একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি না দিলে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে এক সমাবেশে তিনি বলেন, “আমরা চেয়েছিলাম, এই সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান না নিতে হয়। কারণ আমরাই এই সরকারকে বসিয়েছিলাম। কিন্তু এখন দেখছি, সরকারের ভেতরে ভারতীয় ভূতের আঁছড় লেগেছে। আজহারুল ইসলামের রায় বাংলাদেশের আদালত থেকে হয়নি, এটি ভারতের গোপন অন্ধকার কক্ষ থেকে এসেছে।”
তিনি আরও বলেন, “মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। কামরুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। আমাদের নেতাদের ওপর সব জুলুম শেখ হাসিনার মাধ্যমে ভারত বাস্তবায়ন করেছে।”
জামায়াত নেতা তাহের সরকারকে সতর্ক করে বলেন, “আমরা ভারতকে মানি না, আমরা বাংলাদেশকে মানি। আমরা মাত্র আন্দোলন শুরু করেছি। ভালোয় ভালোয় আজহারুল ইসলামকে ছেড়ে দিন, নইলে আপনাদের বিদায় নিতে হবে।”
এই সমাবেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ ছিল। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখে।
এরপর ২০২০ সালের ১৯ জুলাই তিনি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। আগামী ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগে সেই আবেদন শুনানির জন্য নির্ধারিত রয়েছে।
কুমিল্লার সমাবেশে জামায়াত নেতা তাহের আরও বলেন, “এই সরকারের ভেতরেও ভারতের দালালরা ঢুকে পড়েছে। যারা ভারতের আধিপত্যবাদ টিকিয়ে রাখার ষড়যন্ত্র করবে, তাদের পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলার সেক্রেটারি সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী এবং কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাছান আহমেদ।
সমাবেশ শেষে টাউন হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি না দিলে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে এক সমাবেশে তিনি বলেন, “আমরা চেয়েছিলাম, এই সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান না নিতে হয়। কারণ আমরাই এই সরকারকে বসিয়েছিলাম। কিন্তু এখন দেখছি, সরকারের ভেতরে ভারতীয় ভূতের আঁছড় লেগেছে। আজহারুল ইসলামের রায় বাংলাদেশের আদালত থেকে হয়নি, এটি ভারতের গোপন অন্ধকার কক্ষ থেকে এসেছে।”
তিনি আরও বলেন, “মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। কামরুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। আমাদের নেতাদের ওপর সব জুলুম শেখ হাসিনার মাধ্যমে ভারত বাস্তবায়ন করেছে।”
জামায়াত নেতা তাহের সরকারকে সতর্ক করে বলেন, “আমরা ভারতকে মানি না, আমরা বাংলাদেশকে মানি। আমরা মাত্র আন্দোলন শুরু করেছি। ভালোয় ভালোয় আজহারুল ইসলামকে ছেড়ে দিন, নইলে আপনাদের বিদায় নিতে হবে।”
এই সমাবেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ ছিল। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখে।
এরপর ২০২০ সালের ১৯ জুলাই তিনি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। আগামী ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগে সেই আবেদন শুনানির জন্য নির্ধারিত রয়েছে।
কুমিল্লার সমাবেশে জামায়াত নেতা তাহের আরও বলেন, “এই সরকারের ভেতরেও ভারতের দালালরা ঢুকে পড়েছে। যারা ভারতের আধিপত্যবাদ টিকিয়ে রাখার ষড়যন্ত্র করবে, তাদের পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলার সেক্রেটারি সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী এবং কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাছান আহমেদ।
সমাবেশ শেষে টাউন হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।