alt

রাজনীতি

আর একমুহূর্ত দেরি না করে নির্বাচন দিন: সিপিবি

সংবাদ অনলাইন রিপোর্ট : শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির সমাবেশ -সংবাদ

জুলাই-আগস্ট হত্যাকা-ের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ‘নির্বাচন আগে নাকি সংস্কার আগে’ তা নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি না করে এখনি নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে সিপিবি। ‘সংস্কার’ শুধু শব্দ চয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছে দলটি। সমাবেশকে কেন্দ্র করে সারাদেশ থেকে দলটির কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয় সোহরাওয়ার্দী উদ্যানে। দলটির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘রক্ত দেয়, জীবন দেয় সাধারণ মানুষ। অথচ তাদের স্বার্থ বাস্তবায়িত হয় না।’ মুক্তিযুদ্ধের চেতনায় ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেয় হয় সমাবেশ থেকে।

‘সংস্কারের জন্য নির্বাচন পরে, নাকি নতুন দল গঠন করার জন্য নির্বাচন বিলম্ব করা হচ্ছে’ এমন প্রশ্ন রেখে দলটির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘দেশে অতি দ্রুত নির্বাচন দরকার। নির্বাচন আগে নাকি সংস্কার আগে এসব নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। নির্বাচন আর সংস্কার সাংঘর্ষিক কোনো বিষয় নয়, এই দুটি বিষয় একে অন্যের পরিপূরক।’ ৫ আগাস্টের পর ‘গণতন্ত্রের শত্রু’ শেখ হাসিনার জায়গায় আন্দোলনকারীরা দাঁড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশৃঙ্খল অবস্থায় রাষ্ট্র পরিচালনার কাজ চলছে মন্তব্য করে দলটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বর্তমান সরকার বিপ্লবী বা স্বাভাবিক সরকার নয়। অন্তর্বর্তী সরকার এই কথার মধ্য দিয়ে তারা তাদের কাজকে সীমাবদ্ধ করে ফেলেছে।’ আপনারাতো মনে হয় বলা শুরু করবেন ‘চিরদিন দরকার, সংস্কার পার্টির সরকার’ এসব বাদ দিয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে দেয়ার আহ্বান জানান তিনি।

বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা ‘খুবই অন্যায় কাজ’ হয়েছে বলে মনে করেন তিনি। সিপিবির সাবেক এই সভাপতি বলেন, ‘আমরা অন্যদের মতো ইতিহাসকে বিকৃত করতে চাই না। মুজিবের ছবি থাকবে। শেরে বাংলার ছবি, জিয়াউর রহমানের ছবি, কর্নেল তাহেরের ছবি থাকুক। কিন্তু আমার প্রশ্ন মওলানা ভাসানীর ছবি, কমরেড মণি সিংহের ছবি নাই কেন?’

আর এক মুহূর্ত দেরি না করে এখনি নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভূগছে।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘ভারতীয় মিডিয়া এসব বিষয় নিয়ে অতিরঞ্জিত করে মিথ্যা তথ্য প্রকাশ করছে।’

আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে গিয়ে প্রিন্স বলেন, ‘ঐক্য গড়ে তোলার কাজ শুরু করবো। ২১ তারিখ থেকে দেশব্যাপী পদযাত্রা করবো। আমরা নতুন সংগ্রামের কথা ঘরে ঘরে পৌঁছে দিবো। কমিউনিস্ট পার্টি নিজেদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।’

সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনজীবনের সংকট নিরসন করতে জান-মালের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করুন। জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন।’

‘সংস্কার’ কথাটি শব্দ চয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে, রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, ‘সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। জুলাই-আগস্ট হত্যাকা-ের বিচার, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ দৃশ্যমান করুন।’

দেশের বাম-গণতান্ত্রিক-প্রগতিশীল রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, ‘সাধারণ মানুষের হতাশা কাটাতে হবে। ব্যবস্থা বদল ছাড়া মুক্তি নাই। আসুন, ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে আমাদের ঐক্য গড়ে তুলি। মানুষকে বিকল্প পথের সন্ধান দিয়ে সচেতন ও সংগঠিত করি।’

‘বিজয়ের পর পরাজিত শক্তিসহ নানা অপশক্তি নানা ষড়যন্ত্রে সক্রিয় থাকে’ এমন মন্তব্য করে দলটির নেতারা বলেন, ‘এদের পরাজিত করে গণতন্ত্রের যাত্রা নিশ্চিত করতে হবে। এজন্য আন্দোলনকারী গণতান্ত্রিক দল, সংগঠন, ব্যক্তি, গোষ্ঠীকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধকে কেউ যেন বিতর্কিত করতে না পারে, স্বৈরাচারী ব্যবস্থা কুক্ষিগত করতে যাতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করতে না পারে, সে জন্য নিজেদের সজাগ থাকতে হবে। পতিত স্বৈরাচার, লুটেরা, সাম্প্রদায়িক, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী অপশক্তিকে রুখে দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

সমাবেশে সিপিবি তাদের দাবি উপস্থাপন করে। উল্লেখযোগ্য দাবিগুলো হলো, জুলাই-আগস্ট হত্যাকা-ের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা, কম মূল্যে কৃষি উপকরণ সরবরাহ ও নিত্যপণ্যের দাম কমানো, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, দখলদারি চাঁদাবাজি বন্ধ করা, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন, কর্মসংস্থানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ন্যায্য দাবি পূরণ।

এসব দাবিসহ মানুষের মুক্তির আন্দোলন বেগবান করতে সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হয়। ১০ জানুয়ারি থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় এবং ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা। ২০০১ সালের ২০ জানুয়ারির পল্টন হত্যাকাণ্ড দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মরণ ও শপথ গ্রহণ। ২০ থেকে ২৭ জানুয়ারি দেশব্যাপী ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালন করা। এক হাজার কিলোমিটার পদযাত্রা করে সিপিবির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করবেন। এছাড়া সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে সারাদেশে সভা-সমাবেশ, হাটসভা, জনসভা, মানববন্ধন ইত্যাদি অনুষ্ঠিত হবে।

ছবি

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা বাতিলের রায় আপিলেও বহাল

ছবি

আপিল খারিজ, তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল

ছবি

৫ দিন জনসংযোগ করবে বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটি

ছবি

তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল

ছবি

চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই : জামায়াতের আমির

চিন্ময় কৃষ্ণদাশের গ্রেফতারের পর রংপুরে তান্ডবের ঘটনা,মামলার বাদী জিয়া মঞ্চের সদস্য সচিব, বিএনপির নেতারাই বিব্রত

ছবি

আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না: জামায়াত আমির

ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি রিভিউ করা হবে : মির্জা ফখরুল

ছবি

আজ সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির ঢাকা সমাবেশ

ছবি

প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত : বিএনপি নেতা কামরুল হুদা

ছবি

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছবি

জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছবি

ছাত্রশিবির জুলাই অভ্যুত্থানে সহযোদ্ধার ভূমিকা পালন করেছে: সারজিস আলম

ছবি

আ.লীগ স্বাধীনতার ফসল ভারতের হাতে তুলে দিয়েছিল : জামায়াত আমির

ছবি

হত্যা মামলায় হাসানুল হক ইনুর ফের ৪ দিনের রিমান্ড

ছবি

ভোটার হওয়ার বয়স ১৭ বছর করার দাবি জামায়াত আমির শফিকুরের

ছবি

সংবিধান কবর দেওয়ার কথা বললে আমাদের কষ্ট লাগে: মির্জা আব্বাস

ছবি

গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায়ের মৃত্যু

ছবি

জামিন না পেয়ে আদালতে জয় বাংলা স্লোগান দিলেন সাবেক মেয়র

ছবি

মানুষের ধারণা, ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্ব করছে সরকার: ফখরুল

ছবি

অর্থ পাচারের ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন : রিজভী

ছবি

ইসলামি দলগুলোর মাথার ওপরে কেউ যেন কাঁঠাল ভেঙে খেতে না পারে : জামায়াতে আমির

বিএনপি সবসময়ই প্রয়োজনীয় সংস্কারের পক্ষে : মির্জা ফখরুল

সচিবালয়ে আগুন দেয়ার ঘটনা রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তদন্ত করতে হবে-জুনায়েদ সাকি

ছবি

জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি: সারজিস

ছবি

নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি

ছবি

অন্তর্বর্তী সরকারের উদারতা এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে

ছবি

জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ছবি

নির্বাচন অতিসত্বর হওয়া দরকার : আমীর খসরু

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

ছবি

গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না : মির্জা ফখরুল

ছবি

১৭ বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

ছবি

পূর্ণাঙ্গ কমিটি গঠনে জবি ছাত্রদলের আহবায়ক কমিটি

ছবি

প্রয়োজনে আবারও রাস্তায় নামতে হবে : মির্জা ফখরুল

ছবি

রংপুরে জিএম কাদের, রাজনীতিকে দুভাগ করা হয়েছে একটা ভাগ দেশ প্রেমিক আর একটা ভাগ দেশ প্রেমিক নয়

ছবি

হাসিনার অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে: রিজভী

tab

রাজনীতি

আর একমুহূর্ত দেরি না করে নির্বাচন দিন: সিপিবি

সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির সমাবেশ -সংবাদ

শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫

জুলাই-আগস্ট হত্যাকা-ের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ‘নির্বাচন আগে নাকি সংস্কার আগে’ তা নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি না করে এখনি নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে সিপিবি। ‘সংস্কার’ শুধু শব্দ চয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছে দলটি। সমাবেশকে কেন্দ্র করে সারাদেশ থেকে দলটির কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয় সোহরাওয়ার্দী উদ্যানে। দলটির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘রক্ত দেয়, জীবন দেয় সাধারণ মানুষ। অথচ তাদের স্বার্থ বাস্তবায়িত হয় না।’ মুক্তিযুদ্ধের চেতনায় ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেয় হয় সমাবেশ থেকে।

‘সংস্কারের জন্য নির্বাচন পরে, নাকি নতুন দল গঠন করার জন্য নির্বাচন বিলম্ব করা হচ্ছে’ এমন প্রশ্ন রেখে দলটির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘দেশে অতি দ্রুত নির্বাচন দরকার। নির্বাচন আগে নাকি সংস্কার আগে এসব নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। নির্বাচন আর সংস্কার সাংঘর্ষিক কোনো বিষয় নয়, এই দুটি বিষয় একে অন্যের পরিপূরক।’ ৫ আগাস্টের পর ‘গণতন্ত্রের শত্রু’ শেখ হাসিনার জায়গায় আন্দোলনকারীরা দাঁড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশৃঙ্খল অবস্থায় রাষ্ট্র পরিচালনার কাজ চলছে মন্তব্য করে দলটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বর্তমান সরকার বিপ্লবী বা স্বাভাবিক সরকার নয়। অন্তর্বর্তী সরকার এই কথার মধ্য দিয়ে তারা তাদের কাজকে সীমাবদ্ধ করে ফেলেছে।’ আপনারাতো মনে হয় বলা শুরু করবেন ‘চিরদিন দরকার, সংস্কার পার্টির সরকার’ এসব বাদ দিয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে দেয়ার আহ্বান জানান তিনি।

বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা ‘খুবই অন্যায় কাজ’ হয়েছে বলে মনে করেন তিনি। সিপিবির সাবেক এই সভাপতি বলেন, ‘আমরা অন্যদের মতো ইতিহাসকে বিকৃত করতে চাই না। মুজিবের ছবি থাকবে। শেরে বাংলার ছবি, জিয়াউর রহমানের ছবি, কর্নেল তাহেরের ছবি থাকুক। কিন্তু আমার প্রশ্ন মওলানা ভাসানীর ছবি, কমরেড মণি সিংহের ছবি নাই কেন?’

আর এক মুহূর্ত দেরি না করে এখনি নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভূগছে।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘ভারতীয় মিডিয়া এসব বিষয় নিয়ে অতিরঞ্জিত করে মিথ্যা তথ্য প্রকাশ করছে।’

আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে গিয়ে প্রিন্স বলেন, ‘ঐক্য গড়ে তোলার কাজ শুরু করবো। ২১ তারিখ থেকে দেশব্যাপী পদযাত্রা করবো। আমরা নতুন সংগ্রামের কথা ঘরে ঘরে পৌঁছে দিবো। কমিউনিস্ট পার্টি নিজেদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।’

সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনজীবনের সংকট নিরসন করতে জান-মালের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করুন। জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন।’

‘সংস্কার’ কথাটি শব্দ চয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে, রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, ‘সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। জুলাই-আগস্ট হত্যাকা-ের বিচার, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ দৃশ্যমান করুন।’

দেশের বাম-গণতান্ত্রিক-প্রগতিশীল রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, ‘সাধারণ মানুষের হতাশা কাটাতে হবে। ব্যবস্থা বদল ছাড়া মুক্তি নাই। আসুন, ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে আমাদের ঐক্য গড়ে তুলি। মানুষকে বিকল্প পথের সন্ধান দিয়ে সচেতন ও সংগঠিত করি।’

‘বিজয়ের পর পরাজিত শক্তিসহ নানা অপশক্তি নানা ষড়যন্ত্রে সক্রিয় থাকে’ এমন মন্তব্য করে দলটির নেতারা বলেন, ‘এদের পরাজিত করে গণতন্ত্রের যাত্রা নিশ্চিত করতে হবে। এজন্য আন্দোলনকারী গণতান্ত্রিক দল, সংগঠন, ব্যক্তি, গোষ্ঠীকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধকে কেউ যেন বিতর্কিত করতে না পারে, স্বৈরাচারী ব্যবস্থা কুক্ষিগত করতে যাতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করতে না পারে, সে জন্য নিজেদের সজাগ থাকতে হবে। পতিত স্বৈরাচার, লুটেরা, সাম্প্রদায়িক, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী অপশক্তিকে রুখে দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

সমাবেশে সিপিবি তাদের দাবি উপস্থাপন করে। উল্লেখযোগ্য দাবিগুলো হলো, জুলাই-আগস্ট হত্যাকা-ের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা, কম মূল্যে কৃষি উপকরণ সরবরাহ ও নিত্যপণ্যের দাম কমানো, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, দখলদারি চাঁদাবাজি বন্ধ করা, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন, কর্মসংস্থানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ন্যায্য দাবি পূরণ।

এসব দাবিসহ মানুষের মুক্তির আন্দোলন বেগবান করতে সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হয়। ১০ জানুয়ারি থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় এবং ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা। ২০০১ সালের ২০ জানুয়ারির পল্টন হত্যাকাণ্ড দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মরণ ও শপথ গ্রহণ। ২০ থেকে ২৭ জানুয়ারি দেশব্যাপী ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালন করা। এক হাজার কিলোমিটার পদযাত্রা করে সিপিবির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করবেন। এছাড়া সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে সারাদেশে সভা-সমাবেশ, হাটসভা, জনসভা, মানববন্ধন ইত্যাদি অনুষ্ঠিত হবে।

back to top