আগামি ২১ মে অনুষ্ঠিতব্য মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ উপজেলার নির্বাচন স্থগিত থাকবে মর্মে পত্র জারি করিছে নির্বাচন কমিশন। আজ ১৯ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্ণিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার বরাবরে প্রেরিত এপত্রে স্বাক্ষর করেছেন নির্বাচন পরিচালনা -২ উপসচিব মোঃ আতিয়ার রহমান। জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন স্থগিত সংক্রান্ত পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সিপিএলএ নং- ১৬০৮/২০২৪ এর ১৬মে ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে ২১ মে ২০২৪ তারিখে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয় পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সুত্রে প্রাপ্ত তথ্য মতে, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এবং উভয়ের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হয়। এরপর উভয় প্রার্থী একে অপরের মনোনয়ন বাতিলের জন্য মৌলভীবাজারের জেলা প্রশাসকের নিকট আপীল করেন। শুনানী শেষে বিগত ২৪ এপ্রিল,২০২৪ চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেনের আপীল মঞ্জুর ক্রমে অপর প্রার্থী তাজুল ইসলাম তাজের মনোয়নপত্র বাতিল করা হয়। অন্য আপীলটি নামঞ্জু হয়। এরপর রিটানিং অফিসার চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেনকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করে বিগত ২মে’২০২৪ তারিখে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এদিকে প্রার্থিতা ফিরে পেতে তাজুল ইসলাম তাজ বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাই কোর্ট ডিভিশনে রীট পিটিশন নম্বর ৫০৫৫/২০২৪ দায়ের করলে ডিভিশন আদালত পিটিশনার তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বাতিল সংক্রান্ত আপীল কর্তৃপক্ষ মৌলভীবাজারের জেলা প্রশাসকের আদেশ ও ২মে’২০২৪ তারিখে ইস্যূকৃত গণবিজ্ঞপ্তি ৩ মাসের জন্য স্থগিত করে রুলনিশি জারি করেন এবং চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশনা দেন। এ অবস্থায় হাইকোর্ট ডিভিশনের উক্ত আদেশের অসম্মতিতে চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে সিপিএলএ নং ১৬০৮/২০২৪ দায়ের করেন। আপীলেট ডিভিশন শুনানী অন্তে যে নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।
রোববার, ১৯ মে ২০২৪
আগামি ২১ মে অনুষ্ঠিতব্য মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ উপজেলার নির্বাচন স্থগিত থাকবে মর্মে পত্র জারি করিছে নির্বাচন কমিশন। আজ ১৯ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্ণিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার বরাবরে প্রেরিত এপত্রে স্বাক্ষর করেছেন নির্বাচন পরিচালনা -২ উপসচিব মোঃ আতিয়ার রহমান। জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন স্থগিত সংক্রান্ত পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সিপিএলএ নং- ১৬০৮/২০২৪ এর ১৬মে ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে ২১ মে ২০২৪ তারিখে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয় পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সুত্রে প্রাপ্ত তথ্য মতে, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এবং উভয়ের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হয়। এরপর উভয় প্রার্থী একে অপরের মনোনয়ন বাতিলের জন্য মৌলভীবাজারের জেলা প্রশাসকের নিকট আপীল করেন। শুনানী শেষে বিগত ২৪ এপ্রিল,২০২৪ চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেনের আপীল মঞ্জুর ক্রমে অপর প্রার্থী তাজুল ইসলাম তাজের মনোয়নপত্র বাতিল করা হয়। অন্য আপীলটি নামঞ্জু হয়। এরপর রিটানিং অফিসার চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেনকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করে বিগত ২মে’২০২৪ তারিখে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এদিকে প্রার্থিতা ফিরে পেতে তাজুল ইসলাম তাজ বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাই কোর্ট ডিভিশনে রীট পিটিশন নম্বর ৫০৫৫/২০২৪ দায়ের করলে ডিভিশন আদালত পিটিশনার তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বাতিল সংক্রান্ত আপীল কর্তৃপক্ষ মৌলভীবাজারের জেলা প্রশাসকের আদেশ ও ২মে’২০২৪ তারিখে ইস্যূকৃত গণবিজ্ঞপ্তি ৩ মাসের জন্য স্থগিত করে রুলনিশি জারি করেন এবং চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশনা দেন। এ অবস্থায় হাইকোর্ট ডিভিশনের উক্ত আদেশের অসম্মতিতে চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে সিপিএলএ নং ১৬০৮/২০২৪ দায়ের করেন। আপীলেট ডিভিশন শুনানী অন্তে যে নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।