আড়াইহাজার উপজেলা নির্বাচন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মিয়া।
আজ বেলা ৩টায় আড়াইহাজার বাজার এলাকায় তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে শাহজালাল মিয়া বলেন, উপজেলার ১৩৯টি কেন্দ্রে আমি আমার এজেন্ট নিয়োগ করেছি। কিন্তু গতকাল রাতে আমার এজেন্টের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে, সকালে প্রায় প্রত্যেক কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়েছে। কালাপাহাড়িয়ায় তাদের যেতে দেয়নি। খাগকান্দা ইউনিয়নের ১৫ নং ডোমার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচানি মাদ্রাসা কেন্দ্রের এজেন্টকে তুলে নিয়ে মারধর করেছে, বেঁধে রেখেছে।
বেলা ১২টার পর থেকে কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার অভিযোগ করে তিনি বলেন, যেসব কেন্দ্রে আমার এজেন্ট ছিল সেখানে ৩-৪ পার্সেন্ট ভোট পরেছে আর যেখানে ছিল না সেখানে ৬০ শতাংশ ভোট পরেছে। আমার অভিযোগে প্রশাসন গিয়ে দেখেছে প্রকাশ্যে সিল মারছে। একটি কেন্দ্রে একজনকে দুই বছরের জেল দেয়া দিয়েছে।
তিনি আরও বলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বাড়ির আশপাশের কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার করে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা মোশারফ প্রভাব বিস্তার করে সিল মেরেছেন বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমি চাই আড়াইহাজারে সুষ্ঠু নির্বাচন হোক। আজকের নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন না। তাই নির্বাচন কমিশনের কাছে আমার দাবি, আড়াইহাজার পুনরায় নির্বাচন দেয়া হোক। এই নির্বাচন আমি মানতে পারছি না। তাই এই নির্বাচন আমি বর্জন করছি।
আড়াইহাজার উপজেলা নির্বাচন
মঙ্গলবার, ২১ মে ২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মিয়া।
আজ বেলা ৩টায় আড়াইহাজার বাজার এলাকায় তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে শাহজালাল মিয়া বলেন, উপজেলার ১৩৯টি কেন্দ্রে আমি আমার এজেন্ট নিয়োগ করেছি। কিন্তু গতকাল রাতে আমার এজেন্টের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে, সকালে প্রায় প্রত্যেক কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়েছে। কালাপাহাড়িয়ায় তাদের যেতে দেয়নি। খাগকান্দা ইউনিয়নের ১৫ নং ডোমার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচানি মাদ্রাসা কেন্দ্রের এজেন্টকে তুলে নিয়ে মারধর করেছে, বেঁধে রেখেছে।
বেলা ১২টার পর থেকে কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার অভিযোগ করে তিনি বলেন, যেসব কেন্দ্রে আমার এজেন্ট ছিল সেখানে ৩-৪ পার্সেন্ট ভোট পরেছে আর যেখানে ছিল না সেখানে ৬০ শতাংশ ভোট পরেছে। আমার অভিযোগে প্রশাসন গিয়ে দেখেছে প্রকাশ্যে সিল মারছে। একটি কেন্দ্রে একজনকে দুই বছরের জেল দেয়া দিয়েছে।
তিনি আরও বলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বাড়ির আশপাশের কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার করে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা মোশারফ প্রভাব বিস্তার করে সিল মেরেছেন বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমি চাই আড়াইহাজারে সুষ্ঠু নির্বাচন হোক। আজকের নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন না। তাই নির্বাচন কমিশনের কাছে আমার দাবি, আড়াইহাজার পুনরায় নির্বাচন দেয়া হোক। এই নির্বাচন আমি মানতে পারছি না। তাই এই নির্বাচন আমি বর্জন করছি।