ইসির আপিল শুনানি
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন। রোববার (১০ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে ইসির যুগ্ম সচিব মাহবুবার রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শুনানির প্রথম দিনে ৯৪টি প্রার্থিতার আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এদের মধ্যে ৫৬ জনের প্রার্থিতা ফিরে পেয়েছে। এছাড়া ৩২ প্রার্থীর আবেদন নামঞ্জুর এবং ছয়জনের আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।
শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়া উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে রয়েছেন, ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান, পাবনা-২ আসনের বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী, নেত্রকোণা-৫ স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান, মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহী বি চৌধুরী, নেত্রকোনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেন, বগুড়া -৪ আসনের কংগ্রেস পার্টির প্রার্থী হিরো আলম, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী মো. নজরুল ইসলাম, মাদারীপুর-২ আসনের ইউসুফ আলী সুমন, যশোর-৩ আসনের মো. মহিদুল ইসলাম, যশোর-৫ আসনের মো. হাবিবুর রহমান, ঢাকা-৫ আসনের মো. কামরুল হাসান, চট্টগ্রাম-১ আসনের মোহাম্মদ গিয়াস উদ্দিন, যশোর-৫ আসনের শেখ নুরুজ্জামান, মুন্সিগঞ্জ-২ আসনের মো. বাছু শেখ, যশোর-৩ আসনের মোহিত কুমার নাথ, খুলনা-৪ আসনের এস, এম, মোর্ত্তজা রশিদী দারা, যশোর-৬ আসনের হোসাইন মোহাম্মদ ইসলাম, ঢাকা-১২ আসনের খোরশেদ আলম খুশু, টাঙ্গাইল-৬ আসনের কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল, রংপুর-২ আসনের মো. জিল্লুর রহমান, কুষ্টিয়া-১ মহাঃ ফিরোজ আল মামুন প্রার্থীতা ফিরে পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা শেষ হয়েছে শনিবার। গত ৫ ডিসেম্বর আপিল আবেদন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৬১টি জমা পড়েছে। প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিন ৯৩ জন এবং শনিবার ১৩০ জন আপিল আবেদন করেন। এসব আপিল আবেদনের মধ্যে ৩২টি আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।
ইসির ঘোষিত তফশিল অনুযায়ী, আপিল শুনানি কার্যক্রম শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
ইসির আপিল শুনানি
রোববার, ১০ ডিসেম্বর ২০২৩
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন। রোববার (১০ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে ইসির যুগ্ম সচিব মাহবুবার রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শুনানির প্রথম দিনে ৯৪টি প্রার্থিতার আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এদের মধ্যে ৫৬ জনের প্রার্থিতা ফিরে পেয়েছে। এছাড়া ৩২ প্রার্থীর আবেদন নামঞ্জুর এবং ছয়জনের আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।
শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়া উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে রয়েছেন, ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান, পাবনা-২ আসনের বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী, নেত্রকোণা-৫ স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান, মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহী বি চৌধুরী, নেত্রকোনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেন, বগুড়া -৪ আসনের কংগ্রেস পার্টির প্রার্থী হিরো আলম, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী মো. নজরুল ইসলাম, মাদারীপুর-২ আসনের ইউসুফ আলী সুমন, যশোর-৩ আসনের মো. মহিদুল ইসলাম, যশোর-৫ আসনের মো. হাবিবুর রহমান, ঢাকা-৫ আসনের মো. কামরুল হাসান, চট্টগ্রাম-১ আসনের মোহাম্মদ গিয়াস উদ্দিন, যশোর-৫ আসনের শেখ নুরুজ্জামান, মুন্সিগঞ্জ-২ আসনের মো. বাছু শেখ, যশোর-৩ আসনের মোহিত কুমার নাথ, খুলনা-৪ আসনের এস, এম, মোর্ত্তজা রশিদী দারা, যশোর-৬ আসনের হোসাইন মোহাম্মদ ইসলাম, ঢাকা-১২ আসনের খোরশেদ আলম খুশু, টাঙ্গাইল-৬ আসনের কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল, রংপুর-২ আসনের মো. জিল্লুর রহমান, কুষ্টিয়া-১ মহাঃ ফিরোজ আল মামুন প্রার্থীতা ফিরে পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা শেষ হয়েছে শনিবার। গত ৫ ডিসেম্বর আপিল আবেদন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৬১টি জমা পড়েছে। প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিন ৯৩ জন এবং শনিবার ১৩০ জন আপিল আবেদন করেন। এসব আপিল আবেদনের মধ্যে ৩২টি আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।
ইসির ঘোষিত তফশিল অনুযায়ী, আপিল শুনানি কার্যক্রম শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।