শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সদ্য বহিষ্কৃত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয় সোমবার রাতে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলার এজাহার দেন। থানার ওসি শাহ কামাল আকন্দ জানিয়েছেন, এজাহারে বাচ্চুসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, "দলীয় নাম ব্যবহার করে কিছু ব্যক্তি অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।"
তিনি আরও বলেন, "তারেক রহমান দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নেতাকর্মীদের ত্যাগ প্রশ্নবিদ্ধ হতে পারে না, এজন্য দল ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।"
ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি ভালুকা উপজেলার একটি কোম্পানির জুট ব্যবসার কাজে দলের নেতাকর্মীদের সুপারিশ করেছেন। গত ২৭ অগাস্ট ভালুকা উপজেলার কাঠালী এলাকায় এলজি-বাটারফ্লাই মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডে কাজ পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ করেন তিনি।
ফখরুদ্দিন আহম্মেদ দাবি করেন, একটি শিল্প প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে তিনি দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি আবেদনপত্রে সুপারিশ করেছেন। তবে তাকে বহিষ্কারের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানলেও এখনো কোনো চিঠি পাননি।
মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সদ্য বহিষ্কৃত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয় সোমবার রাতে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলার এজাহার দেন। থানার ওসি শাহ কামাল আকন্দ জানিয়েছেন, এজাহারে বাচ্চুসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, "দলীয় নাম ব্যবহার করে কিছু ব্যক্তি অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।"
তিনি আরও বলেন, "তারেক রহমান দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নেতাকর্মীদের ত্যাগ প্রশ্নবিদ্ধ হতে পারে না, এজন্য দল ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।"
ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি ভালুকা উপজেলার একটি কোম্পানির জুট ব্যবসার কাজে দলের নেতাকর্মীদের সুপারিশ করেছেন। গত ২৭ অগাস্ট ভালুকা উপজেলার কাঠালী এলাকায় এলজি-বাটারফ্লাই মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডে কাজ পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ করেন তিনি।
ফখরুদ্দিন আহম্মেদ দাবি করেন, একটি শিল্প প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে তিনি দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি আবেদনপত্রে সুপারিশ করেছেন। তবে তাকে বহিষ্কারের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানলেও এখনো কোনো চিঠি পাননি।