খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে কোরআন ও সুন্নাহবিরোধী আইন বাস্তবায়নের চেষ্টা হলে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে সমাবেশ হবে। আজ বৃহস্পতিবার জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, শিক্ষাব্যবস্থায় কমিশন গঠনের মাধ্যমে দেশে সমকামিতা ও পাশ্চাত্য সংস্কৃতি আনার অপচেষ্টা চলছে। সরকারের ভেতর থেকে কিছু এনজিওর সহায়তায় এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এসব কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি বলেছিলেন, শেখ হাসিনা পালায় না। এখন দেশের মানুষই বলুক, শেখ হাসিনা পালায় কি না।’ তিনি আরও বলেন, ভারতের প্রশ্রয়ে শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন এবং দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতারা, যারা দেশে নৈরাজ্যবাদ প্রতিরোধ ও গণহত্যার বিচার দাবি করেন।
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে কোরআন ও সুন্নাহবিরোধী আইন বাস্তবায়নের চেষ্টা হলে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে সমাবেশ হবে। আজ বৃহস্পতিবার জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, শিক্ষাব্যবস্থায় কমিশন গঠনের মাধ্যমে দেশে সমকামিতা ও পাশ্চাত্য সংস্কৃতি আনার অপচেষ্টা চলছে। সরকারের ভেতর থেকে কিছু এনজিওর সহায়তায় এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এসব কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি বলেছিলেন, শেখ হাসিনা পালায় না। এখন দেশের মানুষই বলুক, শেখ হাসিনা পালায় কি না।’ তিনি আরও বলেন, ভারতের প্রশ্রয়ে শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন এবং দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতারা, যারা দেশে নৈরাজ্যবাদ প্রতিরোধ ও গণহত্যার বিচার দাবি করেন।