসদ সদস্য মোসলেম উদ্দিনকেই দলীয় মনোনয়ন প্রদান করা হয়। পরে এ আসন থেকে বাবার মনোনয়ন পাওয়ায় পর ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম মনোনয়ন পত্র প্রত্যাহার করেন কিন্তু মেয়ে সেলিমা বেগম সালমা স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র দাখিল করে এলাকায় নিজেদের পক্ষে ভোট চাওয়া শুরু করেন। পরবর্তীতে যাচাই বাঁছাইয়ে মেয়ে সেলিমা বেগম সালমার মনোনয় পত্র এক শতাংশ ভোটারের সমর্থন না থাকায় বাতিল হয়ে যায়। কিন্তু পরবর্তীতে তিনি আবার মনোনয়ন ফিরে পেতে আপিল করেন। আপিল করে যদি তিনি মনোনয়ন ফিরে পান তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাবার প্রতিপক্ষ হিসেবে মেয়ে ভোটের মাঠে থাকবেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমােলোচন রয়েছে। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেকও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। একদিকে উপজেলা চেয়ারম্যান অন্যদিকে আপিল থেকে মনোনয় থেকে মনোনয়ন ফিওে পেলে মেয়ে ভোটের মাঠে প্রতিদন্ধী হিসেবে থাকেবে। তবে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মোসলিম উদ্দিন তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে মিলে দুই বছর পর ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদেও ইপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। নৌকার প্রার্থী মোসলেম উদ্দিনকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের সবাই নেতাকর্মী এক সঙ্গে কাজ করছে। আমাদের পারিবারিক বা দলীয় কোন দ্বন্দ্ব নেই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোসলেম উদ্দিনের নির্বাচন পরিচালনায় বুধবার এই বিশেষ বর্ধিত সভা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সংসদ সদস্যের ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এ সভায় বাবা সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মোসলেম উদ্দিন উপস্থিত হন।