সাভারের আশুলিয়ায় দেশে শিল্প কারখানায় অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশে বিএনপির দুই পক্ষের হট্টগোলের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ আহত হয়েছে।
আজ শনিবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় ট্রাকে অস্থায়ী একটি মঞ্চে শ্রমিক সমাবেশের আয়োজন করে বিএনপি। ট্রাকের অস্থায়ী মঞ্চ থেকে এক শ্রমিক নেতাকে ফেলে দিলে, সেখানে হট্টগোলের সূত্রপাত ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। কিন্তু ট্রাকে অস্থায়ী মঞ্চ থেকে ফেলা দেওয়া হয়েছিল মাজারুল ইসলাম খান নামে এক ব্যক্তিকে ।
মাজারুল ইসলাম খান নিজেকে বিএনপির ধামসোনা ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক দাবি করে বলেন,আমাকে কয়েক জন মঞ্চ থেকে ফেলে দিয়েছে। যারা ফেলে দিয়েছে, তারা মূলত বিএনপির গফুর চেয়ারম্যানের অনুসারী। এসময় আরো অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানান তিনি।
গফুর চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন।
সংঘর্ষের বিষয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান সালাউদ্দিন বাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ করেননি।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান বলেন, আমরা শ্রমিক সমাবেশের বিষয়টি জানি না। কিন্তু বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো.সালাউদ্দিন বাবু আশুলিয়ার বাইপাইলে আসবেন এটা আমরা নিজে থেকে জেনেছি। কিন্তু কেউ আমাদের জানায় নি। তবে কোনো হট্টগোলের সংবাদ আমাদের কাছে নেই বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
সাভারের আশুলিয়ায় দেশে শিল্প কারখানায় অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশে বিএনপির দুই পক্ষের হট্টগোলের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ আহত হয়েছে।
আজ শনিবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় ট্রাকে অস্থায়ী একটি মঞ্চে শ্রমিক সমাবেশের আয়োজন করে বিএনপি। ট্রাকের অস্থায়ী মঞ্চ থেকে এক শ্রমিক নেতাকে ফেলে দিলে, সেখানে হট্টগোলের সূত্রপাত ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। কিন্তু ট্রাকে অস্থায়ী মঞ্চ থেকে ফেলা দেওয়া হয়েছিল মাজারুল ইসলাম খান নামে এক ব্যক্তিকে ।
মাজারুল ইসলাম খান নিজেকে বিএনপির ধামসোনা ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক দাবি করে বলেন,আমাকে কয়েক জন মঞ্চ থেকে ফেলে দিয়েছে। যারা ফেলে দিয়েছে, তারা মূলত বিএনপির গফুর চেয়ারম্যানের অনুসারী। এসময় আরো অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানান তিনি।
গফুর চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন।
সংঘর্ষের বিষয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান সালাউদ্দিন বাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ করেননি।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান বলেন, আমরা শ্রমিক সমাবেশের বিষয়টি জানি না। কিন্তু বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো.সালাউদ্দিন বাবু আশুলিয়ার বাইপাইলে আসবেন এটা আমরা নিজে থেকে জেনেছি। কিন্তু কেউ আমাদের জানায় নি। তবে কোনো হট্টগোলের সংবাদ আমাদের কাছে নেই বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।