বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপি সমর্থিত তিন সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পদযাত্রা শেষে তারা হাই কমিশনের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।
রোববার বেলা সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। তিন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়া পল্টনে স্থায়ী মঞ্চে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি এম মুনায়েম মুন্না এবং সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সমাবেশে মুনায়েম মুন্না বলেন, “আমাদের দেশের বিরুদ্ধে ভারতের উগ্রবাদী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ।”
নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি শান্তিনগর, মালিবাগ, মৌচাক মোড়, রামপুরা হয়ে বারিধারায় ভারতীয় হাই কমিশনে পৌঁছাবে বলে জানানো হয়েছে।
এর আগে গত সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে একদল বিক্ষোভকারী ঢুকে জাতীয় পতাকা অবমাননা করে। এই ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দেয়। বিএনপির এই কর্মসূচি সেই ঘটনার প্রতিবাদে আয়োজিত।
রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপি সমর্থিত তিন সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পদযাত্রা শেষে তারা হাই কমিশনের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।
রোববার বেলা সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। তিন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়া পল্টনে স্থায়ী মঞ্চে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি এম মুনায়েম মুন্না এবং সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সমাবেশে মুনায়েম মুন্না বলেন, “আমাদের দেশের বিরুদ্ধে ভারতের উগ্রবাদী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ।”
নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি শান্তিনগর, মালিবাগ, মৌচাক মোড়, রামপুরা হয়ে বারিধারায় ভারতীয় হাই কমিশনে পৌঁছাবে বলে জানানো হয়েছে।
এর আগে গত সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে একদল বিক্ষোভকারী ঢুকে জাতীয় পতাকা অবমাননা করে। এই ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দেয়। বিএনপির এই কর্মসূচি সেই ঘটনার প্রতিবাদে আয়োজিত।