ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে মঙ্গলবার ছাত্রদলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে আলেমদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মামুনুল হক বলেন, "শেখ হাসিনা আলেম সমাজকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। অনেক আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে। ফেরাউন, নমরুদ, কারুনের মতো আচরণ করেছেন তিনি।"
তিনি আরও বলেন, "আমি প্রমাণ দিয়ে দেখাতে পারব, একজন ফেরাউন, একজন নমরুদ, একজন কারুন ও একজন মুনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইকে একসঙ্গে মিশালে শেখ হাসিনা তৈরি হয়।"
বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির তুলনা করে মামুনুল হক বলেন, "বিএনপি ও আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না, তবে তাদের মধ্যে পার্থক্য আছে। বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকা পালন করছে।"
তিনি ছাত্রদলকে উদ্দেশ করে বলেন, "বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তি একসঙ্গে কাজ না করলে দেশ বিপন্ন হবে। যারা ইসলামকে মুছে ফেলতে চায়, তারাই স্বাধীনতার শত্রু।"
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে মঙ্গলবার ছাত্রদলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে আলেমদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মামুনুল হক বলেন, "শেখ হাসিনা আলেম সমাজকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। অনেক আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে। ফেরাউন, নমরুদ, কারুনের মতো আচরণ করেছেন তিনি।"
তিনি আরও বলেন, "আমি প্রমাণ দিয়ে দেখাতে পারব, একজন ফেরাউন, একজন নমরুদ, একজন কারুন ও একজন মুনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইকে একসঙ্গে মিশালে শেখ হাসিনা তৈরি হয়।"
বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির তুলনা করে মামুনুল হক বলেন, "বিএনপি ও আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না, তবে তাদের মধ্যে পার্থক্য আছে। বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকা পালন করছে।"
তিনি ছাত্রদলকে উদ্দেশ করে বলেন, "বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তি একসঙ্গে কাজ না করলে দেশ বিপন্ন হবে। যারা ইসলামকে মুছে ফেলতে চায়, তারাই স্বাধীনতার শত্রু।"
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।