ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে গঠিত জাতীয় নাগরিক কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামীকাল রোববার বিকেল সাড়ে চারটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটির উদ্বোধন হবে।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে। এই আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে। গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন এবং দেশের জনগণকে সংগঠিত করার উদ্দেশ্যে এই কমিটি কাজ করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য আরিফুল ইসলাম বলেন, "জাতীয় নাগরিক কমিটি ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও লিগ্যাসি বহন করবে। এই কমিটি দেশের ৬৪ জেলা ও ১২ মহানগরে গঠন করা হবে।"
এ ছাড়া আগামীকাল থেকে ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর শুরু হবে, যেখানে মুন্সিগঞ্জে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা