বিএনপির আন্দোলন সফল না ব্যর্থ, তা নিয়ে আওয়ামী লীগ কথা বলতে পারে না বলেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। এসময় তিনি মনে করিয়ে দিয়েছেন পঁচাত্তর পরবর্তী সময়ে ক্ষমতায় আসতে আওয়ামী লীগের যে ২১ বছর লেগেছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর গোপীবাগে বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ আমাদের বলে যে, আন্দোলনে আর পারতেছি ন। কয় বছর হয়েছে? বিএনপি ক্ষমতার বাইরে ১৭ বছর। আরো ১০-১২ বছর আগে থেকে বলতেছে- বিএনপির কোমর ভাঙা, আন্দোলন করতে পারে না। তারা ২১ বছর পর ক্ষমতায় এসেছে। তাদের কি কোমর ভাঙা ছিল, না সোজা ছিল?
তিনি বলেন, যাদের ২১ বছর লাগে ক্ষমতায় আসতে তাদের এই অভিযোগ করার কোনো অধিকার নাই যে, বিএনপি পারে না। ২২ বছরের সময়ে যেন বলে, তার আগে না।
বিএনপির এই নেতা বলেন, আমরা যুগপৎ আন্দোলন করছি, সেই যুগপৎ আন্দোলন এখনো চলছে। আমরা পরিবর্তন চাই এবং বিশ্বাস করি এই পরিবর্তন অবশ্যম্ভাবী, অবশ্যই হবে ইনশাল্লাহ।
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
বিএনপির আন্দোলন সফল না ব্যর্থ, তা নিয়ে আওয়ামী লীগ কথা বলতে পারে না বলেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। এসময় তিনি মনে করিয়ে দিয়েছেন পঁচাত্তর পরবর্তী সময়ে ক্ষমতায় আসতে আওয়ামী লীগের যে ২১ বছর লেগেছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর গোপীবাগে বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ আমাদের বলে যে, আন্দোলনে আর পারতেছি ন। কয় বছর হয়েছে? বিএনপি ক্ষমতার বাইরে ১৭ বছর। আরো ১০-১২ বছর আগে থেকে বলতেছে- বিএনপির কোমর ভাঙা, আন্দোলন করতে পারে না। তারা ২১ বছর পর ক্ষমতায় এসেছে। তাদের কি কোমর ভাঙা ছিল, না সোজা ছিল?
তিনি বলেন, যাদের ২১ বছর লাগে ক্ষমতায় আসতে তাদের এই অভিযোগ করার কোনো অধিকার নাই যে, বিএনপি পারে না। ২২ বছরের সময়ে যেন বলে, তার আগে না।
বিএনপির এই নেতা বলেন, আমরা যুগপৎ আন্দোলন করছি, সেই যুগপৎ আন্দোলন এখনো চলছে। আমরা পরিবর্তন চাই এবং বিশ্বাস করি এই পরিবর্তন অবশ্যম্ভাবী, অবশ্যই হবে ইনশাল্লাহ।