বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করলে আগামী জুন-জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব।
শুক্রবার রাজশাহীর ভুবন মোহন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ছাত্র-জনতার আন্দোলনে নিহত-আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও অনুদান প্রদান উপলক্ষে এ আয়োজন করা হয়।
রিজভী বলেন, “নির্বাচন নিয়ে গড়িমশি করা হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সন্দেহ তৈরি হবে। ১৫ বছর ধরে শেখ হাসিনা ভোটাধিকার হরণ করেছেন। দিনের ভোট রাতে হয়েছে, জনগণ ভোট দিতে পারেনি। আমাদের নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এখন এসব পুনরুজ্জীবিত করতে হবে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারই এখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করছে। ফলে সুষ্ঠু নির্বাচন করা তাদের দায়িত্ব।”
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, “পুলিশ যাতে কোনো দলের পক্ষ না নেয় এবং জনগণের ওপর নির্যাতন না চালায়, সে জন্য প্রয়োজনীয় আইন ও সংস্কার দরকার। তবে এসব করার জন্য নির্বাচিত সরকার থাকা জরুরি। তাই আগে জাতীয় নির্বাচন হওয়া দরকার।”
অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা, সদস্যসচিব মামুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন রিজভী।
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করলে আগামী জুন-জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব।
শুক্রবার রাজশাহীর ভুবন মোহন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ছাত্র-জনতার আন্দোলনে নিহত-আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও অনুদান প্রদান উপলক্ষে এ আয়োজন করা হয়।
রিজভী বলেন, “নির্বাচন নিয়ে গড়িমশি করা হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সন্দেহ তৈরি হবে। ১৫ বছর ধরে শেখ হাসিনা ভোটাধিকার হরণ করেছেন। দিনের ভোট রাতে হয়েছে, জনগণ ভোট দিতে পারেনি। আমাদের নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এখন এসব পুনরুজ্জীবিত করতে হবে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারই এখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করছে। ফলে সুষ্ঠু নির্বাচন করা তাদের দায়িত্ব।”
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, “পুলিশ যাতে কোনো দলের পক্ষ না নেয় এবং জনগণের ওপর নির্যাতন না চালায়, সে জন্য প্রয়োজনীয় আইন ও সংস্কার দরকার। তবে এসব করার জন্য নির্বাচিত সরকার থাকা জরুরি। তাই আগে জাতীয় নির্বাচন হওয়া দরকার।”
অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা, সদস্যসচিব মামুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন রিজভী।