বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান জানানো। শনিবার নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘আমরা যেমন ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, তেমনই ভারতেরও উচিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান জানানো। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে নিপীড়ন সহ্য করেছে, কিন্তু এখন মুক্ত বাতাসে চলাচল করছে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে জনগণের স্বাধীনতা হরণ করা হয়েছিল, তবে এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। ভারতের নীতিনির্ধারকদের উচিত বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতিকে মেনে নেওয়া।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-নার্সেসবিষয়ক সম্পাদক জাহানারা বেগম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান জানানো। শনিবার নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘আমরা যেমন ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, তেমনই ভারতেরও উচিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান জানানো। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে নিপীড়ন সহ্য করেছে, কিন্তু এখন মুক্ত বাতাসে চলাচল করছে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে জনগণের স্বাধীনতা হরণ করা হয়েছিল, তবে এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। ভারতের নীতিনির্ধারকদের উচিত বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতিকে মেনে নেওয়া।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-নার্সেসবিষয়ক সম্পাদক জাহানারা বেগম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।